নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের বিভিন্ন শুল্ক-কর অফিস থেকে মার্চ টু এনবিআর কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে কমপ্লিট শাটডাউন কার্যক্রম চলবে। আজ রোববার (২৯ জুন) বিকেল ৪টার দিকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা।
ঐক্য পরিষদের সহসভাপতি ও অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘অর্থ উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে আহ্বান পাওয়ায় আমরা সচিবালয়ে তাঁর কার্যালয়ে বিকেল ৪টায় আলোচনায় বসব। ট্যাক্স ও কাস্টমস থেকে ১০ জন করে ২০ জনের ডেলিগেশন অংশ নেবেন।’
দাবিদাওয়া সম্পর্কে মির্জা আশিক রানা বলেন, ‘চেয়ারম্যানের অপসারণ আমাদের প্রথম দাবি। আমরা অর্থ উপদেষ্টার কাছে তুলে ধরব, কীভাবে ধারাবাহিকভাবে আমাদের দমন-নিপীড়ন করা হয়েছে, এনবিআরকে কীভাবে অকার্যকর করা হয়েছে, কীভাবে এনবিআর সংস্কারকাজ এগিয়ে নেওয়া যায় এবং কীভাবে আমাদের ট্যাক্স ও কাস্টমস ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ণ রাখা যায়।’
মির্জা আশিক রানা বলেন, ‘আলোচনা শেষে আমরা এনবিআরে ফিরে আসব। আমাদের সহকর্মীদের ব্রিফ করব। সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি জানাব।’
এদিকে এনবিআরের চলমান সমস্যা নিরসনে ব্যবসায়ীদের সঙ্গেও পৃথক বৈঠক করবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ব্যবসায়ী নেতা ও এমসিসিআইয়ের সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এ তথ্য নিশ্চিত করেছেন।
সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ‘অর্থ উপদেষ্টা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিকেল ৫টায় বৈঠকে বসবেন বলে জেনেছি। অন্যদিকে এনবিআরের আন্দোলনকারীদের সঙ্গে আলাদা সময়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।’
নাসিম মঞ্জুর বলেন, ‘বর্তমানে কাস্টমস কার্যক্রম বন্ধ থাকায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদেশি ব্যবসায়ীদের মধ্যে আস্থার সংকট তৈরি হবে, যা দীর্ঘ মেয়াদে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।’
দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে আমদানি-রপ্তানি-সংক্রান্ত কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে বন্দরে পণ্য খালাস ও জাহাজে তুলতে না পারায় আমদানি-রপ্তানি কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। কেবল বৈদেশিক যাত্রীসেবা চালু রয়েছে বলে কর্মকর্তারা জানান।
আরও খবর পড়ুন:
দেশের বিভিন্ন শুল্ক-কর অফিস থেকে মার্চ টু এনবিআর কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে কমপ্লিট শাটডাউন কার্যক্রম চলবে। আজ রোববার (২৯ জুন) বিকেল ৪টার দিকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা।
ঐক্য পরিষদের সহসভাপতি ও অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘অর্থ উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে আহ্বান পাওয়ায় আমরা সচিবালয়ে তাঁর কার্যালয়ে বিকেল ৪টায় আলোচনায় বসব। ট্যাক্স ও কাস্টমস থেকে ১০ জন করে ২০ জনের ডেলিগেশন অংশ নেবেন।’
দাবিদাওয়া সম্পর্কে মির্জা আশিক রানা বলেন, ‘চেয়ারম্যানের অপসারণ আমাদের প্রথম দাবি। আমরা অর্থ উপদেষ্টার কাছে তুলে ধরব, কীভাবে ধারাবাহিকভাবে আমাদের দমন-নিপীড়ন করা হয়েছে, এনবিআরকে কীভাবে অকার্যকর করা হয়েছে, কীভাবে এনবিআর সংস্কারকাজ এগিয়ে নেওয়া যায় এবং কীভাবে আমাদের ট্যাক্স ও কাস্টমস ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ণ রাখা যায়।’
মির্জা আশিক রানা বলেন, ‘আলোচনা শেষে আমরা এনবিআরে ফিরে আসব। আমাদের সহকর্মীদের ব্রিফ করব। সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি জানাব।’
এদিকে এনবিআরের চলমান সমস্যা নিরসনে ব্যবসায়ীদের সঙ্গেও পৃথক বৈঠক করবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ব্যবসায়ী নেতা ও এমসিসিআইয়ের সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এ তথ্য নিশ্চিত করেছেন।
সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ‘অর্থ উপদেষ্টা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিকেল ৫টায় বৈঠকে বসবেন বলে জেনেছি। অন্যদিকে এনবিআরের আন্দোলনকারীদের সঙ্গে আলাদা সময়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।’
নাসিম মঞ্জুর বলেন, ‘বর্তমানে কাস্টমস কার্যক্রম বন্ধ থাকায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদেশি ব্যবসায়ীদের মধ্যে আস্থার সংকট তৈরি হবে, যা দীর্ঘ মেয়াদে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।’
দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে আমদানি-রপ্তানি-সংক্রান্ত কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে বন্দরে পণ্য খালাস ও জাহাজে তুলতে না পারায় আমদানি-রপ্তানি কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। কেবল বৈদেশিক যাত্রীসেবা চালু রয়েছে বলে কর্মকর্তারা জানান।
আরও খবর পড়ুন:
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৭ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৭ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৭ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৭ দিন আগে