মালদ্বীপে নিষিদ্ধ বা প্রয়োজনীয় কিছু পণ্য রপ্তানিতে নতুন করে বন্দর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। গত মঙ্গলবার ভারত এই নিষেধাজ্ঞা আরোপ করে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের বিজ্ঞপ্তি অনুসারে, এই পণ্যগুলো শুধু চারটি মনোনীত শুল্ক স্টেশন—মুন্দ্রা সমুদ্র বন্দর, তুতিকোরিন সমুদ্র বন্দর, (জেএনপিটি) এবং আইসিডি তুঘলকাবাদের মাধ্যমে রপ্তানির জন্য অনুমোদিত হবে।
এর আগে ৫ এপ্রিল, চলতি অর্থবছরের জন্য মালদ্বীপে আলু, পেঁয়াজ, ডিম, চাল, গমের আটা, চিনিসহ ৯টি পণ্যের নির্দিষ্ট পরিমাণ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল ভারত।
উল্লেখ্য, ১৯৮১ সালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক কার্যকর হওয়ার পর থেকে প্রয়োজনীয় পণ্যের অনুমোদিত পরিমাণের দিক থেকে এটিই সর্বোচ্চ।
মালদ্বীপের নির্মাণ শিল্পের জন্য গুরুত্বপূর্ণ কাঁচামাল নদীর বালি এবং পাথরের জন্য নির্ধারিত কোটা ২৫ শতাংশ বাড়িয়ে ১০ লাখ টন করা হয়েছে।
ডিম, আলু, পেঁয়াজ, চাল, গমের আটা এবং ডালের কোটাও বাড়ানো হয়েছে।
তা ছাড়া, গত বছর ভারত থেকে এই পণ্যগুলো রপ্তানির ওপর বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারত মালদ্বীপে চাল, চিনি ও পেঁয়াজ রপ্তানি অব্যাহত রেখেছে।
মালদ্বীপে ভারতীয় হাইকমিশনের বিবৃতিতে বলা হয়েছে, ভারত তার প্রতিবেশীকে অগ্রাধিকার দেওয়ার নীতির অংশ হিসেবে মালদ্বীপে মানবকেন্দ্রিক উন্নয়নে সমর্থন দেওয়ার ক্ষেত্রে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু দায়িত্বভার গ্রহণ করার পর থেকে ভারত ও মালদ্বীপের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিদ্যমান। কারণ, তিনি প্রেসিডেন্ট নির্বাচনের সময় এবং পরে নয়াদিল্লির সমালোচনা করেছিলেন।
মালদ্বীপে নিষিদ্ধ বা প্রয়োজনীয় কিছু পণ্য রপ্তানিতে নতুন করে বন্দর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। গত মঙ্গলবার ভারত এই নিষেধাজ্ঞা আরোপ করে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের বিজ্ঞপ্তি অনুসারে, এই পণ্যগুলো শুধু চারটি মনোনীত শুল্ক স্টেশন—মুন্দ্রা সমুদ্র বন্দর, তুতিকোরিন সমুদ্র বন্দর, (জেএনপিটি) এবং আইসিডি তুঘলকাবাদের মাধ্যমে রপ্তানির জন্য অনুমোদিত হবে।
এর আগে ৫ এপ্রিল, চলতি অর্থবছরের জন্য মালদ্বীপে আলু, পেঁয়াজ, ডিম, চাল, গমের আটা, চিনিসহ ৯টি পণ্যের নির্দিষ্ট পরিমাণ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল ভারত।
উল্লেখ্য, ১৯৮১ সালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক কার্যকর হওয়ার পর থেকে প্রয়োজনীয় পণ্যের অনুমোদিত পরিমাণের দিক থেকে এটিই সর্বোচ্চ।
মালদ্বীপের নির্মাণ শিল্পের জন্য গুরুত্বপূর্ণ কাঁচামাল নদীর বালি এবং পাথরের জন্য নির্ধারিত কোটা ২৫ শতাংশ বাড়িয়ে ১০ লাখ টন করা হয়েছে।
ডিম, আলু, পেঁয়াজ, চাল, গমের আটা এবং ডালের কোটাও বাড়ানো হয়েছে।
তা ছাড়া, গত বছর ভারত থেকে এই পণ্যগুলো রপ্তানির ওপর বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারত মালদ্বীপে চাল, চিনি ও পেঁয়াজ রপ্তানি অব্যাহত রেখেছে।
মালদ্বীপে ভারতীয় হাইকমিশনের বিবৃতিতে বলা হয়েছে, ভারত তার প্রতিবেশীকে অগ্রাধিকার দেওয়ার নীতির অংশ হিসেবে মালদ্বীপে মানবকেন্দ্রিক উন্নয়নে সমর্থন দেওয়ার ক্ষেত্রে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু দায়িত্বভার গ্রহণ করার পর থেকে ভারত ও মালদ্বীপের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিদ্যমান। কারণ, তিনি প্রেসিডেন্ট নির্বাচনের সময় এবং পরে নয়াদিল্লির সমালোচনা করেছিলেন।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
২২ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
২২ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
২২ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
২২ দিন আগে