Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে করোনায় আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫৬

প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে করোনায় আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫৬

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে বেড়েই চলেছে করোনাভাইরাসের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজন মারা গেছেন। এ ছাড়া নতুন আক্রান্ত হয়েছেন আরও ৫৬ জন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানানো হয়। তারা জানান গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও জেলায় ১৫৬টি নমুনা পরীক্ষা করা হয়।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলার একজন নারী ও একজন পুরুষ এবং হরিপুর উপজেলায় একজন নারী রয়েছেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৫৪ জনে। জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ২ হাজার ২৩৩ জন।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১ হাজার ৬৩২ জন সুস্থতার ছাড়পত্র পেয়েছেন। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৩৫ দশমিক ৮৯ শতাংশ।

এর আগে করোনা সংক্রমণ ঠেকাতে জেলায় গত বৃহস্পতিবার (১৬ জুন) থেকে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করে জেলা প্রশাসন। কিন্তু তারপরও জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন করোনাকালে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারি স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত