নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ‘বর্তমানে বাংলাদেশের ৮০ শতাংশ ই-কমার্স প্রতিষ্ঠান পরিচালনা করেন নারীরা। চলমান এই করোনা মহামারির সময় ই-কমার্স দ্রুত বিকাশ লাভ করেছে। অনেকেই এ সময় চাকরি ছেড়ে ই-কমার্সের দিকে ঝুঁকে পড়েছেন।’
আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজার ফুড কোর্ট জয়িতা বিপণন কেন্দ্রে ই-জয়িতা অনলাইন মার্কেটপ্লেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বিবিএসের (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো) রিপোর্ট অনুযায়ী, গত ২০০৯-১০ সালে দেশে নারী উদ্যোক্তার সংখ্যা ছিল ৮৯ হাজার ৮৬৮ জন। আর বর্তমানে দেশে এমন নারীর সংখ্যা ২০ লাখ ৩ হাজার ১৮৯ জন। গত ১০ বছরে নারী উদ্যোক্তার সংখ্যা বেড়েছে ১২৬ শতাংশ। বাংলাদেশ উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের বর্তমান সদস্য সংখ্যা ১২ লাখ।
ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ডিজিটাল বাংলাদেশে ই-কমার্সের মাধ্যমে পণ্যের বাজারজাত ও বিক্রির ধরনও পরিবর্তন হয়েছে। এতে উপার্জনের সুযোগ সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক ক্ষমতায়নে এগিয়ে গেছে নারীরা। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে। দেশে সরকার প্রধান থেকে শুরু করে বিরোধীদলীয় নেত্রী ও প্রশাসনের উচ্চপর্যায়ে নারী কর্মকর্তারা রয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সামাজিকভাবে নারীর ক্ষমতায়ন ও উদ্যোক্তা হিসেবে তাদের তৈরির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে ১৬ নভেম্বর জয়িতা ফাউন্ডেশনের উদ্বোধন করেছিলেন। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে নিজস্ব ভবন থেকে কাজ পরিচালনা করছে জয়িতা ফাউন্ডেশন। ক্রমে সারা দেশের সাতটি বিভাগে এ ফাউন্ডেশন গড়ে তোলা হবে, যাতে সারা দেশের নারী উদ্যোক্তারা সহজেই তাঁদের পণ্য বাজারজাত করতে পারেন।
আজ ই-জয়িতার উদ্বোধনী অনুষ্ঠানেই ই-জয়িতা প্ল্যাটফর্মে একসঙ্গে ১ লাখ নারী উদ্যোক্তা অ্যাকাউন্ট ওপেন করেন। এখন এই নারীরা তাঁদের পণ্য এই প্ল্যাটফর্ম থেকে সহজেই বাজারজাত ও বিক্রি করতে পারবেন।
অনুষ্ঠানে জানানো হয়, এই প্রথম ই-জয়িতা ক্রেতাদের জন্য এক ভিন্নধর্মী সুবিধা নিয়ে এসেছে। ক্রেতারা চাইলে এখন থেকে বিক্রেতার সঙ্গে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলা ও পণ্য দেখার সুযোগ পাবেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে একসঙ্গে ৬৫ জন ক্রেতার সঙ্গে বিক্রেতা কথা বলতে পারবেন।
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ‘বর্তমানে বাংলাদেশের ৮০ শতাংশ ই-কমার্স প্রতিষ্ঠান পরিচালনা করেন নারীরা। চলমান এই করোনা মহামারির সময় ই-কমার্স দ্রুত বিকাশ লাভ করেছে। অনেকেই এ সময় চাকরি ছেড়ে ই-কমার্সের দিকে ঝুঁকে পড়েছেন।’
আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজার ফুড কোর্ট জয়িতা বিপণন কেন্দ্রে ই-জয়িতা অনলাইন মার্কেটপ্লেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বিবিএসের (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো) রিপোর্ট অনুযায়ী, গত ২০০৯-১০ সালে দেশে নারী উদ্যোক্তার সংখ্যা ছিল ৮৯ হাজার ৮৬৮ জন। আর বর্তমানে দেশে এমন নারীর সংখ্যা ২০ লাখ ৩ হাজার ১৮৯ জন। গত ১০ বছরে নারী উদ্যোক্তার সংখ্যা বেড়েছে ১২৬ শতাংশ। বাংলাদেশ উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের বর্তমান সদস্য সংখ্যা ১২ লাখ।
ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ডিজিটাল বাংলাদেশে ই-কমার্সের মাধ্যমে পণ্যের বাজারজাত ও বিক্রির ধরনও পরিবর্তন হয়েছে। এতে উপার্জনের সুযোগ সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক ক্ষমতায়নে এগিয়ে গেছে নারীরা। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে। দেশে সরকার প্রধান থেকে শুরু করে বিরোধীদলীয় নেত্রী ও প্রশাসনের উচ্চপর্যায়ে নারী কর্মকর্তারা রয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সামাজিকভাবে নারীর ক্ষমতায়ন ও উদ্যোক্তা হিসেবে তাদের তৈরির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে ১৬ নভেম্বর জয়িতা ফাউন্ডেশনের উদ্বোধন করেছিলেন। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে নিজস্ব ভবন থেকে কাজ পরিচালনা করছে জয়িতা ফাউন্ডেশন। ক্রমে সারা দেশের সাতটি বিভাগে এ ফাউন্ডেশন গড়ে তোলা হবে, যাতে সারা দেশের নারী উদ্যোক্তারা সহজেই তাঁদের পণ্য বাজারজাত করতে পারেন।
আজ ই-জয়িতার উদ্বোধনী অনুষ্ঠানেই ই-জয়িতা প্ল্যাটফর্মে একসঙ্গে ১ লাখ নারী উদ্যোক্তা অ্যাকাউন্ট ওপেন করেন। এখন এই নারীরা তাঁদের পণ্য এই প্ল্যাটফর্ম থেকে সহজেই বাজারজাত ও বিক্রি করতে পারবেন।
অনুষ্ঠানে জানানো হয়, এই প্রথম ই-জয়িতা ক্রেতাদের জন্য এক ভিন্নধর্মী সুবিধা নিয়ে এসেছে। ক্রেতারা চাইলে এখন থেকে বিক্রেতার সঙ্গে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলা ও পণ্য দেখার সুযোগ পাবেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে একসঙ্গে ৬৫ জন ক্রেতার সঙ্গে বিক্রেতা কথা বলতে পারবেন।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৯ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৯ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৯ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৯ দিন আগে