নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নতুন অর্থবছরে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। নতুন অর্থবছরে (২০২২-২৩) তিনি এ খাতের জন্য ৭ হাজার ৪ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করেছেন। চলতি ২০২১-২২ অর্থবছরে বেসরকারি বিমান ও পর্যটন খাতে বরাদ্দ ছিল ৪ হাজার ৩৮৫ কোটি টাকা।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য জাতীয় বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এতে তিনি পর্যটন খাতের বিকাশে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব রাখেন।
অর্থমন্ত্রী বলেন, ‘পর্যটন খাতকে সমৃদ্ধ করার জন্য আন্তর্জাতিক মানের আবাসন ও বিনোদন সুবিধা নিয়ে কক্সবাজার জেলার সাবরাং টুরিজম পার্ক এবং সোনাদিয়ায় ইকো টুরিজম পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। করোনার সময় দেশের পর্যটন শিল্প মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়ে। এ পরিস্থিতিতে এ শিল্পকে সহায়তা করার জন্য ১ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ প্রদান করা হয়েছে। বাংলাদেশের পর্যটন সম্ভাবনাময় এলাকাগুলোর উন্নয়নে সরকারি অর্থায়নে ১০টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।’
জাতীয় বাজেট সম্পর্কে জানতে: এখানে ক্লিক করুন
দেশে আন্তর্জাতিক মানের উড়োজাহাজ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে জানিয়ে আ হ ম মোস্তফা কামাল বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি করতে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে। এর মধ্যে ২০২৩ সালের মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে। কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালের নির্মাণকাজও পুরোদমে এগিয়ে চলছে। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নীত করার জন্য প্রকল্প প্রণয়ন করা হচ্ছে।’
এই সম্পর্কিত পড়ুন:
নতুন অর্থবছরে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। নতুন অর্থবছরে (২০২২-২৩) তিনি এ খাতের জন্য ৭ হাজার ৪ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করেছেন। চলতি ২০২১-২২ অর্থবছরে বেসরকারি বিমান ও পর্যটন খাতে বরাদ্দ ছিল ৪ হাজার ৩৮৫ কোটি টাকা।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য জাতীয় বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এতে তিনি পর্যটন খাতের বিকাশে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব রাখেন।
অর্থমন্ত্রী বলেন, ‘পর্যটন খাতকে সমৃদ্ধ করার জন্য আন্তর্জাতিক মানের আবাসন ও বিনোদন সুবিধা নিয়ে কক্সবাজার জেলার সাবরাং টুরিজম পার্ক এবং সোনাদিয়ায় ইকো টুরিজম পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। করোনার সময় দেশের পর্যটন শিল্প মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়ে। এ পরিস্থিতিতে এ শিল্পকে সহায়তা করার জন্য ১ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ প্রদান করা হয়েছে। বাংলাদেশের পর্যটন সম্ভাবনাময় এলাকাগুলোর উন্নয়নে সরকারি অর্থায়নে ১০টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।’
জাতীয় বাজেট সম্পর্কে জানতে: এখানে ক্লিক করুন
দেশে আন্তর্জাতিক মানের উড়োজাহাজ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে জানিয়ে আ হ ম মোস্তফা কামাল বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি করতে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে। এর মধ্যে ২০২৩ সালের মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে। কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালের নির্মাণকাজও পুরোদমে এগিয়ে চলছে। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নীত করার জন্য প্রকল্প প্রণয়ন করা হচ্ছে।’
এই সম্পর্কিত পড়ুন:
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৯ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৯ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৯ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৯ দিন আগে