শ্রীলঙ্কার অর্থনীতি চলতি বছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে ৩ দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছে। যেখানে প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) দেশটির অর্থনীতি ১১ দশমিক ৫ শতাংশ সংকুচিত হয়েছিল। তবে আইএমএফের সহায়তার পর সেই সংকোচন হ্রাস পেয়েছে।
আজ শুক্রবার দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
শ্রীলঙ্কার জনগণনা ও পরিসংখ্যান বিভাগ এক বিবৃতিতে বলেছে, উচ্চ মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন এবং ক্রয়ক্ষমতা হ্রাসের কারণে এ মন্দা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তবে দেশটির কৃষি খাত গত বছরের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কিন্তু শিল্প খাতে ১১ দশমিক ৫ শতাংশ এবং সেবা খাতে ০ দশমিক ৮ শতাংশ আয় হ্রাস পেয়েছে।
শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক ধারণা করছে, এই বছর মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২ শতাংশ হ্রাস পাবে, যেখানে ২০২২ সালে ৭ দশমিক ৮ শতাংশ সংকুচিত হয়েছিল। বৈদেশিক মুদ্রার সংকটের কারণে দ্বীপ দেশটির অর্থনীতি এই সংকোচনে পড়েছিল।
এই বছরের প্রথম তিন মাসে অর্থনীতি ১১ দশমিক ৫ শতাংশ সংকুচিত হয়েছে। কিন্তু সরকার মার্চ মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ২ দশমিক ৯ বিলিয়ন ডলার পাওয়ার পর থেকে অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীল হয়েছে।
ফার্স্ট ক্যাপিটালের গবেষণা প্রধান ডিমান্থা ম্যাথিউ বলেন, ‘সংকোচন কমছে। আমরা আশা করছি, দ্বিতীয় ত্রৈমাসিকে এটি আরও কমবে এবং তৃতীয় ত্রৈমাসিক থেকে প্রবৃদ্ধিতে ফিরে আসবে। গত ছয় ত্রৈমাসিকের মধ্যে জুলাই-সেপ্টেম্বরের শ্রীলঙ্কা প্রথম প্রবৃদ্ধি পেতে পারে।’
চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকের প্রবৃদ্ধিতে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের কম মূল্যস্ফীতি সাহায্য করবে। যেখানে ২০২২ সালের তীব্র মূল্যস্ফীতি ছিল। কেন্দ্রীয় ব্যাংক জুন এবং জুলাই মাসে প্রবৃদ্ধির জন্য সুদের হার ৪৫০ বেসিস পয়েন্ট কমিয়েছে।
ম্যাথিউ আরও বলেন, ‘আমরা তৃতীয় প্রান্তিকে প্রায় ৮ শতাংশ প্রবৃদ্ধি আশা করছি। কেননা প্রবৃদ্ধি ফিরিয়ে আনতে কৃত্রিমভাবে নানা চেষ্টা চলছে।’
আইএমএফের প্রতিনিধিদল বর্তমানে বর্ধিত তহবিল সুবিধা (ইএফএফ) প্রোগ্রামের প্রথম পর্যালোচনার জন্য শ্রীলঙ্কায় রয়েছে। তারা দ্বীপ দেশটির দ্বিপক্ষীয় এবং বন্ডহোল্ডার ঋণ পুনর্গঠনের অগ্রগতি দেখতে চাইবে।
শ্রীলঙ্কার আন্তর্জাতিক বন্ডহোল্ডাররা বলেছে, কলম্বোর সঙ্গে আলোচনা এগিয়ে যাচ্ছে এবং নীতিগতভাবে একটি চুক্তিতে পৌঁছানোর আশা করছে, সম্ভবত আগামী মাসের মধ্যেই তা বাস্তবায়িত হবে।
শ্রীলঙ্কার অর্থনীতি চলতি বছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে ৩ দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছে। যেখানে প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) দেশটির অর্থনীতি ১১ দশমিক ৫ শতাংশ সংকুচিত হয়েছিল। তবে আইএমএফের সহায়তার পর সেই সংকোচন হ্রাস পেয়েছে।
আজ শুক্রবার দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
শ্রীলঙ্কার জনগণনা ও পরিসংখ্যান বিভাগ এক বিবৃতিতে বলেছে, উচ্চ মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন এবং ক্রয়ক্ষমতা হ্রাসের কারণে এ মন্দা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তবে দেশটির কৃষি খাত গত বছরের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কিন্তু শিল্প খাতে ১১ দশমিক ৫ শতাংশ এবং সেবা খাতে ০ দশমিক ৮ শতাংশ আয় হ্রাস পেয়েছে।
শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক ধারণা করছে, এই বছর মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২ শতাংশ হ্রাস পাবে, যেখানে ২০২২ সালে ৭ দশমিক ৮ শতাংশ সংকুচিত হয়েছিল। বৈদেশিক মুদ্রার সংকটের কারণে দ্বীপ দেশটির অর্থনীতি এই সংকোচনে পড়েছিল।
এই বছরের প্রথম তিন মাসে অর্থনীতি ১১ দশমিক ৫ শতাংশ সংকুচিত হয়েছে। কিন্তু সরকার মার্চ মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ২ দশমিক ৯ বিলিয়ন ডলার পাওয়ার পর থেকে অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীল হয়েছে।
ফার্স্ট ক্যাপিটালের গবেষণা প্রধান ডিমান্থা ম্যাথিউ বলেন, ‘সংকোচন কমছে। আমরা আশা করছি, দ্বিতীয় ত্রৈমাসিকে এটি আরও কমবে এবং তৃতীয় ত্রৈমাসিক থেকে প্রবৃদ্ধিতে ফিরে আসবে। গত ছয় ত্রৈমাসিকের মধ্যে জুলাই-সেপ্টেম্বরের শ্রীলঙ্কা প্রথম প্রবৃদ্ধি পেতে পারে।’
চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকের প্রবৃদ্ধিতে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের কম মূল্যস্ফীতি সাহায্য করবে। যেখানে ২০২২ সালের তীব্র মূল্যস্ফীতি ছিল। কেন্দ্রীয় ব্যাংক জুন এবং জুলাই মাসে প্রবৃদ্ধির জন্য সুদের হার ৪৫০ বেসিস পয়েন্ট কমিয়েছে।
ম্যাথিউ আরও বলেন, ‘আমরা তৃতীয় প্রান্তিকে প্রায় ৮ শতাংশ প্রবৃদ্ধি আশা করছি। কেননা প্রবৃদ্ধি ফিরিয়ে আনতে কৃত্রিমভাবে নানা চেষ্টা চলছে।’
আইএমএফের প্রতিনিধিদল বর্তমানে বর্ধিত তহবিল সুবিধা (ইএফএফ) প্রোগ্রামের প্রথম পর্যালোচনার জন্য শ্রীলঙ্কায় রয়েছে। তারা দ্বীপ দেশটির দ্বিপক্ষীয় এবং বন্ডহোল্ডার ঋণ পুনর্গঠনের অগ্রগতি দেখতে চাইবে।
শ্রীলঙ্কার আন্তর্জাতিক বন্ডহোল্ডাররা বলেছে, কলম্বোর সঙ্গে আলোচনা এগিয়ে যাচ্ছে এবং নীতিগতভাবে একটি চুক্তিতে পৌঁছানোর আশা করছে, সম্ভবত আগামী মাসের মধ্যেই তা বাস্তবায়িত হবে।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৮ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৮ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৮ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৮ দিন আগে