নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পণ্যের মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআইকে আন্তর্জাতিক মানের হতে হবে। ৫২তম বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, বিএসটিআইকে আন্তর্জাতিক মানে রূপান্তর করা গেলে পণ্য রপ্তানি অনেক সহায়ক হবে। বিশ্ববাজারকে আমাদের ধরতে হবে। এখানে একটি আন্তর্জাতিক পরীক্ষাগার করা হবে, সেখানে মেধাসম্পন্নদের কাজে লাগাতে হবে।
শিল্পমন্ত্রী আরও বলেন, মুক্তবাজার অর্থনীতিতে মানসম্পন্ন পণ্য নিয়ে আমাদের লড়াই করতে হবে। শুধু রোজা ও ঈদ এলে বিএসটিআই দু-একটি পানি প্রতিষ্ঠানকে ধরবে, এটা আমরা চাই না। বহির্বিশ্বে আমাদের পণ্যের বাজার ধরতে হবে। এর জন্য বিএসটিআইয়ের ব্যাপ্তি বাড়াতে হবে।
শিল্পসচিব জাকিয়া সুলতানা তাঁর বক্তব্যে বলেন, বিএসটিআইয়ের কাজকে আরও জোরদার করতে হবে। পণ্যের মানের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। বিএসটিআইতে বিশ্বমানের একটি পরীক্ষাগার তৈরি করতে হবে। ইতিমধ্যে স্থানীয় পর্যায়ে কিছু ল্যাবরেটরি স্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে।
শিল্পসচিব বলেন, বিশ্বমানের পণ্য রপ্তানির ক্ষেত্রে অনেক অর্থ পরীক্ষার জন্য বিদেশে চলে যাচ্ছে। এ জন্য দেশি একটি আন্তর্জাতিক মানের পরীক্ষাগার নির্মাণ করা হবে। খাদ্য ও খাদ্যে ভেজাল এবং ওজনে কম দেওয়া—এটার শাস্তি দিয়ে শেষ করা যাবে না। ভেজাল পণ্য উৎপাদনকারী সবাইকে শাস্তির আওতায় আনতে হবে।
এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন বলেন, পণ্য রপ্তানির ক্ষেত্রে পরীক্ষার জন্য অনেক অর্থ বিদেশে চলে যাচ্ছে। যদি বিএসটিআইতে আন্তর্জাতিক একটি ল্যাবরেটরি স্থাপন করা যায়, তাহলে ব্যবসায়ীরা অনেক সাশ্রয়ী মূল্যে এখান থেকে পরীক্ষা করে পণ্য রপ্তানি করতে পারবেন। বিশেষ করে খাদ্যপণ্যের অপার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনাময় এসব পণ্য রপ্তানি করতে নানান ধরনের সনদের প্রয়োজন হয়। বিশ্বমানের ল্যাবরেটরি স্থাপন করা গেলে অনেক বাধাই দূর হবে।
পণ্যের মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআইকে আন্তর্জাতিক মানের হতে হবে। ৫২তম বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, বিএসটিআইকে আন্তর্জাতিক মানে রূপান্তর করা গেলে পণ্য রপ্তানি অনেক সহায়ক হবে। বিশ্ববাজারকে আমাদের ধরতে হবে। এখানে একটি আন্তর্জাতিক পরীক্ষাগার করা হবে, সেখানে মেধাসম্পন্নদের কাজে লাগাতে হবে।
শিল্পমন্ত্রী আরও বলেন, মুক্তবাজার অর্থনীতিতে মানসম্পন্ন পণ্য নিয়ে আমাদের লড়াই করতে হবে। শুধু রোজা ও ঈদ এলে বিএসটিআই দু-একটি পানি প্রতিষ্ঠানকে ধরবে, এটা আমরা চাই না। বহির্বিশ্বে আমাদের পণ্যের বাজার ধরতে হবে। এর জন্য বিএসটিআইয়ের ব্যাপ্তি বাড়াতে হবে।
শিল্পসচিব জাকিয়া সুলতানা তাঁর বক্তব্যে বলেন, বিএসটিআইয়ের কাজকে আরও জোরদার করতে হবে। পণ্যের মানের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। বিএসটিআইতে বিশ্বমানের একটি পরীক্ষাগার তৈরি করতে হবে। ইতিমধ্যে স্থানীয় পর্যায়ে কিছু ল্যাবরেটরি স্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে।
শিল্পসচিব বলেন, বিশ্বমানের পণ্য রপ্তানির ক্ষেত্রে অনেক অর্থ পরীক্ষার জন্য বিদেশে চলে যাচ্ছে। এ জন্য দেশি একটি আন্তর্জাতিক মানের পরীক্ষাগার নির্মাণ করা হবে। খাদ্য ও খাদ্যে ভেজাল এবং ওজনে কম দেওয়া—এটার শাস্তি দিয়ে শেষ করা যাবে না। ভেজাল পণ্য উৎপাদনকারী সবাইকে শাস্তির আওতায় আনতে হবে।
এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন বলেন, পণ্য রপ্তানির ক্ষেত্রে পরীক্ষার জন্য অনেক অর্থ বিদেশে চলে যাচ্ছে। যদি বিএসটিআইতে আন্তর্জাতিক একটি ল্যাবরেটরি স্থাপন করা যায়, তাহলে ব্যবসায়ীরা অনেক সাশ্রয়ী মূল্যে এখান থেকে পরীক্ষা করে পণ্য রপ্তানি করতে পারবেন। বিশেষ করে খাদ্যপণ্যের অপার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনাময় এসব পণ্য রপ্তানি করতে নানান ধরনের সনদের প্রয়োজন হয়। বিশ্বমানের ল্যাবরেটরি স্থাপন করা গেলে অনেক বাধাই দূর হবে।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
২০ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
২০ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
২০ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
২০ দিন আগে