নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকে আর সময় দেবে না বাণিজ্য মন্ত্রণালয়। ইভ্যালির দায়িত্বও আর নেবেন না তাঁরা। আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে।
আজ মঙ্গলবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে ই-কমার্স বিষয়ক এক সভা শেষে এ কথা জানান ডিজিটাল ই-কমার্সের প্রধান, মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হাফিজুর রহমান।
সাংবাদিকদের তিনি জানান, প্রাথমিকভাবে ইভ্যালি ইস্যুতে আইনি পদক্ষেপে গেলেও পরবর্তীতে ই-অরেঞ্জ, ধামাকা, বুম বুম, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, কিউকুম, আদিয়ান মার্ট, নেট ডট কম এবং আলেশা মার্টের বিষয়ে একই পদক্ষেপ নেবে মন্ত্রণালয়।
ইভ্যালির বিষয়ে হাফিজুর রহমান বলেন, প্রতিষ্ঠানটি গ্রাহকের কাছ থেকে আগাম টাকা নিয়ে নির্দিষ্ট সময়ে পণ্য দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তাঁরা সেটা করতে পারেননি। মার্চেন্টের পাওনাও তাঁরা পরিশোধ করেননি। এছাড়া তিন দফায় মন্ত্রণালয় ইভ্যালির কাছ থেকে আর্থিক বিবরণী সংক্রান্ত যে তথ্য চেয়েছে, তার জবাব তাঁরা দিয়েছেন। কিন্তু ইভ্যালির দেওয়া জবাব এবং মন্ত্রণালয়ের হাতে থাকা তথ্য-উপাত্ত মিলছে না।
ইভ্যালি ভুল তথ্য দিয়েছে জানিয়ে হাফিজুর রহমান বলেন, এটা এক ধরনের প্রতারণা। ইভ্যালির টাকা কোথায় গেছে, সেটা জানা যায়নি। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ ব্যাপারে আগেও চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকও তদন্ত করছে। ইভ্যালি ইস্যুতে বাণিজ্য মন্ত্রণালয় আর সময় নিতে চায় না। এ বিষয়ে ই-কমার্স বিষয়ক কমিটির সুপারিশ অনুযায়ী আইনি পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হবে।
ই-কমার্স বিষয়ক বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকটিতে সভাপতিত্ব করেন হাফিজুর রহমান। বাংলাদেশ ব্যাংক, এনবিআর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ই-ক্যাব প্রতিনিধিসহ বাণিজ্য মন্ত্রণালয়ে নিযুক্ত ব্যবসা বিষয়ক বিশেষজ্ঞ ব্যারিস্টার তানজিব উল আলম বৈঠকে উপস্থিত ছিলেন।
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকে আর সময় দেবে না বাণিজ্য মন্ত্রণালয়। ইভ্যালির দায়িত্বও আর নেবেন না তাঁরা। আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে।
আজ মঙ্গলবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে ই-কমার্স বিষয়ক এক সভা শেষে এ কথা জানান ডিজিটাল ই-কমার্সের প্রধান, মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হাফিজুর রহমান।
সাংবাদিকদের তিনি জানান, প্রাথমিকভাবে ইভ্যালি ইস্যুতে আইনি পদক্ষেপে গেলেও পরবর্তীতে ই-অরেঞ্জ, ধামাকা, বুম বুম, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, কিউকুম, আদিয়ান মার্ট, নেট ডট কম এবং আলেশা মার্টের বিষয়ে একই পদক্ষেপ নেবে মন্ত্রণালয়।
ইভ্যালির বিষয়ে হাফিজুর রহমান বলেন, প্রতিষ্ঠানটি গ্রাহকের কাছ থেকে আগাম টাকা নিয়ে নির্দিষ্ট সময়ে পণ্য দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তাঁরা সেটা করতে পারেননি। মার্চেন্টের পাওনাও তাঁরা পরিশোধ করেননি। এছাড়া তিন দফায় মন্ত্রণালয় ইভ্যালির কাছ থেকে আর্থিক বিবরণী সংক্রান্ত যে তথ্য চেয়েছে, তার জবাব তাঁরা দিয়েছেন। কিন্তু ইভ্যালির দেওয়া জবাব এবং মন্ত্রণালয়ের হাতে থাকা তথ্য-উপাত্ত মিলছে না।
ইভ্যালি ভুল তথ্য দিয়েছে জানিয়ে হাফিজুর রহমান বলেন, এটা এক ধরনের প্রতারণা। ইভ্যালির টাকা কোথায় গেছে, সেটা জানা যায়নি। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ ব্যাপারে আগেও চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকও তদন্ত করছে। ইভ্যালি ইস্যুতে বাণিজ্য মন্ত্রণালয় আর সময় নিতে চায় না। এ বিষয়ে ই-কমার্স বিষয়ক কমিটির সুপারিশ অনুযায়ী আইনি পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হবে।
ই-কমার্স বিষয়ক বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকটিতে সভাপতিত্ব করেন হাফিজুর রহমান। বাংলাদেশ ব্যাংক, এনবিআর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ই-ক্যাব প্রতিনিধিসহ বাণিজ্য মন্ত্রণালয়ে নিযুক্ত ব্যবসা বিষয়ক বিশেষজ্ঞ ব্যারিস্টার তানজিব উল আলম বৈঠকে উপস্থিত ছিলেন।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫