এএফপি, লন্ডন
তেলের দাম আবার বাড়তে শুরু করেছে। গতকাল বুধবার বৈশ্বিক শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেলেও বিনিয়োগকারীরা নজর রাখছেন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কতটা স্থায়ী হয়, সেটির দিকে।
এদিকে ন্যাটো শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ সদস্যরাষ্ট্রগুলো প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়ানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে, যা বিশ্ব রাজনীতিতে বড় বার্তা বহন করছে।
মঙ্গলবার মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল সুদের হার কমানোর সম্ভাবনার কথা পুরোপুরি উড়িয়ে না দেওয়ায় ডলারের মান কমে যায়। তবে গতকাল তা কিছুটা ঘুরে দাঁড়ায়। বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধ মার্কিন অর্থনীতির গতি শ্লথ করতে পারে।
হারগ্রিভস ল্যান্সডাউনের অর্থনীতি ও বাজার প্রধান সুসান্নাহ স্ট্রিটার বলেন, ইরান ও ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতি স্থায়ী হবে, এ নিয়ে বাজারে একধরনের আশা তৈরি হয়েছিল। তবে এখন সেই আশায় ফাটল ধরেছে।
ট্রেড নেশনের বিশ্লেষক ডেভিড মরিসন বলেন, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে বিনিয়োগকারীরা সতর্ক। আপাতত বড় ঝুঁকি মনে না হলেও যেকোনো সময় পরিস্থিতি পাল্টে যেতে পারে।
মঙ্গলবার ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণার খবরে ওয়াল স্ট্রিট ও ইউরোপীয় বাজার চাঙা হয়ে উঠলে এশিয়ার বাজারগুলোও গতকাল ঊর্ধ্বমুখী ছিল। তবে ইউরোপের শেয়ারবাজার কিছুটা নিচে নামে এবং ওয়াল স্ট্রিটে মিশ্র সূচক দেখা যায়।
অপরিশোধিত জ্বালানি তেলের প্রধান বেঞ্চমার্ক ব্রেন্টের দাম গতকাল শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে যায়। এর আগের দিন এটি প্রায় ৭ শতাংশ পড়ে গিয়েছিল। এর আগে সোমবার যুক্তরাষ্ট্র ইরানে বোমা হামলার পরপরই ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম ঊর্ধ্বমুখী হয়ে ওঠে।
গতকাল ট্রাম্প বলেন, ‘আমাদের হামলায় ইরানের পরমাণু সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। তারা এখন বহু বছর পরমাণু অস্ত্র তৈরির মতো অবস্থায় ফিরতে পারবে না।’ তিনি জানান, যুদ্ধবিরতি ‘খুব ভালোভাবে’ এগোচ্ছে।
তবে মার্কিন গোয়েন্দা সংস্থার ফাঁস হওয়া তথ্য বলছে, হামলার প্রভাব ততটা দীর্ঘস্থায়ী নয়; ইরানের কর্মসূচি শুধু কয়েক মাস পিছিয়েছে।
এসব মন্তব্য ট্রাম্প করেন নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত এক সম্মেলনে। সেখানে তিনি বলেন, ন্যাটো সদস্যদের প্রতিরক্ষা বাজেট বাড়ানো সবার জন্যই এক বড় বিজয়। ২০৩৫ সালের মধ্যে ন্যাটোর ৩২টি সদস্যদেশ নিজেদের মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।
তেলের দাম আবার বাড়তে শুরু করেছে। গতকাল বুধবার বৈশ্বিক শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেলেও বিনিয়োগকারীরা নজর রাখছেন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কতটা স্থায়ী হয়, সেটির দিকে।
এদিকে ন্যাটো শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ সদস্যরাষ্ট্রগুলো প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়ানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে, যা বিশ্ব রাজনীতিতে বড় বার্তা বহন করছে।
মঙ্গলবার মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল সুদের হার কমানোর সম্ভাবনার কথা পুরোপুরি উড়িয়ে না দেওয়ায় ডলারের মান কমে যায়। তবে গতকাল তা কিছুটা ঘুরে দাঁড়ায়। বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধ মার্কিন অর্থনীতির গতি শ্লথ করতে পারে।
হারগ্রিভস ল্যান্সডাউনের অর্থনীতি ও বাজার প্রধান সুসান্নাহ স্ট্রিটার বলেন, ইরান ও ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতি স্থায়ী হবে, এ নিয়ে বাজারে একধরনের আশা তৈরি হয়েছিল। তবে এখন সেই আশায় ফাটল ধরেছে।
ট্রেড নেশনের বিশ্লেষক ডেভিড মরিসন বলেন, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে বিনিয়োগকারীরা সতর্ক। আপাতত বড় ঝুঁকি মনে না হলেও যেকোনো সময় পরিস্থিতি পাল্টে যেতে পারে।
মঙ্গলবার ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণার খবরে ওয়াল স্ট্রিট ও ইউরোপীয় বাজার চাঙা হয়ে উঠলে এশিয়ার বাজারগুলোও গতকাল ঊর্ধ্বমুখী ছিল। তবে ইউরোপের শেয়ারবাজার কিছুটা নিচে নামে এবং ওয়াল স্ট্রিটে মিশ্র সূচক দেখা যায়।
অপরিশোধিত জ্বালানি তেলের প্রধান বেঞ্চমার্ক ব্রেন্টের দাম গতকাল শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে যায়। এর আগের দিন এটি প্রায় ৭ শতাংশ পড়ে গিয়েছিল। এর আগে সোমবার যুক্তরাষ্ট্র ইরানে বোমা হামলার পরপরই ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম ঊর্ধ্বমুখী হয়ে ওঠে।
গতকাল ট্রাম্প বলেন, ‘আমাদের হামলায় ইরানের পরমাণু সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। তারা এখন বহু বছর পরমাণু অস্ত্র তৈরির মতো অবস্থায় ফিরতে পারবে না।’ তিনি জানান, যুদ্ধবিরতি ‘খুব ভালোভাবে’ এগোচ্ছে।
তবে মার্কিন গোয়েন্দা সংস্থার ফাঁস হওয়া তথ্য বলছে, হামলার প্রভাব ততটা দীর্ঘস্থায়ী নয়; ইরানের কর্মসূচি শুধু কয়েক মাস পিছিয়েছে।
এসব মন্তব্য ট্রাম্প করেন নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত এক সম্মেলনে। সেখানে তিনি বলেন, ন্যাটো সদস্যদের প্রতিরক্ষা বাজেট বাড়ানো সবার জন্যই এক বড় বিজয়। ২০৩৫ সালের মধ্যে ন্যাটোর ৩২টি সদস্যদেশ নিজেদের মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৭ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৭ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৭ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৭ দিন আগে