নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের পুঁজিবাজারে ছিল ঊর্ধ্বমুখী ধারা।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচক বেড়েছে। মূল্য সূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। ডিএসইতে মঙ্গলবার লেনদেনের পরিমাণ ১ হাজার ৩৫৬ কোটি ১০ লাখ টাকা। আগের দিন যা ছিল ১ হাজার ১৫৯ কোটি ৮৩ লাখ টাকা। এ হিসেবে আগের দিনের চেয়ে ডিএসইতে লেনেদেনের পরিমাণ বেড়েছে ১৯৬ কোটি ২৭ লাখ টাকা। তবে দেশের অন্য পুঁজিবাজার সিএসইতে সূচক বাড়লেও আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ২৫ কোটি টাকা।
মঙ্গলবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি বেড়েছে অপর দুই সূচকও। এর মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় সূচকটি ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
মঙ্গলবার ডিএসইতে মোট লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪১টির, দাম কমেছে ১৪৭টির এবং ৬৭টির দাম অপরিবর্তিত ছিল।
জানা গেছে, আজ ডিএসইতে লেনদনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমলেও মূলত বীমা খাতের প্রতিষ্ঠানগুলোর দাম বেড়েছে। দিনের লেনদেন শেষে তালিকাভুক্ত ৫০টি বিমা কোম্পানির মধ্যে ৪৩টিই দাম বেড়েছে, আর দাম কমেছে ৪টির। এছাড়া মঙ্গলবার ডিএসইতে সর্বোচ্চ দাম দাম বৃদ্ধি পাওয়া ১০টি প্রতিষ্ঠানের ৭টিই ছিল বিমা প্রতিষ্ঠান।
টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১৫৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লাফার্জহোলসিম বাংলাদেশের ৫২ কোটি ২৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৯ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বেক্সিমকো ফার্মা, এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্স, ন্যাশনাল ফিড, রবি, ম্যাকসন স্পিনিং, সিটি জেনারেল ইনস্যুরেন্স এবং বাংলাদেশ ফাইন্যান্স।
এদিকে, মঙ্গলবার দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ৩৭ পয়েন্ট। লেনদেন হয়েছে ৩৭ কোটি ১৭ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ২৫ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৬২ কোটি ৩৮ লাখ টাকা। সিএসইতে লেনদেনকৃত ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১২টির দাম বেড়েছে, দাম কমেছে ১০৭টির এবং ৪২টির দাম অপরিবর্তিত ছিল।
ঢাকা: দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের পুঁজিবাজারে ছিল ঊর্ধ্বমুখী ধারা।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচক বেড়েছে। মূল্য সূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। ডিএসইতে মঙ্গলবার লেনদেনের পরিমাণ ১ হাজার ৩৫৬ কোটি ১০ লাখ টাকা। আগের দিন যা ছিল ১ হাজার ১৫৯ কোটি ৮৩ লাখ টাকা। এ হিসেবে আগের দিনের চেয়ে ডিএসইতে লেনেদেনের পরিমাণ বেড়েছে ১৯৬ কোটি ২৭ লাখ টাকা। তবে দেশের অন্য পুঁজিবাজার সিএসইতে সূচক বাড়লেও আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ২৫ কোটি টাকা।
মঙ্গলবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি বেড়েছে অপর দুই সূচকও। এর মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় সূচকটি ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
মঙ্গলবার ডিএসইতে মোট লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪১টির, দাম কমেছে ১৪৭টির এবং ৬৭টির দাম অপরিবর্তিত ছিল।
জানা গেছে, আজ ডিএসইতে লেনদনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমলেও মূলত বীমা খাতের প্রতিষ্ঠানগুলোর দাম বেড়েছে। দিনের লেনদেন শেষে তালিকাভুক্ত ৫০টি বিমা কোম্পানির মধ্যে ৪৩টিই দাম বেড়েছে, আর দাম কমেছে ৪টির। এছাড়া মঙ্গলবার ডিএসইতে সর্বোচ্চ দাম দাম বৃদ্ধি পাওয়া ১০টি প্রতিষ্ঠানের ৭টিই ছিল বিমা প্রতিষ্ঠান।
টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১৫৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লাফার্জহোলসিম বাংলাদেশের ৫২ কোটি ২৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৯ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বেক্সিমকো ফার্মা, এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্স, ন্যাশনাল ফিড, রবি, ম্যাকসন স্পিনিং, সিটি জেনারেল ইনস্যুরেন্স এবং বাংলাদেশ ফাইন্যান্স।
এদিকে, মঙ্গলবার দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ৩৭ পয়েন্ট। লেনদেন হয়েছে ৩৭ কোটি ১৭ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ২৫ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৬২ কোটি ৩৮ লাখ টাকা। সিএসইতে লেনদেনকৃত ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১২টির দাম বেড়েছে, দাম কমেছে ১০৭টির এবং ৪২টির দাম অপরিবর্তিত ছিল।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫