নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হয়েছেন নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। তিনি মেজবাউল হকের স্থলাভিষিক্ত হলেন।
গতকাল বৃহস্পতিবার এক আদেশে তাঁকে মুখপাত্রের দায়িত্ব দেওয়ার পাশাপাশি দুজনকে সহকারী মুখপাত্র করেছে বাংলাদেশ ব্যাংক।
দুই সহকারী মুখপাত্র হলেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনসের পরিচালক সাঈদা খানম।
হুসনে আরা শিখা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপান থেকে অর্থনীতির ওপর স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
তিনি ১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে কর্মজীবন শুরু করেন তিনি।
পরে বৈদেশিক মুদ্রানীতি বিভাগসহ কেন্দ্রীয় ব্যাংকের একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করেন।
এর আগে মেজবাউল হককে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি দিয়ে ২০২২ সালের ৫ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্ব নেওয়ার আট মাসের মাথায় গত বছরের ২৪ জুলাই তাঁকে প্রধান কার্যালয় থেকে ময়মনসিংহ অফিসে বদলি করা হয়।
তবে তৎকালীন গভর্নর আব্দুর রউফের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় কয়েক দিনের তাঁর বদলির আদেশ প্রত্যাহার করা হয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হয়েছেন নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। তিনি মেজবাউল হকের স্থলাভিষিক্ত হলেন।
গতকাল বৃহস্পতিবার এক আদেশে তাঁকে মুখপাত্রের দায়িত্ব দেওয়ার পাশাপাশি দুজনকে সহকারী মুখপাত্র করেছে বাংলাদেশ ব্যাংক।
দুই সহকারী মুখপাত্র হলেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনসের পরিচালক সাঈদা খানম।
হুসনে আরা শিখা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপান থেকে অর্থনীতির ওপর স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
তিনি ১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে কর্মজীবন শুরু করেন তিনি।
পরে বৈদেশিক মুদ্রানীতি বিভাগসহ কেন্দ্রীয় ব্যাংকের একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করেন।
এর আগে মেজবাউল হককে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি দিয়ে ২০২২ সালের ৫ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্ব নেওয়ার আট মাসের মাথায় গত বছরের ২৪ জুলাই তাঁকে প্রধান কার্যালয় থেকে ময়মনসিংহ অফিসে বদলি করা হয়।
তবে তৎকালীন গভর্নর আব্দুর রউফের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় কয়েক দিনের তাঁর বদলির আদেশ প্রত্যাহার করা হয়েছিল।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৯ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৯ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৯ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৯ দিন আগে