নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদুল ফিতর ও পয়লা বৈশাখের টানা ছুটি শেষে গতকাল সোমবার প্রথম কর্মদিবস ঢিলেঢালোভাবে কেটেছে। ঈদের আমেজে ব্যাংকগুলোর শাখায় প্রাণচাঞ্চল্য দেখা দিলেও লেনদেন হয়েছে কম। অনেকে গল্পগুজবেই দিন পার করেছেন। প্রথম কার্যদিবস হওয়ায় অনেককেই কুশল বিনিময় করতে অফিসের বিভিন্ন কক্ষে ছোটাছুটি করতে দেখা গেছে। রাজধানীর ব্যাংকপাড়া খ্যাত মতিঝিল, পল্টন, ফকিরাপুল, শান্তিনগর, রামপুরা, কাকরাইল ও গুলশান এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছুটি শেষ হলেও স্বাভাবিক লেনদেন শুরু হয়নি ব্যাংকগুলোয়। সবগুলো ব্যাংকে হাতে গোনা স্বল্পসংখ্যক গ্রাহক লেনদেন করেছেন। ঈদের আগে উত্তোলন বেশি হলেও এদিন যে কয়জন আসছেন, তাঁদের বেশির ভাগই টাকা জমা দিতে এসেছেন। দু-একটি বড় লেনদেন ছাড়া সঞ্চয়কারীদের জমাই পড়েছে বেশি।
সোনালী ব্যাংকের স্থানীয় শাখার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ঈদের ছুটির পর গ্রাহকের উপস্থিতি কিছুটা কম। আশা করা যায়, আগামী সপ্তাহ থেকে লেনদেন বাড়বে।
একটি সরকারি ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুল আলম বলেন, ঈদের ছুটির পর কর্মকর্তা-কর্মচারীরা অফিসে এসেছেন। একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।
গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালু ছিল। আর ব্যাংকে লেনদেন হয় সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। বাকি সময় দাপ্তরিক কাজের জন্য। যদিও ছুটির আগে রমজানে ব্যাংকে লেনদেন চলেছিল সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এবং অন্যান্য দাপ্তরিক কার্যক্রমের নির্ধারিত সময় ছিল বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের জন্য বিরতি ছিল। বিরতির সময় স্বাভাবিক সময়ের মতো অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন কার্যক্রম অব্যাহত ছিল।
জানা গেছে, গত বুধ, বৃহস্পতি ও শুক্রবার (১০, ১১ ও ১২ এপ্রিল) ছিল ঈদুল ফিতরের ছুটি। এরপর শনিবার (১৩ এপ্রিল) ছিল সাপ্তাহিক ছুটি। পরদিন রোববার (১৪ এপ্রিল) নববর্ষের ছুটি।
ঈদুল ফিতর ও পয়লা বৈশাখের টানা ছুটি শেষে গতকাল সোমবার প্রথম কর্মদিবস ঢিলেঢালোভাবে কেটেছে। ঈদের আমেজে ব্যাংকগুলোর শাখায় প্রাণচাঞ্চল্য দেখা দিলেও লেনদেন হয়েছে কম। অনেকে গল্পগুজবেই দিন পার করেছেন। প্রথম কার্যদিবস হওয়ায় অনেককেই কুশল বিনিময় করতে অফিসের বিভিন্ন কক্ষে ছোটাছুটি করতে দেখা গেছে। রাজধানীর ব্যাংকপাড়া খ্যাত মতিঝিল, পল্টন, ফকিরাপুল, শান্তিনগর, রামপুরা, কাকরাইল ও গুলশান এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছুটি শেষ হলেও স্বাভাবিক লেনদেন শুরু হয়নি ব্যাংকগুলোয়। সবগুলো ব্যাংকে হাতে গোনা স্বল্পসংখ্যক গ্রাহক লেনদেন করেছেন। ঈদের আগে উত্তোলন বেশি হলেও এদিন যে কয়জন আসছেন, তাঁদের বেশির ভাগই টাকা জমা দিতে এসেছেন। দু-একটি বড় লেনদেন ছাড়া সঞ্চয়কারীদের জমাই পড়েছে বেশি।
সোনালী ব্যাংকের স্থানীয় শাখার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ঈদের ছুটির পর গ্রাহকের উপস্থিতি কিছুটা কম। আশা করা যায়, আগামী সপ্তাহ থেকে লেনদেন বাড়বে।
একটি সরকারি ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুল আলম বলেন, ঈদের ছুটির পর কর্মকর্তা-কর্মচারীরা অফিসে এসেছেন। একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।
গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালু ছিল। আর ব্যাংকে লেনদেন হয় সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। বাকি সময় দাপ্তরিক কাজের জন্য। যদিও ছুটির আগে রমজানে ব্যাংকে লেনদেন চলেছিল সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এবং অন্যান্য দাপ্তরিক কার্যক্রমের নির্ধারিত সময় ছিল বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের জন্য বিরতি ছিল। বিরতির সময় স্বাভাবিক সময়ের মতো অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন কার্যক্রম অব্যাহত ছিল।
জানা গেছে, গত বুধ, বৃহস্পতি ও শুক্রবার (১০, ১১ ও ১২ এপ্রিল) ছিল ঈদুল ফিতরের ছুটি। এরপর শনিবার (১৩ এপ্রিল) ছিল সাপ্তাহিক ছুটি। পরদিন রোববার (১৪ এপ্রিল) নববর্ষের ছুটি।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৮ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৮ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৮ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৮ দিন আগে