অনলাইন ডেস্ক
নতুন প্রজন্মের বিমা কোম্পানি স্বদেশ ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড দুই বছর পার হলেও এখনো জরিমানার অর্থ পরিশোধ করেনি। ২০২৩ সালের ১০ মে বিমা আইন লঙ্ঘনের দায়ে কোম্পানিটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বিমা আইন, ২০১০-এর ১৩০ ধারার অধীনে এই জরিমানা আরোপ করে। তবে দীর্ঘ সময় পার হলেও কোম্পানিটি অর্থ পরিশোধে গড়িমসি করছে। এ পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার আইডিআরএর পরিচালক (আইন) মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত এক চিঠিতে জরিমানার অর্থ অবিলম্বে পরিশোধের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় বিমা আইন, ২০২০ ও দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইডিআরএর চিঠিতে উল্লেখ করা হয়, স্বদেশ ইসলামী লাইফ অতিরিক্ত কমিশন ব্যয়ের মাধ্যমে বিমা আইন, ২০১০-এর ৫৮ ও ৫৯ ধারা এবং কর্তৃপক্ষের সার্কুলার নম্বর লাইফ ০৩(খ) ২০১২ সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে। এই অনিয়মের কারণে ২০২৩ সালের ১০ মে এ কোম্পানিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। কোম্পানির আপত্তি খারিজ করে আগের আদেশ বহাল রাখা হয় এবং জরিমানা পরিশোধের জন্য পুনরায় চিঠি পাঠানো হয়। কিন্তু কোম্পানিটি এখন পর্যন্ত জরিমানার অর্থ পরিশোধ করেনি।
এ পরিস্থিতিতে জরিমানার ৫ লাখ টাকা আইডিআরএর নামে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে অবিলম্বে পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে চিঠিতে সতর্ক করা হয়েছে।
নতুন প্রজন্মের বিমা কোম্পানি স্বদেশ ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড দুই বছর পার হলেও এখনো জরিমানার অর্থ পরিশোধ করেনি। ২০২৩ সালের ১০ মে বিমা আইন লঙ্ঘনের দায়ে কোম্পানিটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বিমা আইন, ২০১০-এর ১৩০ ধারার অধীনে এই জরিমানা আরোপ করে। তবে দীর্ঘ সময় পার হলেও কোম্পানিটি অর্থ পরিশোধে গড়িমসি করছে। এ পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার আইডিআরএর পরিচালক (আইন) মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত এক চিঠিতে জরিমানার অর্থ অবিলম্বে পরিশোধের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় বিমা আইন, ২০২০ ও দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইডিআরএর চিঠিতে উল্লেখ করা হয়, স্বদেশ ইসলামী লাইফ অতিরিক্ত কমিশন ব্যয়ের মাধ্যমে বিমা আইন, ২০১০-এর ৫৮ ও ৫৯ ধারা এবং কর্তৃপক্ষের সার্কুলার নম্বর লাইফ ০৩(খ) ২০১২ সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে। এই অনিয়মের কারণে ২০২৩ সালের ১০ মে এ কোম্পানিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। কোম্পানির আপত্তি খারিজ করে আগের আদেশ বহাল রাখা হয় এবং জরিমানা পরিশোধের জন্য পুনরায় চিঠি পাঠানো হয়। কিন্তু কোম্পানিটি এখন পর্যন্ত জরিমানার অর্থ পরিশোধ করেনি।
এ পরিস্থিতিতে জরিমানার ৫ লাখ টাকা আইডিআরএর নামে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে অবিলম্বে পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে চিঠিতে সতর্ক করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৮ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৮ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৮ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৮ দিন আগে