নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আরও পাঁচটি প্রতিষ্ঠানকে মূল্য সংযোজন করের (ভ্যাট) বিশেষ সফটওয়্যার বিক্রয়ের অনুমতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগে ৪৩টি প্রতিষ্ঠানের এ সফটওয়্যার বিক্রয়ের অনুমতি ছিল। নতুন অনুমতি পাওয়া ৫টি মিলিয়ে সফটওয়্যার বিক্রয়কারী প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৪৮টি। আজ সোমবার এনবিআরের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।
তালিকাভুক্ত নতুন পাঁচ প্রতিষ্ঠান হলো, ঢাকার পাকিজা টেকনোলজিস লিমিটেড, সিনটেক সল্যুশন লিমিটেড, ইউনিপ্রো সফটওয়্যার বিডি লিমিটেড ও সিস্টেম রিসোর্সেস লিমিটেড এবং চট্টগ্রামের নিউ টেকনোলজি সিস্টেমস লিমিটেড।
বার্ষিক পাঁচ কোটি টাকার বেশি লেনদেন হলেই ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ভ্যাটের বিশেষ সফটওয়্যার ব্যবহার বাধ্যতামূলক করেছে এনবিআর। কোনো ব্যবসাপ্রতিষ্ঠানের মাসিক লেনদেন ৪২ লাখ টাকা অতিক্রম করলে এ সফটওয়্যার ব্যবহার করতে হবে।
এনবিআর সূত্রে জানা গেছে, এ সফটওয়্যারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এতে কেনার হিসাব রেজিস্টার ও বিক্রয় চালানে কোনো তথ্য এন্ট্রি দেওয়ার সঙ্গে সঙ্গে তা স্বয়ংক্রিয়ভাবে সব ধরনের হিসাবে হালনাগাদ (আপডেট) হবে। সফটওয়্যারে বিভিন্ন মূসক হারও থাকবে।
এনবিআরের আদেশ অনুযায়ী, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক বিধিমালা-২০১৬ অনুসারে ভ্যাট নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মাস শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক।
বিধান অনুযায়ী ব্যবসার বার্ষিক টার্নওভার ৩০ লাখ টাকার নিচে হলে প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধন নিতে হয় না। ৩০ লাখ ১ টাকা থেকে ৮০ লাখ টাকার মধ্যে লেনদেনকারী প্রতিষ্ঠানকে ৩ শতাংশ ভ্যাট দিতে হবে। এদিকে ৮০ লাখ টাকার ওপরে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়।
উল্লেখ্য, দেশে বর্তমানে প্রায় ২ লাখ ৮০ হাজার প্রতিষ্ঠানের ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) নিবন্ধন আছে। এই বিআইএন নিবন্ধনই ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত।
আরও পাঁচটি প্রতিষ্ঠানকে মূল্য সংযোজন করের (ভ্যাট) বিশেষ সফটওয়্যার বিক্রয়ের অনুমতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগে ৪৩টি প্রতিষ্ঠানের এ সফটওয়্যার বিক্রয়ের অনুমতি ছিল। নতুন অনুমতি পাওয়া ৫টি মিলিয়ে সফটওয়্যার বিক্রয়কারী প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৪৮টি। আজ সোমবার এনবিআরের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।
তালিকাভুক্ত নতুন পাঁচ প্রতিষ্ঠান হলো, ঢাকার পাকিজা টেকনোলজিস লিমিটেড, সিনটেক সল্যুশন লিমিটেড, ইউনিপ্রো সফটওয়্যার বিডি লিমিটেড ও সিস্টেম রিসোর্সেস লিমিটেড এবং চট্টগ্রামের নিউ টেকনোলজি সিস্টেমস লিমিটেড।
বার্ষিক পাঁচ কোটি টাকার বেশি লেনদেন হলেই ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ভ্যাটের বিশেষ সফটওয়্যার ব্যবহার বাধ্যতামূলক করেছে এনবিআর। কোনো ব্যবসাপ্রতিষ্ঠানের মাসিক লেনদেন ৪২ লাখ টাকা অতিক্রম করলে এ সফটওয়্যার ব্যবহার করতে হবে।
এনবিআর সূত্রে জানা গেছে, এ সফটওয়্যারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এতে কেনার হিসাব রেজিস্টার ও বিক্রয় চালানে কোনো তথ্য এন্ট্রি দেওয়ার সঙ্গে সঙ্গে তা স্বয়ংক্রিয়ভাবে সব ধরনের হিসাবে হালনাগাদ (আপডেট) হবে। সফটওয়্যারে বিভিন্ন মূসক হারও থাকবে।
এনবিআরের আদেশ অনুযায়ী, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক বিধিমালা-২০১৬ অনুসারে ভ্যাট নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মাস শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক।
বিধান অনুযায়ী ব্যবসার বার্ষিক টার্নওভার ৩০ লাখ টাকার নিচে হলে প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধন নিতে হয় না। ৩০ লাখ ১ টাকা থেকে ৮০ লাখ টাকার মধ্যে লেনদেনকারী প্রতিষ্ঠানকে ৩ শতাংশ ভ্যাট দিতে হবে। এদিকে ৮০ লাখ টাকার ওপরে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়।
উল্লেখ্য, দেশে বর্তমানে প্রায় ২ লাখ ৮০ হাজার প্রতিষ্ঠানের ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) নিবন্ধন আছে। এই বিআইএন নিবন্ধনই ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৮ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৮ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৮ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৮ দিন আগে