নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলন কর্মসূচিতে যাঁরা ‘বড় আকারের সীমা লঙ্ঘন’ করেছেন, তাঁদের বিষয়টি ভিন্নভাবে দেখা হবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। আজ সোমবার (৭ জুলাই) বিকেলে ঢাকা কাস্টম হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
রাজস্ব কর্মকর্তাদের মধ্যে আস্থার সংকট নিরসনে কী ব্যবস্থা নেওয়া হবে—জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘সে জন্য আজ কর্মকর্তাদের কাছে চলে এলাম। তাঁদের অভয় দেওয়ার জন্য। প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করেন, তাঁদের যে কাজকর্ম, সেগুলো যদি তাঁরা সুষ্ঠুভাবে সম্পন্ন করেন; তাহলে আমি মনে করি না, তাঁদের ভয়ের কোনো কারণ আছে।’
আবদুর রহমান খান আরও বলেন, ‘কেউ কেউ বড় আকারের সীমা লঙ্ঘন করেছেন। সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে। তবে সাধারণভাবে আমার মনে হয় না কারও ভয়ের কোনো কারণ আছে।’
এ ধরনের আতঙ্ক চলতে থাকলে রাজস্ব আহরণে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে কি না—জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান আশ্বস্ত করে বলেন, ‘এটা তো চলতে থাকবে না। রাজস্ব বিভাগে যাঁরা কর্মরত আছেন, তাঁরাই রাজস্ব আদায় করবেন। এটা তাঁদের কাজ। এত ঝামেলার মধ্যেও তাঁরা রাজস্ব আদায় করেছেন। আপনারা যে ভয়গুলো পাচ্ছেন, রাজস্ব আদায় হবে না, আতঙ্ক কাজ করছে, এগুলো কেটে যাবে। সবই ঠিক হয়ে যাবে।’
আন্দোলনের কারণে যে আর্থিক ক্ষতি হয়েছে, সেটা পুষিয়ে আনার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে—জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এগুলো খুবই স্পর্শকাতর প্রশ্ন। যে ঘটনাটি ঘটেছে, সেটা ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। প্রত্যেকে আমরা চেষ্টা করব, এটাকে কাভার করার জন্য।’
গত ৩০ জুন শান্তিপূর্ণ পরিবেশের আশ্বাস দেওয়ার দুদিন পর কয়েকটি আদেশ আসার বিষয়ে এক প্রশ্নের জবাবে আবদুর রহমান খান বলেন, ‘কিছু কিছু বিষয় আছে, সেগুলো সরকারের ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা আপনাদের বুঝতে হবে।’
বিষয়টি ব্যাখ্যা করে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ওইখানে কি মাত্র পাঁচজন গিয়েছিলেন, আন্দোলনে কি মাত্র পাঁচজন সম্পৃক্ত ছিলেন? আরও অনেকে উপস্থিত ছিলেন। তাহলে আমি যেটা আশ্বাস দিয়েছি, সেটা তো ঠিকই আছে। যদি তাই হতো... আমরা যদি ও রকম...তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। সে রকম কিছু তো হয়নি।’
এনবিআর চেয়ারম্যান জানান, বিগত ২০২৪-২৫ অর্থবছরে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। ৩০ জুন পর্যন্ত এটা আদায় হয়েছে। তিনি বলেন, ‘এটা আরও বাড়বে। আমাদের বুক অ্যাডজাস্টমেন্টগুলো নরমালি এক-দুই সপ্তাহ সময় লেগে যায় সরকারি প্রকল্পে। তাতে আমার ধারণা, এটা আরও বাড়বে।’
এর আগে দুপুরে এনবিআর চেয়ারম্যান বিমানবন্দরের ঢাকা কাস্টম হাউস পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘ই-চালান, ব্যাগেজ রুলস ও ডিটেনশন মেমো–এই তিন সফটওয়্যার আজ উদ্বোধন করলাম এখানে।’ তিনি আরও বলেন, ‘কাস্টম হাউসের অপারেশন পরিদর্শন করেছি। প্রত্যেকেই জানিয়েছে, সবাই ভালোভাবে কাজ করছে। কাস্টম হাউসের অপারেশন ভালোভাবে চলছে। আমাদের সবার ওপরে দেশ। প্রত্যেকে রাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দেব। ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ যদি রাষ্ট্রের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হয়, আমরা রাষ্ট্রকে প্রাধান্য দেব।’
নতুন বছরে নতুন উদ্যমে কাজ করার কথা জানিয়ে তিনি বলেন, ‘প্রত্যেকটি কাস্টম হাউস ও শুল্ক স্টেশন আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। আমি কর্মকর্তাদের বলেছি, এখানে যেন ব্যবসায়ীরা বিড়ম্বনার শিকার না হন।’
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলন কর্মসূচিতে যাঁরা ‘বড় আকারের সীমা লঙ্ঘন’ করেছেন, তাঁদের বিষয়টি ভিন্নভাবে দেখা হবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। আজ সোমবার (৭ জুলাই) বিকেলে ঢাকা কাস্টম হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
রাজস্ব কর্মকর্তাদের মধ্যে আস্থার সংকট নিরসনে কী ব্যবস্থা নেওয়া হবে—জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘সে জন্য আজ কর্মকর্তাদের কাছে চলে এলাম। তাঁদের অভয় দেওয়ার জন্য। প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করেন, তাঁদের যে কাজকর্ম, সেগুলো যদি তাঁরা সুষ্ঠুভাবে সম্পন্ন করেন; তাহলে আমি মনে করি না, তাঁদের ভয়ের কোনো কারণ আছে।’
আবদুর রহমান খান আরও বলেন, ‘কেউ কেউ বড় আকারের সীমা লঙ্ঘন করেছেন। সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে। তবে সাধারণভাবে আমার মনে হয় না কারও ভয়ের কোনো কারণ আছে।’
এ ধরনের আতঙ্ক চলতে থাকলে রাজস্ব আহরণে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে কি না—জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান আশ্বস্ত করে বলেন, ‘এটা তো চলতে থাকবে না। রাজস্ব বিভাগে যাঁরা কর্মরত আছেন, তাঁরাই রাজস্ব আদায় করবেন। এটা তাঁদের কাজ। এত ঝামেলার মধ্যেও তাঁরা রাজস্ব আদায় করেছেন। আপনারা যে ভয়গুলো পাচ্ছেন, রাজস্ব আদায় হবে না, আতঙ্ক কাজ করছে, এগুলো কেটে যাবে। সবই ঠিক হয়ে যাবে।’
আন্দোলনের কারণে যে আর্থিক ক্ষতি হয়েছে, সেটা পুষিয়ে আনার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে—জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এগুলো খুবই স্পর্শকাতর প্রশ্ন। যে ঘটনাটি ঘটেছে, সেটা ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। প্রত্যেকে আমরা চেষ্টা করব, এটাকে কাভার করার জন্য।’
গত ৩০ জুন শান্তিপূর্ণ পরিবেশের আশ্বাস দেওয়ার দুদিন পর কয়েকটি আদেশ আসার বিষয়ে এক প্রশ্নের জবাবে আবদুর রহমান খান বলেন, ‘কিছু কিছু বিষয় আছে, সেগুলো সরকারের ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা আপনাদের বুঝতে হবে।’
বিষয়টি ব্যাখ্যা করে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ওইখানে কি মাত্র পাঁচজন গিয়েছিলেন, আন্দোলনে কি মাত্র পাঁচজন সম্পৃক্ত ছিলেন? আরও অনেকে উপস্থিত ছিলেন। তাহলে আমি যেটা আশ্বাস দিয়েছি, সেটা তো ঠিকই আছে। যদি তাই হতো... আমরা যদি ও রকম...তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। সে রকম কিছু তো হয়নি।’
এনবিআর চেয়ারম্যান জানান, বিগত ২০২৪-২৫ অর্থবছরে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। ৩০ জুন পর্যন্ত এটা আদায় হয়েছে। তিনি বলেন, ‘এটা আরও বাড়বে। আমাদের বুক অ্যাডজাস্টমেন্টগুলো নরমালি এক-দুই সপ্তাহ সময় লেগে যায় সরকারি প্রকল্পে। তাতে আমার ধারণা, এটা আরও বাড়বে।’
এর আগে দুপুরে এনবিআর চেয়ারম্যান বিমানবন্দরের ঢাকা কাস্টম হাউস পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘ই-চালান, ব্যাগেজ রুলস ও ডিটেনশন মেমো–এই তিন সফটওয়্যার আজ উদ্বোধন করলাম এখানে।’ তিনি আরও বলেন, ‘কাস্টম হাউসের অপারেশন পরিদর্শন করেছি। প্রত্যেকেই জানিয়েছে, সবাই ভালোভাবে কাজ করছে। কাস্টম হাউসের অপারেশন ভালোভাবে চলছে। আমাদের সবার ওপরে দেশ। প্রত্যেকে রাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দেব। ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ যদি রাষ্ট্রের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হয়, আমরা রাষ্ট্রকে প্রাধান্য দেব।’
নতুন বছরে নতুন উদ্যমে কাজ করার কথা জানিয়ে তিনি বলেন, ‘প্রত্যেকটি কাস্টম হাউস ও শুল্ক স্টেশন আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। আমি কর্মকর্তাদের বলেছি, এখানে যেন ব্যবসায়ীরা বিড়ম্বনার শিকার না হন।’
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৭ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৮ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৮ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৮ দিন আগে