রেজাউর রহিম
বাণিজ্যিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ শিগগিরই সার্কভুক্ত দেশ শ্রীলঙ্কা, নেপাল এবং আসিয়ান জোটভুক্ত ইন্দোনেশিয়ার সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সম্পাদন করছে। এদেশগুলোর মধ্যে ২০২২ সালের মার্চ মাসের মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের পিটিএ চুক্তি সই হবে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, দ্বিপক্ষীয় পিটিএ দ্রুত সম্পাদন করতে এরই মধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কা—উভয় পক্ষ একমত হয়েছে। আগামী বছরের ৪ মার্চের মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের এ চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সম্প্রতি শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও নেপাল—এই তিন দেশ বাংলাদেশের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষরে সম্মত হয়েছে। তিনি বলেন, ‘এর মধ্যে আগামী ৪ মার্চের মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে এ চুক্তি স্বাক্ষর হবে বলে আমরা আশা করছি। রপ্তানি বৃদ্ধি এবং বাণিজ্য ঘাটতি মোকাবিলায় শ্রীলঙ্কাসহ এসব দেশের সঙ্গে পিটিএ চুক্তি সম্পাদন বাংলাদেশের জন্য ইতিবাচক হবে। এ ছাড়া আরও বেশ কয়েকটি দেশের সঙ্গে পিটিএ এবং এফটিএ স্বাক্ষরের চেষ্টা চলছে।’
এদিকে সম্প্রতি ঢাকায় শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী গামিনী লক্ষ্মণ পেইরিস দুই দেশের মধ্যে পিটিএ দ্রুত সইয়ের বিষয়ে একমত হন।
সরকার বেশ কয়েকটি দেশের সঙ্গে মুক্ত পিটিএ সম্পাদনের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে দক্ষিণ আমেরিকার আঞ্চলিক বাণিজ্য জোট মারকাসুরভুক্ত ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ে, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ফিলিস্তিন, চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব এবং মালয়েশিয়া রয়েছে। এ ছাড়া আরও ৪৩ দেশের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তিগুলো পর্যালোচনা করা হচ্ছে। পরে এসব দেশের সঙ্গেও পিটিএর সম্ভাব্যতা যাচাই করবে বাংলাদেশ। এ জন্য মন্ত্রণালয়ের এফটিএ শাখাকে শক্তিশালী করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
এদিকে বাংলাদেশ ট্যারিফ কমিশন সূত্রে জানা গেছে, বর্তমানে বিশ্বের ১৯৮টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এর মধ্যে ৭১টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বিদ্যমান। বাণিজ্য ঘাটতি কমাতে বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ এবং পিটিএ সইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। আর দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণ এবং রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বিদ্যমান বাণিজ্য ঘাটতিও কমানো সম্ভব।
উল্লেখ্য, এর আগে গত বছরের ডিসেম্বর মাসে প্রতিবেশী দেশ ভুটানের সঙ্গে বাংলাদেশের পিটিএ সই হয়, যা কোনো দেশের সঙ্গে বাংলাদেশের প্রথম পিটিএ। এই চুক্তির ফলে বাংলাদেশর ১০০টি পণ্য ভুটানের বাজারে এবং ভুটানের ৩৪টি পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাচ্ছে।
বাণিজ্যিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ শিগগিরই সার্কভুক্ত দেশ শ্রীলঙ্কা, নেপাল এবং আসিয়ান জোটভুক্ত ইন্দোনেশিয়ার সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সম্পাদন করছে। এদেশগুলোর মধ্যে ২০২২ সালের মার্চ মাসের মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের পিটিএ চুক্তি সই হবে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, দ্বিপক্ষীয় পিটিএ দ্রুত সম্পাদন করতে এরই মধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কা—উভয় পক্ষ একমত হয়েছে। আগামী বছরের ৪ মার্চের মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের এ চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সম্প্রতি শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও নেপাল—এই তিন দেশ বাংলাদেশের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষরে সম্মত হয়েছে। তিনি বলেন, ‘এর মধ্যে আগামী ৪ মার্চের মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে এ চুক্তি স্বাক্ষর হবে বলে আমরা আশা করছি। রপ্তানি বৃদ্ধি এবং বাণিজ্য ঘাটতি মোকাবিলায় শ্রীলঙ্কাসহ এসব দেশের সঙ্গে পিটিএ চুক্তি সম্পাদন বাংলাদেশের জন্য ইতিবাচক হবে। এ ছাড়া আরও বেশ কয়েকটি দেশের সঙ্গে পিটিএ এবং এফটিএ স্বাক্ষরের চেষ্টা চলছে।’
এদিকে সম্প্রতি ঢাকায় শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী গামিনী লক্ষ্মণ পেইরিস দুই দেশের মধ্যে পিটিএ দ্রুত সইয়ের বিষয়ে একমত হন।
সরকার বেশ কয়েকটি দেশের সঙ্গে মুক্ত পিটিএ সম্পাদনের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে দক্ষিণ আমেরিকার আঞ্চলিক বাণিজ্য জোট মারকাসুরভুক্ত ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ে, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ফিলিস্তিন, চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব এবং মালয়েশিয়া রয়েছে। এ ছাড়া আরও ৪৩ দেশের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তিগুলো পর্যালোচনা করা হচ্ছে। পরে এসব দেশের সঙ্গেও পিটিএর সম্ভাব্যতা যাচাই করবে বাংলাদেশ। এ জন্য মন্ত্রণালয়ের এফটিএ শাখাকে শক্তিশালী করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
এদিকে বাংলাদেশ ট্যারিফ কমিশন সূত্রে জানা গেছে, বর্তমানে বিশ্বের ১৯৮টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এর মধ্যে ৭১টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বিদ্যমান। বাণিজ্য ঘাটতি কমাতে বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ এবং পিটিএ সইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। আর দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণ এবং রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বিদ্যমান বাণিজ্য ঘাটতিও কমানো সম্ভব।
উল্লেখ্য, এর আগে গত বছরের ডিসেম্বর মাসে প্রতিবেশী দেশ ভুটানের সঙ্গে বাংলাদেশের পিটিএ সই হয়, যা কোনো দেশের সঙ্গে বাংলাদেশের প্রথম পিটিএ। এই চুক্তির ফলে বাংলাদেশর ১০০টি পণ্য ভুটানের বাজারে এবং ভুটানের ৩৪টি পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাচ্ছে।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫