বিশেষ প্রতিনিধি, ঢাকা
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অর্ধেকে নেমে গেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ। এবারের বাজেটে এ খাতে ২ হাজার ৪৫৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় অর্ধেক।
বাজেট বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে সংশোধিত বাজেট ছিল ৪ হাজার ৮৭৮ কোটি, যা মূল বাজেটে ছিল ৫ হাজার ৬৯৫ কোটি টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে বরাদ্দ ছিল ৪ হাজার ৭৮৬ কোটি টাকা। অর্থাৎ নতুন প্রস্তাবিত বাজেটটি চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ২ হাজার ৪২৩ কোটি টাকা কম।
বাজেট বক্তৃতায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, এ খাতে বরাদ্দ কমানো হলেও সরকার অভ্যন্তরীণ বিমান চলাচলকে আরও শক্তিশালী করতে চায় এবং পর্যটনের অব্যবহৃত সম্ভাবনাগুলো কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত মোট বরাদ্দের মধ্যে ২ হাজার ৪০১ কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এবং বাকি ৫৪ কোটি টাকা পরিচালন ব্যয়ের জন্য নির্ধারণ করা হয়েছে।
বিমান চলাচল ব্যয় কমাতে বাজেটে সব ধরনের জেট ফুয়েল ও এভিয়েশন স্পিরিটে আমদানি শুল্কহার ৩ থেকে ১০ শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে। এতে অভ্যন্তরীণ ফ্লাইটে ভাড়া হ্রাস পেতে পারে এবং যাত্রীসংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অর্ধেকে নেমে গেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ। এবারের বাজেটে এ খাতে ২ হাজার ৪৫৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় অর্ধেক।
বাজেট বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে সংশোধিত বাজেট ছিল ৪ হাজার ৮৭৮ কোটি, যা মূল বাজেটে ছিল ৫ হাজার ৬৯৫ কোটি টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে বরাদ্দ ছিল ৪ হাজার ৭৮৬ কোটি টাকা। অর্থাৎ নতুন প্রস্তাবিত বাজেটটি চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ২ হাজার ৪২৩ কোটি টাকা কম।
বাজেট বক্তৃতায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, এ খাতে বরাদ্দ কমানো হলেও সরকার অভ্যন্তরীণ বিমান চলাচলকে আরও শক্তিশালী করতে চায় এবং পর্যটনের অব্যবহৃত সম্ভাবনাগুলো কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত মোট বরাদ্দের মধ্যে ২ হাজার ৪০১ কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এবং বাকি ৫৪ কোটি টাকা পরিচালন ব্যয়ের জন্য নির্ধারণ করা হয়েছে।
বিমান চলাচল ব্যয় কমাতে বাজেটে সব ধরনের জেট ফুয়েল ও এভিয়েশন স্পিরিটে আমদানি শুল্কহার ৩ থেকে ১০ শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে। এতে অভ্যন্তরীণ ফ্লাইটে ভাড়া হ্রাস পেতে পারে এবং যাত্রীসংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৭ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৭ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৭ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৭ দিন আগে