নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নে সাম্প্রতিক সময়ে রপ্তানি কমে যাওয়াকে আশঙ্কাজনক বলে উল্লেখ করেছেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। আজ রাজধানীর উত্তরায় বিজিএমইএর নিজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ফারুক হাসান বলেন, ‘কয়েক মাস থেকেই আমরা বলে আসছিলাম যে আমাদের পোশাক রপ্তানিতে একটি মন্দাভাব শুরু হতে যাচ্ছে, সাম্প্রতিক মাসগুলোর নেতিবাচক প্রবৃদ্ধি থেকে এর প্রতিফলন পাওয়া যাচ্ছে। চলতি বছরের সর্বশেষ দুই মাস মার্চ এবং এপ্রিলে আমাদের পোশাক রপ্তানি মূল্যের দিক থেকেও নেগেটিভে চলে গেছে। সার্বিকভাবে মোট পোশাক রপ্তানি মার্চ মাসে কমেছে ১ দশমিক ০৪ শতাংশ এবং এপ্রিলে রপ্তানি কমেছে ১৫ দশমিক ৪৮ শতাংশ।’
অন্যদিকে সবচেয়ে বড় পোশাকের বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের গত বছরের নভেম্বর থেকে বাংলাদেশ হতে মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি কমে আসছে বলে সংবাদ সম্মেলনে জানান ফারুক হাসান।
ফারুক হাসান বলেন, গত বছরের নভেম্বরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি কমে ৯ দশমিক ৮৪ শতাংশ এবং ডিসেম্বরে কমে ১২ দশমিক ৯৪ শতাংশ। তবে জানুয়ারিতে কিছুটা বৃদ্ধি পেলেও ফেব্রুয়ারি এবং মার্চে নেগেটিভ প্রবৃদ্ধি হয়।
বিজিএমইএর সভাপতি জানান, গত নভেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি ভ্যালুতে ১২ দশমিক ৬৬ শতাংশ কমেছে, সেখানে ভলিউমে কমেছে ২৫ দশমিক ৯৫ শতাংশ।
ইউরোস্ট্যাটের আমদানি তথ্যের উদ্ধৃতি দিয়ে ফারুক হাসান বলেন, নভেম্বর-ফেব্রুয়ারি সময়ে ইউরোপ বাংলাদেশ থেকে পোশাক আমদানি ভ্যালুতে বেড়েছে ৭ দশমিক ১০ শতাংশ এবং ভলিউমে কমেছে ৪ দশমিক ১২ শতাংশ।
পরিমাণের দিক দিয়ে মোট পোশাক রপ্তানি কমলেও ইউনিট প্রাইস বৃদ্ধি এবং সাম্প্রতিক বছরগুলোতে উচ্চ-মূল্য সংযোজিত পণ্য রপ্তানি বেড়ে যাওয়াই পোশাক রপ্তানি থেকে আয় এখনো স্থিতিশীল আছে বলে জানিয়েছেন ফারুক হাসান।
ফারুক হাসান আরও বলে, তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ব অর্থনীতিতে যে মন্দাবাদ দেখা যাচ্ছে সামনের দিনগুলোতে তৈরি পোশাকে কি অবস্থা হবে তা এখন বলা মুশকিল।
বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নে সাম্প্রতিক সময়ে রপ্তানি কমে যাওয়াকে আশঙ্কাজনক বলে উল্লেখ করেছেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। আজ রাজধানীর উত্তরায় বিজিএমইএর নিজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ফারুক হাসান বলেন, ‘কয়েক মাস থেকেই আমরা বলে আসছিলাম যে আমাদের পোশাক রপ্তানিতে একটি মন্দাভাব শুরু হতে যাচ্ছে, সাম্প্রতিক মাসগুলোর নেতিবাচক প্রবৃদ্ধি থেকে এর প্রতিফলন পাওয়া যাচ্ছে। চলতি বছরের সর্বশেষ দুই মাস মার্চ এবং এপ্রিলে আমাদের পোশাক রপ্তানি মূল্যের দিক থেকেও নেগেটিভে চলে গেছে। সার্বিকভাবে মোট পোশাক রপ্তানি মার্চ মাসে কমেছে ১ দশমিক ০৪ শতাংশ এবং এপ্রিলে রপ্তানি কমেছে ১৫ দশমিক ৪৮ শতাংশ।’
অন্যদিকে সবচেয়ে বড় পোশাকের বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের গত বছরের নভেম্বর থেকে বাংলাদেশ হতে মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি কমে আসছে বলে সংবাদ সম্মেলনে জানান ফারুক হাসান।
ফারুক হাসান বলেন, গত বছরের নভেম্বরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি কমে ৯ দশমিক ৮৪ শতাংশ এবং ডিসেম্বরে কমে ১২ দশমিক ৯৪ শতাংশ। তবে জানুয়ারিতে কিছুটা বৃদ্ধি পেলেও ফেব্রুয়ারি এবং মার্চে নেগেটিভ প্রবৃদ্ধি হয়।
বিজিএমইএর সভাপতি জানান, গত নভেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি ভ্যালুতে ১২ দশমিক ৬৬ শতাংশ কমেছে, সেখানে ভলিউমে কমেছে ২৫ দশমিক ৯৫ শতাংশ।
ইউরোস্ট্যাটের আমদানি তথ্যের উদ্ধৃতি দিয়ে ফারুক হাসান বলেন, নভেম্বর-ফেব্রুয়ারি সময়ে ইউরোপ বাংলাদেশ থেকে পোশাক আমদানি ভ্যালুতে বেড়েছে ৭ দশমিক ১০ শতাংশ এবং ভলিউমে কমেছে ৪ দশমিক ১২ শতাংশ।
পরিমাণের দিক দিয়ে মোট পোশাক রপ্তানি কমলেও ইউনিট প্রাইস বৃদ্ধি এবং সাম্প্রতিক বছরগুলোতে উচ্চ-মূল্য সংযোজিত পণ্য রপ্তানি বেড়ে যাওয়াই পোশাক রপ্তানি থেকে আয় এখনো স্থিতিশীল আছে বলে জানিয়েছেন ফারুক হাসান।
ফারুক হাসান আরও বলে, তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ব অর্থনীতিতে যে মন্দাবাদ দেখা যাচ্ছে সামনের দিনগুলোতে তৈরি পোশাকে কি অবস্থা হবে তা এখন বলা মুশকিল।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
২২ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
২২ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
২৩ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
২৩ দিন আগে