নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে পতন হয়েছে। এতে করে দেশের দুটি স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন বা বিনিয়োগকারীদের পুঁজি কমেছে ১৩ হাজার ১০০ কোটি টাকা বেশি। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৬ হাজার ৪৬৬ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ৫৩৮ টাকা। সর্বশেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬২ হাজার ১৪ কোটি ৭৪ লাখ ৫৬ হাজার ৮০১ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৪ হাজার ৪৫২ কোটি ১২ লাখ ২৩ হাজার ৭৩৭ টাকা কমেছে।
সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ২৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭৩ পয়েন্টে।
সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৩ হাজার ৩৭০ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকা, যা আগের সপ্তাহে ছিল ৭ হাজার ৪৪০ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৪ হাজার ৭০ কোটি ২৫ লাখ টাকা।
অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাজার মূলধন ৮ হাজার ৬৪৯ কোটি ৮৬ লাখ টাকা কমে দাঁড়িয়েছে ৭ লাখ ৫৪ হাজার ৯৯৯ কোটি ৫৪ লাখ টাকা।
সপ্তাহটিতে ৩৩৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। এর প্রভাবে সার্বিক সূচক সিএএসপিআই ২৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে ৭৩ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার টাকা লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে ৮৪ কোটি ৯০ লাখ ৪৮ হাজার টাকা কম।
দেশের পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে পতন হয়েছে। এতে করে দেশের দুটি স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন বা বিনিয়োগকারীদের পুঁজি কমেছে ১৩ হাজার ১০০ কোটি টাকা বেশি। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৬ হাজার ৪৬৬ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ৫৩৮ টাকা। সর্বশেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬২ হাজার ১৪ কোটি ৭৪ লাখ ৫৬ হাজার ৮০১ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৪ হাজার ৪৫২ কোটি ১২ লাখ ২৩ হাজার ৭৩৭ টাকা কমেছে।
সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ২৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭৩ পয়েন্টে।
সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৩ হাজার ৩৭০ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকা, যা আগের সপ্তাহে ছিল ৭ হাজার ৪৪০ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৪ হাজার ৭০ কোটি ২৫ লাখ টাকা।
অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাজার মূলধন ৮ হাজার ৬৪৯ কোটি ৮৬ লাখ টাকা কমে দাঁড়িয়েছে ৭ লাখ ৫৪ হাজার ৯৯৯ কোটি ৫৪ লাখ টাকা।
সপ্তাহটিতে ৩৩৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। এর প্রভাবে সার্বিক সূচক সিএএসপিআই ২৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে ৭৩ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার টাকা লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে ৮৪ কোটি ৯০ লাখ ৪৮ হাজার টাকা কম।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫