অনলাইন ডেস্ক
ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী (রিটার্ন) জমার সময়সীমা শেষ হচ্ছে আজ রোববার। এরপর জরিমানা ছাড়া রিটার্ন দাখিল করা যাবে না। গতকাল শনিবার পর্যন্ত অনলাইনে ১৩ লাখ ৯৫ হাজার রিটার্ন দাখিল হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে।
এনবিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে কর শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা ১ কোটি ১২ লাখ ৭৪ হাজার ৮৫৩। ২০২৪ সালের ১ জুলাই থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৭ লাখ ৫৩ হাজার ৭৩০টি রিটার্ন দাখিল হয়েছে। এর মধ্যে অনলাইনে দাখিল হয়েছে ১৩ লাখ ৩৫ হাজার ৮৯টি। রিটার্ন দাখিলকারীদের মধ্যে ব্যক্তি করদাতা ২৪ লাখ ৭ হাজার ৫৩৬ জন এবং কোম্পানি করদাতা ১১ হাজার ১০৫। এই সময়ে মোট আয়কর আদায় হয়েছে ৫ হাজার ৬৫৪ কোটি ৬ লাখ টাকা।
২০২৩ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিল হয়েছিল ৩৬ লাখ ৯৮ হাজার ৩৭৩টি, যার মাধ্যমে ৬ হাজার ৩ কোটি ৫৫ লাখ টাকা আয়কর আদায় হয়। ২০২৪-২৫ অর্থবছরে রিটার্ন দাখিলে ১ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি হলেও আয়কর আদায়ে ৫ দশমিক ৮২ শতাংশ ঘাটতি দেখা গেছে।
রিটার্ন জমার সময়সীমা এর আগে তিন দফা বাড়ানো হয়েছে। সর্বশেষ ৩০ জানুয়ারি এনবিআর সময়সীমা বাড়িয়ে ১৬ ফেব্রুয়ারি নির্ধারণ করে। যাঁরা অনলাইনে রিটার্ন দাখিল করেননি, তাঁরা নিজ নিজ কর কার্যালয়ে গিয়ে কাগুজে রিটার্ন জমা দিতে পারবেন।
এবার কর কার্যালয়ে সশরীর রিটার্ন জমার চাপ তুলনামূলক কম। করদাতাদের অনলাইনে রিটার্ন জমা দিতে উৎসাহিত করেছে এনবিআর। যাঁরা এখনো রিটার্ন জমা দেননি, তাঁদের দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আজকের মধ্যে রিটার্ন জমা দেওয়ার পরামর্শ দিয়েছে এনবিআর।
ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী (রিটার্ন) জমার সময়সীমা শেষ হচ্ছে আজ রোববার। এরপর জরিমানা ছাড়া রিটার্ন দাখিল করা যাবে না। গতকাল শনিবার পর্যন্ত অনলাইনে ১৩ লাখ ৯৫ হাজার রিটার্ন দাখিল হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে।
এনবিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে কর শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা ১ কোটি ১২ লাখ ৭৪ হাজার ৮৫৩। ২০২৪ সালের ১ জুলাই থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৭ লাখ ৫৩ হাজার ৭৩০টি রিটার্ন দাখিল হয়েছে। এর মধ্যে অনলাইনে দাখিল হয়েছে ১৩ লাখ ৩৫ হাজার ৮৯টি। রিটার্ন দাখিলকারীদের মধ্যে ব্যক্তি করদাতা ২৪ লাখ ৭ হাজার ৫৩৬ জন এবং কোম্পানি করদাতা ১১ হাজার ১০৫। এই সময়ে মোট আয়কর আদায় হয়েছে ৫ হাজার ৬৫৪ কোটি ৬ লাখ টাকা।
২০২৩ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিল হয়েছিল ৩৬ লাখ ৯৮ হাজার ৩৭৩টি, যার মাধ্যমে ৬ হাজার ৩ কোটি ৫৫ লাখ টাকা আয়কর আদায় হয়। ২০২৪-২৫ অর্থবছরে রিটার্ন দাখিলে ১ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি হলেও আয়কর আদায়ে ৫ দশমিক ৮২ শতাংশ ঘাটতি দেখা গেছে।
রিটার্ন জমার সময়সীমা এর আগে তিন দফা বাড়ানো হয়েছে। সর্বশেষ ৩০ জানুয়ারি এনবিআর সময়সীমা বাড়িয়ে ১৬ ফেব্রুয়ারি নির্ধারণ করে। যাঁরা অনলাইনে রিটার্ন দাখিল করেননি, তাঁরা নিজ নিজ কর কার্যালয়ে গিয়ে কাগুজে রিটার্ন জমা দিতে পারবেন।
এবার কর কার্যালয়ে সশরীর রিটার্ন জমার চাপ তুলনামূলক কম। করদাতাদের অনলাইনে রিটার্ন জমা দিতে উৎসাহিত করেছে এনবিআর। যাঁরা এখনো রিটার্ন জমা দেননি, তাঁদের দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আজকের মধ্যে রিটার্ন জমা দেওয়ার পরামর্শ দিয়েছে এনবিআর।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫