নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিট পোশাক রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়নে শীর্ষ স্থানে বাংলাদেশ। চীনকে টপকে প্রথমবারের মতো শীর্ষ স্থানে উঠল বাংলাদেশ। ইইউর পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাট জানিয়েছে, ২০২৩ সালের প্রথম ৩ প্রান্তিকে ২৭ দেশের এই ব্লকে বাংলাদেশের নিট পোশাকের রপ্তানিমূল্য ছিল ৮৩১ কোটি ইউরো। একই সময়ে চীনের রপ্তানিমূল্য ছিল ৮২৭ কোটি ইউরো।
তবে বাজারটিতে বাংলাদেশ ও চীন উভয় দেশেরই নিট পোশাক রপ্তানি কমেছে। গত বছরের তুলনায় বাংলাদেশের কমেছে ২০ দশমিক ৯৪ শতাংশ। অন্যদিকে চীনের কমেছে ২১ দশমিক ৫১ শতাংশ।
জানা যায়, ইউরোপীয় ইউনিয়নে উচ্চ মূল্যস্ফীতির কারণে ভোক্তা চাহিদা কমে যাওয়ায় রপ্তানি কমে গেছে। ইউরোপীয় ইউনিয়নে পোশাক পণ্যের মন্থর চাহিদা অব্যাহত রয়েছে, যার ফলে এই অঞ্চলে বাংলাদেশের পোশাক রপ্তানি বছরওয়ারি হিসাবে ১৭ দশমিক ৬৬ শতাংশ কমে মোট ১ হাজার ৩৬৯ কোটি ইউরো হয়েছে। চীনের মোট রপ্তানিও একই সময়ে ২০ দশমিক ১৭ শতাংশ কমে ১ হাজার ৭১২ কোটি ইউরো হয়েছে। তবে আগামী দিনগুলোতে বড়দিন ও বক্সিং ডের মতো উৎসব সামনে রেখে পশ্চিমা দেশগুলোতে ব্যাপক কেনাকাটা হবে বলে আশা করছেন এ খাতের উদ্যোক্তারা। সে কারণে সামনে রপ্তানি বাড়বে বলে তাদের আশা।
বিকেএমইএর নির্বাহী সভাপতি মো. হাতেম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গত বছর ভ্যালুতে নিট রপ্তানিতে চীনকে ছাড়িয়ে গেছি। এই বছর আমরা ভ্যালু ও ভলিউমে ছাড়িয়ে গেছি। তবে আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে এটাকে ধরে রাখা। আমাদের কারখানাগুলো গত এক মাস তীব্র গ্যাস-সংকটে ভুগছে। গ্যাস-সংকট দূর করা না হলে এই সাফল্য ধরে রাখা কঠিন হবে।’
নিট পোশাক রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়নে শীর্ষ স্থানে বাংলাদেশ। চীনকে টপকে প্রথমবারের মতো শীর্ষ স্থানে উঠল বাংলাদেশ। ইইউর পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাট জানিয়েছে, ২০২৩ সালের প্রথম ৩ প্রান্তিকে ২৭ দেশের এই ব্লকে বাংলাদেশের নিট পোশাকের রপ্তানিমূল্য ছিল ৮৩১ কোটি ইউরো। একই সময়ে চীনের রপ্তানিমূল্য ছিল ৮২৭ কোটি ইউরো।
তবে বাজারটিতে বাংলাদেশ ও চীন উভয় দেশেরই নিট পোশাক রপ্তানি কমেছে। গত বছরের তুলনায় বাংলাদেশের কমেছে ২০ দশমিক ৯৪ শতাংশ। অন্যদিকে চীনের কমেছে ২১ দশমিক ৫১ শতাংশ।
জানা যায়, ইউরোপীয় ইউনিয়নে উচ্চ মূল্যস্ফীতির কারণে ভোক্তা চাহিদা কমে যাওয়ায় রপ্তানি কমে গেছে। ইউরোপীয় ইউনিয়নে পোশাক পণ্যের মন্থর চাহিদা অব্যাহত রয়েছে, যার ফলে এই অঞ্চলে বাংলাদেশের পোশাক রপ্তানি বছরওয়ারি হিসাবে ১৭ দশমিক ৬৬ শতাংশ কমে মোট ১ হাজার ৩৬৯ কোটি ইউরো হয়েছে। চীনের মোট রপ্তানিও একই সময়ে ২০ দশমিক ১৭ শতাংশ কমে ১ হাজার ৭১২ কোটি ইউরো হয়েছে। তবে আগামী দিনগুলোতে বড়দিন ও বক্সিং ডের মতো উৎসব সামনে রেখে পশ্চিমা দেশগুলোতে ব্যাপক কেনাকাটা হবে বলে আশা করছেন এ খাতের উদ্যোক্তারা। সে কারণে সামনে রপ্তানি বাড়বে বলে তাদের আশা।
বিকেএমইএর নির্বাহী সভাপতি মো. হাতেম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গত বছর ভ্যালুতে নিট রপ্তানিতে চীনকে ছাড়িয়ে গেছি। এই বছর আমরা ভ্যালু ও ভলিউমে ছাড়িয়ে গেছি। তবে আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে এটাকে ধরে রাখা। আমাদের কারখানাগুলো গত এক মাস তীব্র গ্যাস-সংকটে ভুগছে। গ্যাস-সংকট দূর করা না হলে এই সাফল্য ধরে রাখা কঠিন হবে।’
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৯ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৯ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৯ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৯ দিন আগে