নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কেন্দ্রীয় ব্যাংকে সংবাদ সংগ্রহে বাধার মুখে পড়ছেন সাংবাদিকেরা। বিশেষ করে নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার দায়িত্ব নেওয়ার পরেই তথ্য সরবরাহে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছেন। প্রথমদিকে গভর্নরের ভবনে সাংবাদিকদের প্রবেশ পাস বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়। প্রতিবাদে সাংবাদিকেরা গভর্নরসহ অন্য কর্মকর্তাদের কর্মসূচি বয়কট করলে কেন্দ্রীয় ব্যাংক পাস বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসে।
এরপর সাংবাদিকদের তথ্য প্রাপ্তি কঠিন করে তুলতে এবং সাংবাদিক প্রবেশ ঠেকানোর জন্য কয়েকটি বিভাগ তালাবদ্ধ রাখার নির্দেশ দেন একজন প্রভাবশালী ডেপুটি গভর্নর। এমনকি তিনি সাংবাদিকদের তথ্য দেওয়ার অভিযোগে তিনজন নির্বাহী পরিচালককে ডেকে ভর্ৎসনা করেন। এ ছাড়া সাংবাদিকদের সঙ্গে তথ্য শেয়ার করার অভিযোগে ব্যাংক পরিদর্শন বিভাগ, অফ-সাইট বিভাগ, ফরেক্স রিজার্ভ ও ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ, নীতি ও প্রবিধি বিভাগের অন্তত ১১ জন কর্মকর্তাকে নোটিশ দেওয়া হয়েছে। পরিচালকদের মাধ্যমে অন্য কর্মকর্তাদের কড়া বার্তা দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার দায়িত্ব নেওয়ার পরেই ডেপুটি গভর্নরদের ডেকে সাংবাদিকদের তথ্য দিতে মানা করেন। এ জন্য সবাই তথ্য দেবে না। আর সময় ও অবস্থার প্রেক্ষাপটে সব তথ্য প্রকাশ করা উচিত না। সাংবাদিকেরা মুখপাত্রের মাধ্যমে তথ্য পাবে।’
হঠাৎ সাংবাদিকদের ব্যাপারে কর্মকর্তাদের নোটিশ দেওয়া ও কড়াকড়ি আরোপের কারণ জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের এ মুখপাত্র বলেন, ‘দেশের কেন্দ্রীয় ব্যাংক আয়নার মতো। এ জন্য পরিস্থিত বুঝে তথ্য দিতে হয়। আর সব তথ্য সাংবাদিকদের দেওয়া ঠিক না। তবে কোনো কর্মকর্তা তথ্য দিলে গোপনীয়তা ভঙ্গ হয়। এ জন্য তাঁদের নোটিশ দেওয়া হয়েছে। এতে ভীতিকর বা স্বেচ্ছাচারিতার কিছু দেখছি না। তথ্য মুখপাত্রের মাধ্যমে নেওয়াটা উচিত।’
কেন্দ্রীয় ব্যাংকে সংবাদ সংগ্রহে বাধার মুখে পড়ছেন সাংবাদিকেরা। বিশেষ করে নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার দায়িত্ব নেওয়ার পরেই তথ্য সরবরাহে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছেন। প্রথমদিকে গভর্নরের ভবনে সাংবাদিকদের প্রবেশ পাস বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়। প্রতিবাদে সাংবাদিকেরা গভর্নরসহ অন্য কর্মকর্তাদের কর্মসূচি বয়কট করলে কেন্দ্রীয় ব্যাংক পাস বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসে।
এরপর সাংবাদিকদের তথ্য প্রাপ্তি কঠিন করে তুলতে এবং সাংবাদিক প্রবেশ ঠেকানোর জন্য কয়েকটি বিভাগ তালাবদ্ধ রাখার নির্দেশ দেন একজন প্রভাবশালী ডেপুটি গভর্নর। এমনকি তিনি সাংবাদিকদের তথ্য দেওয়ার অভিযোগে তিনজন নির্বাহী পরিচালককে ডেকে ভর্ৎসনা করেন। এ ছাড়া সাংবাদিকদের সঙ্গে তথ্য শেয়ার করার অভিযোগে ব্যাংক পরিদর্শন বিভাগ, অফ-সাইট বিভাগ, ফরেক্স রিজার্ভ ও ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ, নীতি ও প্রবিধি বিভাগের অন্তত ১১ জন কর্মকর্তাকে নোটিশ দেওয়া হয়েছে। পরিচালকদের মাধ্যমে অন্য কর্মকর্তাদের কড়া বার্তা দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার দায়িত্ব নেওয়ার পরেই ডেপুটি গভর্নরদের ডেকে সাংবাদিকদের তথ্য দিতে মানা করেন। এ জন্য সবাই তথ্য দেবে না। আর সময় ও অবস্থার প্রেক্ষাপটে সব তথ্য প্রকাশ করা উচিত না। সাংবাদিকেরা মুখপাত্রের মাধ্যমে তথ্য পাবে।’
হঠাৎ সাংবাদিকদের ব্যাপারে কর্মকর্তাদের নোটিশ দেওয়া ও কড়াকড়ি আরোপের কারণ জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের এ মুখপাত্র বলেন, ‘দেশের কেন্দ্রীয় ব্যাংক আয়নার মতো। এ জন্য পরিস্থিত বুঝে তথ্য দিতে হয়। আর সব তথ্য সাংবাদিকদের দেওয়া ঠিক না। তবে কোনো কর্মকর্তা তথ্য দিলে গোপনীয়তা ভঙ্গ হয়। এ জন্য তাঁদের নোটিশ দেওয়া হয়েছে। এতে ভীতিকর বা স্বেচ্ছাচারিতার কিছু দেখছি না। তথ্য মুখপাত্রের মাধ্যমে নেওয়াটা উচিত।’
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫