সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও
অনুকূল আবহাওয়া, স্বল্প খরচ, কম পরিশ্রম আর বাজারে ভালো দাম পাওয়ায় ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় হয়ে উঠেছে সরিষার চাষ। জেলার পাঁচটি উপজেলায় গত পাঁচ বছরের তুলনায় চলতি মৌসুমে সরিষার চাষ ৫৪ শতাংশ বেড়েছে।
কৃষি বিভাগ বলছে, চলতি বছর জেলায় রেকর্ড পরিমাণ জমিতে সরিষার আবাদ হয়েছে। বাজারে তেলের চাহিদা বেশি থাকায় গত বছরের চেয়ে এ বছর জেলায় অন্তত ৩ হাজার ৮৬৭ হেক্টরের বেশি জমিতে সরিষার চাষ হয়েছে।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে ক্রমান্বয়ে জেলায় সরিষার চাষ ও ফলন দুই-ই বেড়েছে।
২০১৯-২০ রবি মৌসুমে আবাদ হয়েছিল ১২ হাজার ৮২০ হেক্টর জমিতে। এ পরিমাণ জমি থেকে সরিষা উৎপাদন হয় ২২ হাজার ৩৩৩ মেট্রিক টন। ২০২১ মৌসুমে চাষ হয়েছিল ১২ হাজার ৬৩৬ হেক্টর জমিতে; সরিষা ফলেছিল ১৯ হাজার ৬৯৮ মেট্রিক টন। ২০২২ মৌসুমে চাষ হয়েছিল ১৩ হাজার ৩৭৪ হেক্টর জমিতে; উৎপাদন ছিল ২১ হাজার ১৭২ মেট্রিক টন। ২৩ মৌসুমে চাষ হয়েছিল ১৫ হাজার ৯২৩ হেক্টর জমিতে; উৎপাদন হয়েছিল ২৪ হাজার ২০৩ মেট্রিক টন। চলতি রবি মৌসুমে আবাদ হয়েছে ১৯ হাজার ৭৯০ হেক্টর জমিতে। এ থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ হাজার ৬৭৪ মেট্রিক টন।
সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের চাষি জাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম ও রাহাত আলী বলেন, বোরো ধান রোপণের আগেই কম সময়ে সরিষার ফসল ঘরে তোলা যায় বলে বাড়তি ফসল হিসেবে তাঁরা আবাদ করছেন।
একই গ্রামের সাদেকুল ইসলাম বলেন, ‘এক বিঘা খেতের সরিষা বিক্রি করলে ২৪-২৫ হাজার টাকা আয় হয়, আর ৪-৫ হাজার টাকা খরচ হয়। তাই সরিষা আবাদ করে আমরা অনেকটাই লাভবান হচ্ছি।’
হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের কৃষক রাজন রায় বলেন, ‘এবার দুই বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। বেশ ভালো ফুল ধরেছে। আসা করা যায় ফলন ভালো হবে।’
ওই ইউনিয়নের ঝাড়গাঁও গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, ঝড়বৃষ্টি না হলে খুবই ভালো ফলন হবে। বাজারে বিক্রি করার পাশাপাশি নিজেদের তেলের চাহিদাও মিটে যায়। সরিষার পর বাদাম চাষ করবেন বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমাতে সরিষার আবাদ বাড়ানোর জন্য কৃষকদের সার-বীজ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। পাশাপাশি কৃষকদের নিয়মিত পরামর্শও দেওয়া হচ্ছে। ফলে এ বছর সরিষার ভালো ফলন হবে বলে আশা করছি।’
অনুকূল আবহাওয়া, স্বল্প খরচ, কম পরিশ্রম আর বাজারে ভালো দাম পাওয়ায় ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় হয়ে উঠেছে সরিষার চাষ। জেলার পাঁচটি উপজেলায় গত পাঁচ বছরের তুলনায় চলতি মৌসুমে সরিষার চাষ ৫৪ শতাংশ বেড়েছে।
কৃষি বিভাগ বলছে, চলতি বছর জেলায় রেকর্ড পরিমাণ জমিতে সরিষার আবাদ হয়েছে। বাজারে তেলের চাহিদা বেশি থাকায় গত বছরের চেয়ে এ বছর জেলায় অন্তত ৩ হাজার ৮৬৭ হেক্টরের বেশি জমিতে সরিষার চাষ হয়েছে।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে ক্রমান্বয়ে জেলায় সরিষার চাষ ও ফলন দুই-ই বেড়েছে।
২০১৯-২০ রবি মৌসুমে আবাদ হয়েছিল ১২ হাজার ৮২০ হেক্টর জমিতে। এ পরিমাণ জমি থেকে সরিষা উৎপাদন হয় ২২ হাজার ৩৩৩ মেট্রিক টন। ২০২১ মৌসুমে চাষ হয়েছিল ১২ হাজার ৬৩৬ হেক্টর জমিতে; সরিষা ফলেছিল ১৯ হাজার ৬৯৮ মেট্রিক টন। ২০২২ মৌসুমে চাষ হয়েছিল ১৩ হাজার ৩৭৪ হেক্টর জমিতে; উৎপাদন ছিল ২১ হাজার ১৭২ মেট্রিক টন। ২৩ মৌসুমে চাষ হয়েছিল ১৫ হাজার ৯২৩ হেক্টর জমিতে; উৎপাদন হয়েছিল ২৪ হাজার ২০৩ মেট্রিক টন। চলতি রবি মৌসুমে আবাদ হয়েছে ১৯ হাজার ৭৯০ হেক্টর জমিতে। এ থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ হাজার ৬৭৪ মেট্রিক টন।
সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের চাষি জাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম ও রাহাত আলী বলেন, বোরো ধান রোপণের আগেই কম সময়ে সরিষার ফসল ঘরে তোলা যায় বলে বাড়তি ফসল হিসেবে তাঁরা আবাদ করছেন।
একই গ্রামের সাদেকুল ইসলাম বলেন, ‘এক বিঘা খেতের সরিষা বিক্রি করলে ২৪-২৫ হাজার টাকা আয় হয়, আর ৪-৫ হাজার টাকা খরচ হয়। তাই সরিষা আবাদ করে আমরা অনেকটাই লাভবান হচ্ছি।’
হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের কৃষক রাজন রায় বলেন, ‘এবার দুই বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। বেশ ভালো ফুল ধরেছে। আসা করা যায় ফলন ভালো হবে।’
ওই ইউনিয়নের ঝাড়গাঁও গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, ঝড়বৃষ্টি না হলে খুবই ভালো ফলন হবে। বাজারে বিক্রি করার পাশাপাশি নিজেদের তেলের চাহিদাও মিটে যায়। সরিষার পর বাদাম চাষ করবেন বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমাতে সরিষার আবাদ বাড়ানোর জন্য কৃষকদের সার-বীজ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। পাশাপাশি কৃষকদের নিয়মিত পরামর্শও দেওয়া হচ্ছে। ফলে এ বছর সরিষার ভালো ফলন হবে বলে আশা করছি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫