নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে প্রথমবারের মতো ‘ম্যাঙ্গো ফেস্টিভ্যাল’ আয়োজিত হতে যাচ্ছে। নওগাঁর সাপাহারে আগামী ১৮ ও ১৯ জুলাই বসতে যাচ্ছে এ আসর। সাপাহারকে আমের বাণিজ্যিক রাজধানী হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতেই এই উৎসবের আয়োজন করা হচ্ছে।
নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে সাপাহার উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘আমের বাণিজ্যিক রাজধানী সাপাহার, নওগাঁ’ এই স্লোগানকে সামনে রেখে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবটি বসবে।
উৎসবে থাকবে আম বিক্রয় ও বিতরণসহ নানা ধরনের স্টল। এসব স্টলে বিশেষ ছাড়ের সুযোগ পাবেন ক্রেতারা। থাকবে তাৎক্ষণিক কুরিয়ার সার্ভিসের স্টল। এসব স্টলে ক্রেতারা মেলা থেকে আম কিনে সহজে দেশে-বিদেশে পাঠাতে পারবেন।
এ ছাড়া আম দিয়ে তৈরি নানা খাবারের স্টল, আম চাষিদের প্রোফাইল, অনলাইন সরবরাহকারীর তথ্য এবং বিভিন্ন জাতের আমের প্রদর্শনী স্টল থাকবে মেলায়।
ফেস্টিভ্যালে ১০০ জন অংশগ্রহণকারী চাষির জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ সেশন আয়োজনের কথা জানিয়েছেন আয়োজকেরা। সেখানে আমের রোগবালাই দূরীকরণ, সঠিক উৎপাদন পদ্ধতি এবং বাজারজাতকরণ নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে বিদেশে আম রপ্তানির সুযোগ-সুবিধা এবং বাজার সম্প্রসারণের কৌশল নিয়ে উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হবে।
দুই দিনই বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমভিত্তিক ভোজন প্রতিযোগিতা দর্শনার্থীদের মুগ্ধ করবে বলে আশা করছেন আয়োজকেরা।
উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ বলেন, ‘সাপাহারে যে পরিমাণ আম উৎপাদিত হয়, তা দিয়ে বড় বড় কোম্পানি সারা বছর বিভিন্ন পণ্য তৈরি করতে পারে। তবুও চাষিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। তাই আমের বাণিজ্যিক রাজধানী হিসেবে সাপাহারকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে এই উৎসবের আয়োজন করা হয়েছে।’
প্রসঙ্গত, সাপাহারে বর্তমানে ২০ হাজারেরও বেশি আম চাষি রয়েছেন এবং এই অঞ্চলে প্রায় ১০ হাজার হেক্টর জমিতে আমের চাষ হয়ে থাকে। গত বছর এখানে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার ব্যাংক লেনদেন এবং প্রায় ৫ হাজার কোটি টাকার নগদ লেনদেনসহ বিশাল আমের বাজার গড়ে উঠেছে।
ম্যাঙ্গো ফেস্টিভ্যাল ২০২৫ সফল হলে সাপাহারের আম আরও নতুন বাজারে পৌঁছাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
দেশে প্রথমবারের মতো ‘ম্যাঙ্গো ফেস্টিভ্যাল’ আয়োজিত হতে যাচ্ছে। নওগাঁর সাপাহারে আগামী ১৮ ও ১৯ জুলাই বসতে যাচ্ছে এ আসর। সাপাহারকে আমের বাণিজ্যিক রাজধানী হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতেই এই উৎসবের আয়োজন করা হচ্ছে।
নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে সাপাহার উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘আমের বাণিজ্যিক রাজধানী সাপাহার, নওগাঁ’ এই স্লোগানকে সামনে রেখে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবটি বসবে।
উৎসবে থাকবে আম বিক্রয় ও বিতরণসহ নানা ধরনের স্টল। এসব স্টলে বিশেষ ছাড়ের সুযোগ পাবেন ক্রেতারা। থাকবে তাৎক্ষণিক কুরিয়ার সার্ভিসের স্টল। এসব স্টলে ক্রেতারা মেলা থেকে আম কিনে সহজে দেশে-বিদেশে পাঠাতে পারবেন।
এ ছাড়া আম দিয়ে তৈরি নানা খাবারের স্টল, আম চাষিদের প্রোফাইল, অনলাইন সরবরাহকারীর তথ্য এবং বিভিন্ন জাতের আমের প্রদর্শনী স্টল থাকবে মেলায়।
ফেস্টিভ্যালে ১০০ জন অংশগ্রহণকারী চাষির জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ সেশন আয়োজনের কথা জানিয়েছেন আয়োজকেরা। সেখানে আমের রোগবালাই দূরীকরণ, সঠিক উৎপাদন পদ্ধতি এবং বাজারজাতকরণ নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে বিদেশে আম রপ্তানির সুযোগ-সুবিধা এবং বাজার সম্প্রসারণের কৌশল নিয়ে উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হবে।
দুই দিনই বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমভিত্তিক ভোজন প্রতিযোগিতা দর্শনার্থীদের মুগ্ধ করবে বলে আশা করছেন আয়োজকেরা।
উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ বলেন, ‘সাপাহারে যে পরিমাণ আম উৎপাদিত হয়, তা দিয়ে বড় বড় কোম্পানি সারা বছর বিভিন্ন পণ্য তৈরি করতে পারে। তবুও চাষিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। তাই আমের বাণিজ্যিক রাজধানী হিসেবে সাপাহারকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে এই উৎসবের আয়োজন করা হয়েছে।’
প্রসঙ্গত, সাপাহারে বর্তমানে ২০ হাজারেরও বেশি আম চাষি রয়েছেন এবং এই অঞ্চলে প্রায় ১০ হাজার হেক্টর জমিতে আমের চাষ হয়ে থাকে। গত বছর এখানে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার ব্যাংক লেনদেন এবং প্রায় ৫ হাজার কোটি টাকার নগদ লেনদেনসহ বিশাল আমের বাজার গড়ে উঠেছে।
ম্যাঙ্গো ফেস্টিভ্যাল ২০২৫ সফল হলে সাপাহারের আম আরও নতুন বাজারে পৌঁছাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৭ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৭ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৭ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৭ দিন আগে