নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পেমেন্ট গেটওয়ে এসএসএল কমার্সে আটকে থাকা আলেশা মার্টের ৯ গ্রাহকের ২৮ লাখ ৩৬ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার এ টাকা ফেরত দেওয়া হয়। পর্যায়ক্রমে এসএসএলে আটকে থাকা ৪২ কোটি টাকা গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হবে।
প্রাথমিকভাবে ৪৮৫ গ্রাহককে ১ হাজার ১৪৩টি লেনদেনের বিপরীতে ১০ কোটি ৬১ লাখ ৬০ হাজার ১৩৬ টাকা ফেরত দেওয়া হবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
টাকা ফেরত প্রক্রিয়ার উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘একসময় মনে হয়েছে আমরা গ্রাহকের কোনো টাকা ফেরত দিতে পারবা না, কিন্তু আমরা বসে থাকিনি, চেষ্টা করে গেছি। তার সুফল পাচ্ছে গ্রাহকেরা।’
এর আগে, কিউ কম ডটকমের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করে বাণিজ্য মন্ত্রণালয়। এখন পর্যন্ত কিউকম গ্রাহকদের প্রায় ২৫ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিজিটাল কমার্সের প্রধান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান। একইভাবে আরও কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের টাকা ফিরিয়ে দিতে কাজ চলছে বলেও জানান তিনি।
আলেশা মার্টের টাকা ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে সফিকুজ্জামান বলেন, পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা আলিশা মার্টের ৪২ কোটি টাকার হিসাব আমরা পেয়েছি। এর মধ্যে গত বছরের জুন পর্যন্ত ৩২ কোটি টাকা এবং জুলাই পরবর্তী সময়ে ১০ কোটি টাকা। আমরা প্রথম পর্বে এই ১০ কোটি টাকা ফেরত দেওয়া শুরু করলাম। বাকিটাও গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হবে।
ই-কমার্স সম্পর্কিত আরও পড়ুন:
পেমেন্ট গেটওয়ে এসএসএল কমার্সে আটকে থাকা আলেশা মার্টের ৯ গ্রাহকের ২৮ লাখ ৩৬ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার এ টাকা ফেরত দেওয়া হয়। পর্যায়ক্রমে এসএসএলে আটকে থাকা ৪২ কোটি টাকা গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হবে।
প্রাথমিকভাবে ৪৮৫ গ্রাহককে ১ হাজার ১৪৩টি লেনদেনের বিপরীতে ১০ কোটি ৬১ লাখ ৬০ হাজার ১৩৬ টাকা ফেরত দেওয়া হবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
টাকা ফেরত প্রক্রিয়ার উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘একসময় মনে হয়েছে আমরা গ্রাহকের কোনো টাকা ফেরত দিতে পারবা না, কিন্তু আমরা বসে থাকিনি, চেষ্টা করে গেছি। তার সুফল পাচ্ছে গ্রাহকেরা।’
এর আগে, কিউ কম ডটকমের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করে বাণিজ্য মন্ত্রণালয়। এখন পর্যন্ত কিউকম গ্রাহকদের প্রায় ২৫ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিজিটাল কমার্সের প্রধান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান। একইভাবে আরও কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের টাকা ফিরিয়ে দিতে কাজ চলছে বলেও জানান তিনি।
আলেশা মার্টের টাকা ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে সফিকুজ্জামান বলেন, পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা আলিশা মার্টের ৪২ কোটি টাকার হিসাব আমরা পেয়েছি। এর মধ্যে গত বছরের জুন পর্যন্ত ৩২ কোটি টাকা এবং জুলাই পরবর্তী সময়ে ১০ কোটি টাকা। আমরা প্রথম পর্বে এই ১০ কোটি টাকা ফেরত দেওয়া শুরু করলাম। বাকিটাও গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হবে।
ই-কমার্স সম্পর্কিত আরও পড়ুন:
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫