Ajker Patrika

হরিপুরে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

প্রতিনিধি
হরিপুরে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় পুকুরে ভাসমান অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়নের চাপধা গ্রামে জহির উদ্দিন (৬৫) নামে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আওরঙ্গজেব বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। নিহত জহির উদ্দিন চাপধা গ্রামের মৃত মহর আলীর ছেলে।

স্থানীয় ও পরিবারের সঙ্গে কথা বলে যায়, আজ সকালে তিনি ফজরের নামাজ আদায় করতে মসজিদে যান। তারপর বাসায় ফিরে না এলে বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকেন তাঁরা। সন্ধ্যায় বাড়ির অদুরে একটি পুকুরে তাঁর মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে তাঁরা মরদেহ উদ্ধার করে। তাঁর শরীরে কোন আঘাত বা যখমের চিহ্ন পাওয়া যায়নি।

ওসি জানান, প্রাথমিকভাবে তাঁর প্যারালাইজড হওয়ার কথা জানা যায়। সম্ভবত নামাজ আদায়ের পর পুকুর ঘাট দিয়ে যেতে তিনি পুকুরে পড়ে যান। পুকুরটির গভীরতাও অনেক বেশী। ফলে সাঁতার কাটতে না পারার কারণে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয় বলে অনুমান করা হচ্ছে। তবুও ঘটনার সত্যতা উদঘাটনের জন্য মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মারা যাওয়ার কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত