অনলাইন ডেস্ক
বাংলাদেশে বৈদেশিক ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সমস্যা সমাধানের লক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিনিয়োগ সমন্বয়-সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়-সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সভাপতিত্বে এ সভা আহ্বান করা হয়।
সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানরা, বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টার পলিসি অ্যাডভাইজার (সমন্বয় এবং সংস্কার), পিপিপি অথরিটি ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লুৎফে সিদ্দিকী স্বাগত বক্তব্যে বলেন, জাতীয় গুরুত্ব বিবেচনায় বাংলাদেশে বৈদেশিক ও বেসরকারি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরগুলোতে যেসব সমস্যা উদ্ভব হয়—তা সমাধানের জন্য এ সভা আহ্বান করা হয়েছে।
সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ দপ্তরের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগের পথে বাধা ও সম্ভাবনা, বিভিন্ন সফল উদ্যোগের তথ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
আলোচনায় আন্তদপ্তর সমন্বয়ের ক্ষেত্রে সম্মিলিত প্রয়াসে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের উপায় নির্ধারণ করা, সফল উদ্যোগগুলো অনুসরণ করা, প্রশাসনিক নীতিমালা ও শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলা এবং দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের থেকে প্রতিক্রিয়া গ্রহণ ও সহজতর সেবা প্রদানের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসোবে অবকাঠামো উন্নয়ন ও সহজতর সেবা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি ফলাফলভিত্তিক কার্যকর ওয়ার্কিং গ্রুপ হিসেবে কাজ করার জন্য প্রতিমাসে নিয়মিত এ সভাটি আয়োজন করা হবে।
বাংলাদেশে বৈদেশিক ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সমস্যা সমাধানের লক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিনিয়োগ সমন্বয়-সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়-সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সভাপতিত্বে এ সভা আহ্বান করা হয়।
সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানরা, বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টার পলিসি অ্যাডভাইজার (সমন্বয় এবং সংস্কার), পিপিপি অথরিটি ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লুৎফে সিদ্দিকী স্বাগত বক্তব্যে বলেন, জাতীয় গুরুত্ব বিবেচনায় বাংলাদেশে বৈদেশিক ও বেসরকারি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরগুলোতে যেসব সমস্যা উদ্ভব হয়—তা সমাধানের জন্য এ সভা আহ্বান করা হয়েছে।
সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ দপ্তরের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগের পথে বাধা ও সম্ভাবনা, বিভিন্ন সফল উদ্যোগের তথ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
আলোচনায় আন্তদপ্তর সমন্বয়ের ক্ষেত্রে সম্মিলিত প্রয়াসে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের উপায় নির্ধারণ করা, সফল উদ্যোগগুলো অনুসরণ করা, প্রশাসনিক নীতিমালা ও শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলা এবং দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের থেকে প্রতিক্রিয়া গ্রহণ ও সহজতর সেবা প্রদানের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসোবে অবকাঠামো উন্নয়ন ও সহজতর সেবা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি ফলাফলভিত্তিক কার্যকর ওয়ার্কিং গ্রুপ হিসেবে কাজ করার জন্য প্রতিমাসে নিয়মিত এ সভাটি আয়োজন করা হবে।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৮ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৮ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৮ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৮ দিন আগে