নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পোশাকশিল্পের টেকসই প্রবৃদ্ধি ও জ্বালানি—দক্ষ প্রযুক্তিগুলোর একীভূতকরণে একসঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে ডেনমার্ক।
আজ রোববার বিজিএমইএ কমপ্লেক্সে সংস্থাটির সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার।
বিজিএমইএ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটির অন ফরেন মিশন সেলের চেয়ারম্যান শামস মাহমুদ, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ট্রেড ফেয়ারের চেয়ারম্যান মোহাম্মদ কামাল এবং রোজ ইনটিমেটস লিমিটেডের পরিচালক সঞ্জয় কুমার নাহা, ডেনমার্ক দূতাবাসের সিনিয়র বাণিজ্য উপদেষ্টা সাদিয়া তৌফিক সাদী এবং সাপ্লাই চেইন বিশেষজ্ঞ আলী আশরাফ খান।
সাক্ষাৎকালে তাঁরা প্রধানত বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বর্তমান অবস্থা, বৈশ্বিক বাজারের পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং টেকসই উন্নয়নের জন্য শিল্পের অগ্রাধিকার প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে বিশেষ করে পোশাকশিল্পের টেকসই প্রবৃদ্ধি, চক্রাকার অর্থনীতি এবং জ্বালানি-দক্ষ প্রযুক্তি একীভূতকরণসহ প্রভৃতি ক্ষেত্রে ডেনমার্ক ও বাংলাদেশ কীভাবে একসঙ্গে আরও কাজ করতে পারে, সেই সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
বৈঠকে আসন্ন ইইউ ডিউ ডিলিজেন্সের জন্য বাংলাদেশি পোশাক এবং টেক্সটাইল কোম্পানিগুলোর প্রস্তুতির বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে ফারুক হাসান বলেন, ‘এই রূপকল্পের মূলে রয়েছে টেকসই ব্যবসার ওপর গুরুত্ব দিয়ে পণ্য ও বাজার বৈচিত্র্যকরণ, উদ্ভাবন, দক্ষতার ঘাটতি পূরণ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে বিশ্ববাজারে পোশাকশিল্পের অবস্থান আরও উন্নত করা নিয়ে আলোচনা হয়।’
ফারুক হাসান শীর্ষস্থানীয় ডেনিশ ফ্যাশন ইনস্টিটিউটগুলোর মাধ্যমে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) শিক্ষার্থীদের পণ্য ও ডিজাইনের উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করার ব্যাপারে ডেনমার্কের রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।
পোশাকশিল্পের টেকসই প্রবৃদ্ধি ও জ্বালানি—দক্ষ প্রযুক্তিগুলোর একীভূতকরণে একসঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে ডেনমার্ক।
আজ রোববার বিজিএমইএ কমপ্লেক্সে সংস্থাটির সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার।
বিজিএমইএ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটির অন ফরেন মিশন সেলের চেয়ারম্যান শামস মাহমুদ, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ট্রেড ফেয়ারের চেয়ারম্যান মোহাম্মদ কামাল এবং রোজ ইনটিমেটস লিমিটেডের পরিচালক সঞ্জয় কুমার নাহা, ডেনমার্ক দূতাবাসের সিনিয়র বাণিজ্য উপদেষ্টা সাদিয়া তৌফিক সাদী এবং সাপ্লাই চেইন বিশেষজ্ঞ আলী আশরাফ খান।
সাক্ষাৎকালে তাঁরা প্রধানত বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বর্তমান অবস্থা, বৈশ্বিক বাজারের পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং টেকসই উন্নয়নের জন্য শিল্পের অগ্রাধিকার প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে বিশেষ করে পোশাকশিল্পের টেকসই প্রবৃদ্ধি, চক্রাকার অর্থনীতি এবং জ্বালানি-দক্ষ প্রযুক্তি একীভূতকরণসহ প্রভৃতি ক্ষেত্রে ডেনমার্ক ও বাংলাদেশ কীভাবে একসঙ্গে আরও কাজ করতে পারে, সেই সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
বৈঠকে আসন্ন ইইউ ডিউ ডিলিজেন্সের জন্য বাংলাদেশি পোশাক এবং টেক্সটাইল কোম্পানিগুলোর প্রস্তুতির বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে ফারুক হাসান বলেন, ‘এই রূপকল্পের মূলে রয়েছে টেকসই ব্যবসার ওপর গুরুত্ব দিয়ে পণ্য ও বাজার বৈচিত্র্যকরণ, উদ্ভাবন, দক্ষতার ঘাটতি পূরণ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে বিশ্ববাজারে পোশাকশিল্পের অবস্থান আরও উন্নত করা নিয়ে আলোচনা হয়।’
ফারুক হাসান শীর্ষস্থানীয় ডেনিশ ফ্যাশন ইনস্টিটিউটগুলোর মাধ্যমে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) শিক্ষার্থীদের পণ্য ও ডিজাইনের উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করার ব্যাপারে ডেনমার্কের রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৮ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৮ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৮ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৮ দিন আগে