এক বছর আগে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে ইউক্রেনের কৃষ্ণসাগর শস্যচুক্তি হয়। তবে গত ১৭ জুলাই চুক্তিটির মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন করে চুক্তির কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। এর মধ্য নতুন হুমকি দিয়ে বসেছে মস্কো। এরপর থেকে আন্তর্জাতিক বাজারে গমের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
মস্কো ইঙ্গিত দিয়েছে, রাশিয়ার সম্মতি ছাড়া ইউক্রেনের শস্য নিতে কৃষ্ণসাগরে যদি কোনো জাহাজ প্রবেশ করে, সেটির ওপর হামলা চালানো হবে। কারণ এসব জাহাজকে অস্ত্রবাহী হিসেবে ধরা হবে। খবর বিবিসির।
এ ব্যাপারে গত বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কৃষ্ণসাগর চুক্তি ছিন্ন এবং সমুদ্রে মানবিক করিডর বন্ধ হওয়ায় ২০ জুলাই রাত ১২টা থেকে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের বন্দরের দিকে যাওয়া সব জাহাজকে অস্ত্রবাহী হিসেবে ধরা হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, জাহাজে যেসব দেশের পতাকা পাওয়া যাবে; সেই সব দেশকে ইউক্রেনের পক্ষে যুদ্ধে জড়িত হিসেবে ধরা হবে। পাশাপাশি কৃষ্ণসাগরের আন্তর্জাতিক জলসীমার উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বের কয়েকটি এলাকাকে জাহাজ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে।
এদিকে হোয়াইট হাউসের এক মুখপাত্র এ বিষয়ে বলেছেন, বেসমারিক জাহাজের ওপর হামলার পরিকল্পনা করছে রাশিয়া। এটি তারই অংশ।
এদিকে শস্যচুক্তি থেকে বের হয়ে যাওয়ার পর থেকেই ইউক্রেনের ওদেসা বন্দরে সর্বশক্তি প্রয়োগ করে হামলা চালানো শুরু করে রাশিয়া। আজ বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো সেখানে আকাশ শক্তি ব্যবহার করে হামলা করেছে রুশ বাহিনী। তাদের হামলায় গতকালই ওদেসার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শস্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে গতকাল বুধবার ইউরোপীয় স্টক এক্সচেঞ্জে গমের দাম আগের দিনের থেকে ৮ দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি টনের দাম দাঁড়িয়েছে ২৫৩ দশমিক ৭৫ ইউরো। আর ভুট্টার দাম ৫ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
যুক্তরাষ্ট্রেও গমের দাম গতকাল বুধবার ৮ দশমিক ৫ শতাংশ ঊর্ধ্বগামী হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর এটিই আমেরিকায় এক দিনে গমের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি।
এক বছর আগে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে ইউক্রেনের কৃষ্ণসাগর শস্যচুক্তি হয়। তবে গত ১৭ জুলাই চুক্তিটির মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন করে চুক্তির কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। এর মধ্য নতুন হুমকি দিয়ে বসেছে মস্কো। এরপর থেকে আন্তর্জাতিক বাজারে গমের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
মস্কো ইঙ্গিত দিয়েছে, রাশিয়ার সম্মতি ছাড়া ইউক্রেনের শস্য নিতে কৃষ্ণসাগরে যদি কোনো জাহাজ প্রবেশ করে, সেটির ওপর হামলা চালানো হবে। কারণ এসব জাহাজকে অস্ত্রবাহী হিসেবে ধরা হবে। খবর বিবিসির।
এ ব্যাপারে গত বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কৃষ্ণসাগর চুক্তি ছিন্ন এবং সমুদ্রে মানবিক করিডর বন্ধ হওয়ায় ২০ জুলাই রাত ১২টা থেকে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের বন্দরের দিকে যাওয়া সব জাহাজকে অস্ত্রবাহী হিসেবে ধরা হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, জাহাজে যেসব দেশের পতাকা পাওয়া যাবে; সেই সব দেশকে ইউক্রেনের পক্ষে যুদ্ধে জড়িত হিসেবে ধরা হবে। পাশাপাশি কৃষ্ণসাগরের আন্তর্জাতিক জলসীমার উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বের কয়েকটি এলাকাকে জাহাজ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে।
এদিকে হোয়াইট হাউসের এক মুখপাত্র এ বিষয়ে বলেছেন, বেসমারিক জাহাজের ওপর হামলার পরিকল্পনা করছে রাশিয়া। এটি তারই অংশ।
এদিকে শস্যচুক্তি থেকে বের হয়ে যাওয়ার পর থেকেই ইউক্রেনের ওদেসা বন্দরে সর্বশক্তি প্রয়োগ করে হামলা চালানো শুরু করে রাশিয়া। আজ বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো সেখানে আকাশ শক্তি ব্যবহার করে হামলা করেছে রুশ বাহিনী। তাদের হামলায় গতকালই ওদেসার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শস্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে গতকাল বুধবার ইউরোপীয় স্টক এক্সচেঞ্জে গমের দাম আগের দিনের থেকে ৮ দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি টনের দাম দাঁড়িয়েছে ২৫৩ দশমিক ৭৫ ইউরো। আর ভুট্টার দাম ৫ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
যুক্তরাষ্ট্রেও গমের দাম গতকাল বুধবার ৮ দশমিক ৫ শতাংশ ঊর্ধ্বগামী হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর এটিই আমেরিকায় এক দিনে গমের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫