নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের পুঁজিবাজারে সূচকের বড় ধরণের পতন হয়েছে। আর এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস দেশের পুঁজিবাজারে সূচকের পতন হলো। তবে সূচকের পতন এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার পরও লেনদেনের পরিমাণ বেড়েছে।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, আজ রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট কমে ৭ হাজার ১৮৬ পয়েন্টে দাড়িয়েছে। ডিএসই এর অন্য দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ২১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে যথাক্রমে ১ হাজার ৫৪৬ ও ২ হাজার ৭০৫ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে ১ হাজার ৬৫৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ২২৩ কোটি টাকা। গত বৃস্পতিবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪৩৩ কোটি ৮৭ লাখ টাকা।
ডিএসইতে ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম কমেছে ২৮৭ টির, বেড়েছে ৬৫ টির এবং অপরিবর্তিত ছিল ২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম।
এদিন লেনদেনে ডিএসইতে শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠান হলো-ফরচুন সু, অরিয়ন ফার্মা, আইএফআইসি ব্যাংক, লাফার্জ হোলসিম, এনআরবিসি ব্যাংক, বিএটিবিসি, ডেল্টা লাইফ, জেনেক্স, বেক্সিমকো লিমিটেড ও সোনালী পেপার।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯৪ পয়েন্ট কমে দাড়িয়েছে ২১ হাজার ২২ পয়েন্টে। সিএসইতে লেনদেনকৃত ৩১০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ২০৬ টির, বেড়েছে ৭৮ টির এবং অপরিবর্তিত ছিল ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এ ছাড়া সিএসইতে মোট ৬৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৭ কোটি টাকা বেড়েছে। আগের কার্যদিবসে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৪৬ কোটি ২২ লাখ টাকা।
দেশের পুঁজিবাজারে সূচকের বড় ধরণের পতন হয়েছে। আর এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস দেশের পুঁজিবাজারে সূচকের পতন হলো। তবে সূচকের পতন এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার পরও লেনদেনের পরিমাণ বেড়েছে।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, আজ রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট কমে ৭ হাজার ১৮৬ পয়েন্টে দাড়িয়েছে। ডিএসই এর অন্য দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ২১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে যথাক্রমে ১ হাজার ৫৪৬ ও ২ হাজার ৭০৫ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে ১ হাজার ৬৫৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ২২৩ কোটি টাকা। গত বৃস্পতিবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪৩৩ কোটি ৮৭ লাখ টাকা।
ডিএসইতে ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম কমেছে ২৮৭ টির, বেড়েছে ৬৫ টির এবং অপরিবর্তিত ছিল ২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম।
এদিন লেনদেনে ডিএসইতে শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠান হলো-ফরচুন সু, অরিয়ন ফার্মা, আইএফআইসি ব্যাংক, লাফার্জ হোলসিম, এনআরবিসি ব্যাংক, বিএটিবিসি, ডেল্টা লাইফ, জেনেক্স, বেক্সিমকো লিমিটেড ও সোনালী পেপার।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯৪ পয়েন্ট কমে দাড়িয়েছে ২১ হাজার ২২ পয়েন্টে। সিএসইতে লেনদেনকৃত ৩১০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ২০৬ টির, বেড়েছে ৭৮ টির এবং অপরিবর্তিত ছিল ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এ ছাড়া সিএসইতে মোট ৬৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৭ কোটি টাকা বেড়েছে। আগের কার্যদিবসে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৪৬ কোটি ২২ লাখ টাকা।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫