আজকের পত্রিকা ডেস্ক
চলতি মাসের শুরুর দিকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এ পর্যন্ত ৪৫ হাজার টন পেঁয়াজ রপ্তানি করেছে ভারত। আজ বুধবার দেশটির এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানান।
ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারে দেশটির কৃষকদের স্বস্তি মিলেছে। এর আগে, ভারতে সাধারণ নির্বাচনের আগে দেশীয় সরবরাহ স্থিতিশীল রাখতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
বিশ্বের সর্ববৃহৎ পেঁয়াজ রপ্তানিকারক দেশ ভারত গত ডিসেম্বরে রপ্তানি নিষেধাজ্ঞা দিয়ে মার্চ পর্যন্ত বহাল রাখে। বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কায় দেশটিতে পেঁয়াজের দাম বৃদ্ধি পায়।
ভারতের ভোক্তাবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নিধি খারে বার্তা সংস্থা পিটিআইকে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর থেকে ৪৫ হাজার টনেরও বেশি পেঁয়াজ রপ্তানি করা হয়েছে, যার বেশির ভাগই মধ্যপ্রাচ্য ও বাংলাদেশে। নির্বাচনের সময় পেঁয়াজের দাম সহনীয় রাখতে সরকার ৪ মে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। তবে প্রতি টন ৫৫০ মার্কিন ডলার ন্যূনতম রপ্তানিমূল্য (এমইপি) ধার্য করে।
সচিব খারে বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলো চলতি বছরের জন্য লক্ষ্যমাত্রার পাঁচ লাখ টন বাফার স্টক করতে সাম্প্রতিক রবি (শীতকালীন) ফসল থেকে পেঁয়াজ সংগ্রহ শুরু করেছে।
বাফার স্টক হলো বাজার স্থিতিশীল রাখতে পণ্য মজুতের কৌশল। এ কৌশলে পণ্যমূল্য যখন কম থাকে, সরকার নির্দিষ্ট পরিমাণ পণ্য কিনে মজুত করে। সরবরাহ কমে গেলে বাজারে যখন দাম বাড়তে শুরু করে, তখন ওই মজুত পণ্য বাজারে সরবরাহ করে দাম সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হয়।
ভারতের কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, মহারাষ্ট্র, কর্ণাটক ও অন্ধ্র প্রদেশের মতো পেঁয়াজ উৎপাদনকারী প্রধান অঞ্চলে উৎপাদন কম হয়েছে। এ কারণে ২০২৩–২৪ শস্য বছরে দেশটিতে পেঁয়াজ উৎপাদন আগের বছরের তুলনায় ১৬ শতাংশ কমে ২৫ দশমিক ৪৭ মিলিয়ন টন হবে বলে ধারণা করা হচ্ছে।
চলতি মাসের শুরুর দিকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এ পর্যন্ত ৪৫ হাজার টন পেঁয়াজ রপ্তানি করেছে ভারত। আজ বুধবার দেশটির এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানান।
ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারে দেশটির কৃষকদের স্বস্তি মিলেছে। এর আগে, ভারতে সাধারণ নির্বাচনের আগে দেশীয় সরবরাহ স্থিতিশীল রাখতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
বিশ্বের সর্ববৃহৎ পেঁয়াজ রপ্তানিকারক দেশ ভারত গত ডিসেম্বরে রপ্তানি নিষেধাজ্ঞা দিয়ে মার্চ পর্যন্ত বহাল রাখে। বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কায় দেশটিতে পেঁয়াজের দাম বৃদ্ধি পায়।
ভারতের ভোক্তাবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নিধি খারে বার্তা সংস্থা পিটিআইকে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর থেকে ৪৫ হাজার টনেরও বেশি পেঁয়াজ রপ্তানি করা হয়েছে, যার বেশির ভাগই মধ্যপ্রাচ্য ও বাংলাদেশে। নির্বাচনের সময় পেঁয়াজের দাম সহনীয় রাখতে সরকার ৪ মে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। তবে প্রতি টন ৫৫০ মার্কিন ডলার ন্যূনতম রপ্তানিমূল্য (এমইপি) ধার্য করে।
সচিব খারে বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলো চলতি বছরের জন্য লক্ষ্যমাত্রার পাঁচ লাখ টন বাফার স্টক করতে সাম্প্রতিক রবি (শীতকালীন) ফসল থেকে পেঁয়াজ সংগ্রহ শুরু করেছে।
বাফার স্টক হলো বাজার স্থিতিশীল রাখতে পণ্য মজুতের কৌশল। এ কৌশলে পণ্যমূল্য যখন কম থাকে, সরকার নির্দিষ্ট পরিমাণ পণ্য কিনে মজুত করে। সরবরাহ কমে গেলে বাজারে যখন দাম বাড়তে শুরু করে, তখন ওই মজুত পণ্য বাজারে সরবরাহ করে দাম সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হয়।
ভারতের কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, মহারাষ্ট্র, কর্ণাটক ও অন্ধ্র প্রদেশের মতো পেঁয়াজ উৎপাদনকারী প্রধান অঞ্চলে উৎপাদন কম হয়েছে। এ কারণে ২০২৩–২৪ শস্য বছরে দেশটিতে পেঁয়াজ উৎপাদন আগের বছরের তুলনায় ১৬ শতাংশ কমে ২৫ দশমিক ৪৭ মিলিয়ন টন হবে বলে ধারণা করা হচ্ছে।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৮ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৮ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৮ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৮ দিন আগে