ভারতে টেসলার বৈদ্যুতিক গাড়ি আমদানি ও উৎপাদন কারখানা স্থাপনের লক্ষ্যে একটি চুক্তির ব্যাপারে আলোচনা চলছে। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে ভারত ও টেসলার মধ্যে আলোচনা ইতিবাচকভাবে যথেষ্ট এগিয়েছে। বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে।
একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে ব্লুমবার্গকে জানিয়েছে, আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ভাইব্র্যান্ট গুজরাট গ্লোবাল সামিটে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। প্রাথমিকভাবে টেসলার বৈদ্যুতিক গাড়ির উৎপাদন কারখানার জন্য গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ুকে বিবেচনা করা হচ্ছে।
সূত্রটি জানিয়েছে, প্রাথমিকভাবে টেসলা ভারতে গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের জন্য ২০০ কোটি ডলার বিনিয়োগ করবে। পাশাপাশি দেশটি থেকে এসব গাড়ির যন্ত্রাংশ কেনা হবে বলেও জানিয়েছে ওই সূত্র। এ ক্ষেত্রে প্রতিবছর গড়ে ১৫০০ কোটি ডলার মূল্যের যন্ত্রাংশ কিনবে টেসলা। এ ছাড়া টেসলা ভারতে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিও উৎপাদন করবে, যাতে উৎপাদন খরচ কমিয়ে আনা যায়।
সূত্রটি জানিয়েছে, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যেকোনো সময় এই বিষয়ে টেসলার সিদ্ধান্ত বদল হতে পারে। তবে চলতি বছরের জুন মাসে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক জানিয়েছিলেন, তাঁর প্রতিষ্ঠান ভারতে একটি উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ করতে চায়। সে সময় তিনি ভারত সফরের আকাঙ্ক্ষাও প্রকাশ করেছিলেন।
এই বিষয়ে ভারতের ভারী শিল্পবিষয়ক মন্ত্রণালয় ও টেসলা আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি।
ভারতে টেসলার বৈদ্যুতিক গাড়ি আমদানি ও উৎপাদন কারখানা স্থাপনের লক্ষ্যে একটি চুক্তির ব্যাপারে আলোচনা চলছে। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে ভারত ও টেসলার মধ্যে আলোচনা ইতিবাচকভাবে যথেষ্ট এগিয়েছে। বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে।
একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে ব্লুমবার্গকে জানিয়েছে, আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ভাইব্র্যান্ট গুজরাট গ্লোবাল সামিটে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। প্রাথমিকভাবে টেসলার বৈদ্যুতিক গাড়ির উৎপাদন কারখানার জন্য গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ুকে বিবেচনা করা হচ্ছে।
সূত্রটি জানিয়েছে, প্রাথমিকভাবে টেসলা ভারতে গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের জন্য ২০০ কোটি ডলার বিনিয়োগ করবে। পাশাপাশি দেশটি থেকে এসব গাড়ির যন্ত্রাংশ কেনা হবে বলেও জানিয়েছে ওই সূত্র। এ ক্ষেত্রে প্রতিবছর গড়ে ১৫০০ কোটি ডলার মূল্যের যন্ত্রাংশ কিনবে টেসলা। এ ছাড়া টেসলা ভারতে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিও উৎপাদন করবে, যাতে উৎপাদন খরচ কমিয়ে আনা যায়।
সূত্রটি জানিয়েছে, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যেকোনো সময় এই বিষয়ে টেসলার সিদ্ধান্ত বদল হতে পারে। তবে চলতি বছরের জুন মাসে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক জানিয়েছিলেন, তাঁর প্রতিষ্ঠান ভারতে একটি উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ করতে চায়। সে সময় তিনি ভারত সফরের আকাঙ্ক্ষাও প্রকাশ করেছিলেন।
এই বিষয়ে ভারতের ভারী শিল্পবিষয়ক মন্ত্রণালয় ও টেসলা আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৯ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৯ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৯ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৯ দিন আগে