বিদ্যুতের বকেয়া দাম বাবদ সাড়ে ৮৪ কোটি ডলার পরিশোধের জন্য বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) সময়সীমা বেঁধে দিয়েছে আদানি গ্রুপ। তা না হলে বিলম্ব ফি আরোপ করা হবে বলে সতর্ক করেছে ভারতের এই শিল্পগ্রুপ। পিডিবিকে দেওয়া এক চিঠির বরাতে দ্য ফিন্যানসিয়াল এক্সপ্রেস এ তথ্য জানায়।
পিডিবিকে দেওয়া ওই চিঠিতে আদানি গ্রুপ সতর্ক করে বলেছে, চলতি বছরের জুনের মধ্যে বকেয়া বিল পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না হলে চুক্তির শর্ত অনুযায়ী বিলম্ব ফি আরোপ করা হবে।
এর আগে আদানি ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল এবং পিডিবির ওপর চাপ প্রয়োগের জন্য একটি ইউনিট বন্ধও করে দেয়।
কয়লার দামের হিসাব নিয়ে দুই পক্ষের মধ্যে চলমান বিরোধের কথা উল্লেখ করে পিডিবির জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আদানি তাদের চুক্তির শর্ত অনুযায়ী কয়লার খরচ হিসাব করে। কিন্তু পিডিবি প্রকৃত কয়লার মূল্য ধরে হিসাব করে।
আদানি গ্রুপের দাবি, তাদের পাওনা ৮৪ কোটি ৫০ লাখ ডলার। তবে পিডিবির হিসাবে এই অঙ্ক ৭০ কোটির বেশি হবে না। তবে চলমান বিরোধ সত্ত্বেও নিয়মিত অর্থপ্রদান অব্যাহত রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় মোট ১,৬০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার দুটি বিদ্যুৎকেন্দ্র গড়েছে আদানি।
২০১৭ সালের চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ২৫ বছরের জন্য এখান থেকে বিদ্যুৎ কিনবে।
বিদ্যুতের বকেয়া দাম বাবদ সাড়ে ৮৪ কোটি ডলার পরিশোধের জন্য বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) সময়সীমা বেঁধে দিয়েছে আদানি গ্রুপ। তা না হলে বিলম্ব ফি আরোপ করা হবে বলে সতর্ক করেছে ভারতের এই শিল্পগ্রুপ। পিডিবিকে দেওয়া এক চিঠির বরাতে দ্য ফিন্যানসিয়াল এক্সপ্রেস এ তথ্য জানায়।
পিডিবিকে দেওয়া ওই চিঠিতে আদানি গ্রুপ সতর্ক করে বলেছে, চলতি বছরের জুনের মধ্যে বকেয়া বিল পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না হলে চুক্তির শর্ত অনুযায়ী বিলম্ব ফি আরোপ করা হবে।
এর আগে আদানি ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল এবং পিডিবির ওপর চাপ প্রয়োগের জন্য একটি ইউনিট বন্ধও করে দেয়।
কয়লার দামের হিসাব নিয়ে দুই পক্ষের মধ্যে চলমান বিরোধের কথা উল্লেখ করে পিডিবির জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আদানি তাদের চুক্তির শর্ত অনুযায়ী কয়লার খরচ হিসাব করে। কিন্তু পিডিবি প্রকৃত কয়লার মূল্য ধরে হিসাব করে।
আদানি গ্রুপের দাবি, তাদের পাওনা ৮৪ কোটি ৫০ লাখ ডলার। তবে পিডিবির হিসাবে এই অঙ্ক ৭০ কোটির বেশি হবে না। তবে চলমান বিরোধ সত্ত্বেও নিয়মিত অর্থপ্রদান অব্যাহত রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় মোট ১,৬০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার দুটি বিদ্যুৎকেন্দ্র গড়েছে আদানি।
২০১৭ সালের চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ২৫ বছরের জন্য এখান থেকে বিদ্যুৎ কিনবে।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৯ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৯ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৯ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৯ দিন আগে