Ajker Patrika

পুঁজিবাজারে সূচকের বড় পতনেও বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুঁজিবাজারে সূচকের বড় পতনেও বেড়েছে লেনদেন

দেশের পুঁজিবাজারে সূচকের বড় ধরণের পতন হয়েছে। আর এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস দেশের পুঁজিবাজারে সূচকের পতন হলো। তবে সূচকের পতন এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার পরও লেনদেনের পরিমাণ বেড়েছে। 

পুঁজিবাজার সূত্রে জানা গেছে, আজ রোববার  দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট কমে ৭ হাজার ১৮৬ পয়েন্টে দাড়িয়েছে। ডিএসই এর অন্য দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ২১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে যথাক্রমে ১ হাজার ৫৪৬ ও ২ হাজার ৭০৫ পয়েন্টে অবস্থান করছে। 
ডিএসইতে ১ হাজার ৬৫৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ২২৩ কোটি টাকা। গত বৃস্পতিবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪৩৩ কোটি ৮৭ লাখ টাকা।

ডিএসইতে ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম কমেছে ২৮৭ টির, বেড়েছে ৬৫ টির এবং অপরিবর্তিত ছিল ২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম।

এদিন লেনদেনে ডিএসইতে শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠান হলো-ফরচুন সু, অরিয়ন ফার্মা, আইএফআইসি ব্যাংক, লাফার্জ হোলসিম, এনআরবিসি ব্যাংক, বিএটিবিসি, ডেল্টা লাইফ, জেনেক্স, বেক্সিমকো লিমিটেড ও সোনালী পেপার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯৪ পয়েন্ট কমে দাড়িয়েছে ২১ হাজার ২২ পয়েন্টে। সিএসইতে লেনদেনকৃত ৩১০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ২০৬ টির, বেড়েছে ৭৮ টির এবং অপরিবর্তিত ছিল ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এ ছাড়া সিএসইতে মোট ৬৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৭ কোটি টাকা বেড়েছে। আগের কার্যদিবসে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৪৬ কোটি ২২ লাখ টাকা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত