নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের তৈরি পোশাকের জন্য ব্রাজিলের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার চায় তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।
আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিজিএমইএর জনসংযোগ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেইরা জুনিয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। সাক্ষাৎকালে তাঁরা ব্রাজিল ও বাংলাদেশ কীভাবে সহযোগিতার মাধ্যমে পোশাক ও বস্ত্রশিল্পে পারস্পরিক বাণিজ্য সুবিধা লাভ করতে পারে, তা নিয়ে আলোচনা করেন।
বিজিএমইএ সভাপতি ব্রাজিলের রাষ্ট্রদূতকে বাংলাদেশের পোশাক শিল্পের বিভিন্ন দিক বিশেষত পণ্যের বৈচিত্র্য ও বাজার বহুমুখীকরণ এবং পণ্যের মানোন্নয়নে উদ্ভাবনী সক্ষমতার বিকাশসহ শিল্পের ভবিষ্যৎ অগ্রাধিকারগুলো সম্পর্কে অবহিত করেন। এ সময় বাংলাদেশি পোশাকের জন্য ব্রাজিলের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার প্রদানের বিষয়ে ব্রাজিল সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
ফারুক হাসান বলেন, বাংলাদেশ তৈরি পোশাক শিল্পের জন্য ব্রাজিল থেকে আমরা আরও বেশি পরিমাণে তুলা আমদানি করতে আগ্রহী। এ ব্যাপারে রাষ্ট্রদূতকে সহযোগিতার অনুরোধ জানান তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূতের সঙ্গে ভ্যালু-অ্যাডেড পোশাক পণ্যের নকশা (ডিজাইন) উন্নয়নে বাংলাদেশের তৈরি পোশাক খাতের সক্ষমতা বৃদ্ধিতে ব্রাজিলের সহযোগিতা ও সহায়তা প্রদানের ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা হয়।
বিজিএমইএ সভাপতি বলেন, ব্রাজিলের রয়েছে বিপুলসংখ্যক ডিজাইনার ও বিশেষজ্ঞ এবং আমাদের রয়েছে বিপুল উৎপাদন ক্ষমতা। বাংলাদেশ ও ব্রাজিল একসঙ্গে বাংলাদেশের পোশাক শিল্পে নকশা তৈরিতে দক্ষতা বিকাশের কাজ করলে ভ্যালু-অ্যাডেড পোশাক তৈরির মাধ্যমে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে রপ্তানি করতে পারে, যা উভয় দেশের জন্য লাভজনক।
দেশের তৈরি পোশাকের জন্য ব্রাজিলের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার চায় তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।
আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিজিএমইএর জনসংযোগ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেইরা জুনিয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। সাক্ষাৎকালে তাঁরা ব্রাজিল ও বাংলাদেশ কীভাবে সহযোগিতার মাধ্যমে পোশাক ও বস্ত্রশিল্পে পারস্পরিক বাণিজ্য সুবিধা লাভ করতে পারে, তা নিয়ে আলোচনা করেন।
বিজিএমইএ সভাপতি ব্রাজিলের রাষ্ট্রদূতকে বাংলাদেশের পোশাক শিল্পের বিভিন্ন দিক বিশেষত পণ্যের বৈচিত্র্য ও বাজার বহুমুখীকরণ এবং পণ্যের মানোন্নয়নে উদ্ভাবনী সক্ষমতার বিকাশসহ শিল্পের ভবিষ্যৎ অগ্রাধিকারগুলো সম্পর্কে অবহিত করেন। এ সময় বাংলাদেশি পোশাকের জন্য ব্রাজিলের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার প্রদানের বিষয়ে ব্রাজিল সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
ফারুক হাসান বলেন, বাংলাদেশ তৈরি পোশাক শিল্পের জন্য ব্রাজিল থেকে আমরা আরও বেশি পরিমাণে তুলা আমদানি করতে আগ্রহী। এ ব্যাপারে রাষ্ট্রদূতকে সহযোগিতার অনুরোধ জানান তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূতের সঙ্গে ভ্যালু-অ্যাডেড পোশাক পণ্যের নকশা (ডিজাইন) উন্নয়নে বাংলাদেশের তৈরি পোশাক খাতের সক্ষমতা বৃদ্ধিতে ব্রাজিলের সহযোগিতা ও সহায়তা প্রদানের ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা হয়।
বিজিএমইএ সভাপতি বলেন, ব্রাজিলের রয়েছে বিপুলসংখ্যক ডিজাইনার ও বিশেষজ্ঞ এবং আমাদের রয়েছে বিপুল উৎপাদন ক্ষমতা। বাংলাদেশ ও ব্রাজিল একসঙ্গে বাংলাদেশের পোশাক শিল্পে নকশা তৈরিতে দক্ষতা বিকাশের কাজ করলে ভ্যালু-অ্যাডেড পোশাক তৈরির মাধ্যমে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে রপ্তানি করতে পারে, যা উভয় দেশের জন্য লাভজনক।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫