নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সর্বজনীন পেনশন স্কিম চালুর প্রথম মাসে যুক্ত হয়েছেন প্রায় ১৩ হাজার মানুষ। কিস্তি হিসেবে সরকারের তহবিলে জমা হয়েছে সাড়ে ৭ কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৭ আগস্ট এই স্কিম উদ্বোধনের এক মাস পর গতকাল রোববার পর্যন্ত তৈরি হিসাবে এসব তথ্য পাওয়া যায়।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, পেনশন স্কিমে প্রথম মাসে মানুষের বেশ ভালোই সাড়া মিলেছে। রোববার সন্ধ্যা পর্যন্ত ১২ হাজার ৯৭২ জন তাঁদের প্রথম কিস্তির চাঁদা জমা দিয়েছেন। চাঁদা জমা হয়েছে ৭ কোটি ৬৭ লাখ ২২ হাজার ৫০০ টাকা।
সূত্র বলেছে, এ পর্যন্ত যুক্ত ব্যক্তিদের প্রায় অর্ধেকই প্রগতি স্কিমের বা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী। তাঁদের সংখ্যা ৬ হাজার ২০০ জন। পেনশনের বাকি তিন স্কিমের মধ্যে ‘প্রবাস’ শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্য, ‘সুরক্ষা’ স্বকর্মে নিয়োজিতদের জন্য এবং ‘সমতা’ নিম্ন আয়ের অসচ্ছল মানুষের জন্য। সরকারের লক্ষ্য, ১০ কোটি মানুষকে পেনশন স্কিমের আওতায় আনা।
অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলেছে, চাঁদা দেওয়া মানুষের অন্তত ১০ গুণ স্কিমগুলোতে নিবন্ধন করেছেন। কিন্তু তাঁরা টাকা জমা দিয়ে আবেদন সম্পূর্ণ করেননি। মো. গোলাম মোস্তফা বলেন, চাঁদা জমা না দেওয়া পর্যন্ত কাউকে পেনশন স্কিমে যুক্ত বলে ধরা হয় না।
গত শনিবার এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, উন্নয়নকাজের জন্য সরকার সর্বজনীন পেনশন স্কিম থেকে ঋণ নিতে পারবে।
পেনশনের টাকা বিনিয়োগের বিষয়ে গোলাম মোস্তফা বলেন, ‘এটা জনগণের টাকা। এই টাকা বিনিয়োগে আমাদের অবস্থান হচ্ছে ঝুঁকিমুক্ত নিরাপদ বিনিয়োগ। পেনশন কর্তৃপক্ষ ট্রেজারি বন্ডের মতো নিরাপদ খাতে বিনিয়োগ করবে। বন্ডে বিনিয়োগের বিপরীতে টাকা তো সরকারের কাছেই থাকবে।
পেনশন স্কিমভেদে সর্বনিম্ন মাসিক চাঁদা ১ হাজার টাকা এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা। কত পরিমাণ চাঁদা, কত দিন ধরে দেওয়া হয়েছে, তার ওপর ভিত্তি করে মাসে সর্বনিম্ন ১ হাজার ৫৩০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩ লাখ ৪৪ হাজার ৬৫৫ টাকা পেনশন পাবেন। এই স্কিমে যুক্ত ব্যক্তি ৬০ বছর বয়স থেকে আজীবন পেনশনসুবিধা পাবেন। তবে ন্যূনতম টানা ১০ বছর চাঁদা দিতে হবে। চাঁদাদাতা মারা গেলে নমিনি পেনশন পাবেন। এ ক্ষেত্রে, চাঁদাদাতার বয়স যে বছর ৭৫ হবে, ওই বছর পর্যন্ত নমিনি পেনশন পাবেন। ১৮ বছরের বেশি বয়সী যে কেউ পেনশন স্কিমে যুক্ত হতে পারবেন।
সর্বজনীন পেনশন স্কিম চালুর প্রথম মাসে যুক্ত হয়েছেন প্রায় ১৩ হাজার মানুষ। কিস্তি হিসেবে সরকারের তহবিলে জমা হয়েছে সাড়ে ৭ কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৭ আগস্ট এই স্কিম উদ্বোধনের এক মাস পর গতকাল রোববার পর্যন্ত তৈরি হিসাবে এসব তথ্য পাওয়া যায়।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, পেনশন স্কিমে প্রথম মাসে মানুষের বেশ ভালোই সাড়া মিলেছে। রোববার সন্ধ্যা পর্যন্ত ১২ হাজার ৯৭২ জন তাঁদের প্রথম কিস্তির চাঁদা জমা দিয়েছেন। চাঁদা জমা হয়েছে ৭ কোটি ৬৭ লাখ ২২ হাজার ৫০০ টাকা।
সূত্র বলেছে, এ পর্যন্ত যুক্ত ব্যক্তিদের প্রায় অর্ধেকই প্রগতি স্কিমের বা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী। তাঁদের সংখ্যা ৬ হাজার ২০০ জন। পেনশনের বাকি তিন স্কিমের মধ্যে ‘প্রবাস’ শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্য, ‘সুরক্ষা’ স্বকর্মে নিয়োজিতদের জন্য এবং ‘সমতা’ নিম্ন আয়ের অসচ্ছল মানুষের জন্য। সরকারের লক্ষ্য, ১০ কোটি মানুষকে পেনশন স্কিমের আওতায় আনা।
অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলেছে, চাঁদা দেওয়া মানুষের অন্তত ১০ গুণ স্কিমগুলোতে নিবন্ধন করেছেন। কিন্তু তাঁরা টাকা জমা দিয়ে আবেদন সম্পূর্ণ করেননি। মো. গোলাম মোস্তফা বলেন, চাঁদা জমা না দেওয়া পর্যন্ত কাউকে পেনশন স্কিমে যুক্ত বলে ধরা হয় না।
গত শনিবার এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, উন্নয়নকাজের জন্য সরকার সর্বজনীন পেনশন স্কিম থেকে ঋণ নিতে পারবে।
পেনশনের টাকা বিনিয়োগের বিষয়ে গোলাম মোস্তফা বলেন, ‘এটা জনগণের টাকা। এই টাকা বিনিয়োগে আমাদের অবস্থান হচ্ছে ঝুঁকিমুক্ত নিরাপদ বিনিয়োগ। পেনশন কর্তৃপক্ষ ট্রেজারি বন্ডের মতো নিরাপদ খাতে বিনিয়োগ করবে। বন্ডে বিনিয়োগের বিপরীতে টাকা তো সরকারের কাছেই থাকবে।
পেনশন স্কিমভেদে সর্বনিম্ন মাসিক চাঁদা ১ হাজার টাকা এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা। কত পরিমাণ চাঁদা, কত দিন ধরে দেওয়া হয়েছে, তার ওপর ভিত্তি করে মাসে সর্বনিম্ন ১ হাজার ৫৩০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩ লাখ ৪৪ হাজার ৬৫৫ টাকা পেনশন পাবেন। এই স্কিমে যুক্ত ব্যক্তি ৬০ বছর বয়স থেকে আজীবন পেনশনসুবিধা পাবেন। তবে ন্যূনতম টানা ১০ বছর চাঁদা দিতে হবে। চাঁদাদাতা মারা গেলে নমিনি পেনশন পাবেন। এ ক্ষেত্রে, চাঁদাদাতার বয়স যে বছর ৭৫ হবে, ওই বছর পর্যন্ত নমিনি পেনশন পাবেন। ১৮ বছরের বেশি বয়সী যে কেউ পেনশন স্কিমে যুক্ত হতে পারবেন।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
২১ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
২১ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
২১ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
২১ দিন আগে