ঠাকুরগাঁও প্রতিনিধি
নির্বাচনী প্রচারসভায় ভোট চুরির কথা বলে আলোচনায় এসেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম খোকন। এই নেতা এবার জানিয়ে দিলেন, কীভাবে ভোট চুরি হয়। তিনি বলেছেন, প্রিসাইডিং কর্মকর্তার মাধ্যমে জোহরের নামাজের বিরতির সময় সিল মেরে ব্যালট ঢোকানো হয় বাক্সে।
কামরুল হাসান গত বুধবার সদর উপজেলার বেগুনবাড়ী, ভুল্লীসহ কয়েকটি এলাকায় নির্বাচনী সভায় বক্তব্য দেন। ভুল্লী এলাকায় সভায় তিনি এই ভোট চুরির কায়দা নিয়ে কথা বলেন। সেখানে তিনি বলেন, ‘নির্বাচনগুলোয় জাল-জালিয়াতি হতো, সেটার একটা রহস্য আছে। রহস্যটা হচ্ছে, শুধু যে ছাপ্পা ভোট দিচ্ছে, তা না। খেলাটা চলছে প্রিসাইডিং অফিসারের দ্বারা। প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসার তালিকায় থাকা নামগুলো আমাদের নেতারা সিলেকশন করে দিতেন। পরে তাঁদের মনোনীত প্রার্থীর হয়ে প্রিসাইডিং অফিসারদের কাছে ২০০ পাতার একটি করে বই (ব্যালট পেপারে) দিয়ে দিতেন। এরপর জোহরের নামাজের বিরতির সময় সিল মেরে এই বইয়ের পাতাগুলো ব্যালটে ঢোকানো হতো। এভাবে যদি ২০০ ব্যালট ঢোকানো হয়, তাহলে ১৮৫টি কেন্দ্রে ৩৬ হাজার ভোট একটি প্রার্থীর পক্ষে এমনিতে বেড়ে যায়। অবশেষে প্রার্থী নির্বাচনে জিতে যায়।’
কামরুল হাসানের এই বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু কমিটিতে ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত দপ্তর সম্পাদক ছিলেন তিনি।
এরপর ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ঠাকুরগাঁও শহরের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। এবার সদর উপজেলার চেয়ারম্যান পদে লড়ছেন তিনি।
কামরুল হাসানসহ চারজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন সদর উপজেলায়। অন্যরা হলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অরুনাংশু দত্ত, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, সহসভাপতি রওশনুল হক। নির্বাচনে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। কামরুল হাসান বুধবার সন্ধ্যায় ভুল্লীতে নির্বাচনী সভায় বলেন, ‘আমাদের নেতাগুলো আগে খেত বিড়ি; এখন গোল্ড লিফ, বেনসন খাচ্ছে। যার মিল-চাতাল ছিল না, তার এখন মিল-চাতাল হয়েছে। ও আবার ঢাকায় গিয়ে ফ্ল্যাট কিনছে। আবার ঢাকায় যাদের বাড়ি হয়েছে, তারা আবার দেশের বাইরে গিয়ে বাড়ি কিনছে, ফ্ল্যাট কিনতেছে।...এত টাকা আমাদের কীভাবে হলো। কিসের আয় আমাদের?’
এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় বলেন, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থেকে নির্বাচনী সভায় এমন বক্তব্য কোনোভাবেই আশা করা যায় না। এ বিষয়ে তাঁকে সতর্ক করা হবে।
নির্বাচনী প্রচারসভায় ভোট চুরির কথা বলে আলোচনায় এসেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম খোকন। এই নেতা এবার জানিয়ে দিলেন, কীভাবে ভোট চুরি হয়। তিনি বলেছেন, প্রিসাইডিং কর্মকর্তার মাধ্যমে জোহরের নামাজের বিরতির সময় সিল মেরে ব্যালট ঢোকানো হয় বাক্সে।
কামরুল হাসান গত বুধবার সদর উপজেলার বেগুনবাড়ী, ভুল্লীসহ কয়েকটি এলাকায় নির্বাচনী সভায় বক্তব্য দেন। ভুল্লী এলাকায় সভায় তিনি এই ভোট চুরির কায়দা নিয়ে কথা বলেন। সেখানে তিনি বলেন, ‘নির্বাচনগুলোয় জাল-জালিয়াতি হতো, সেটার একটা রহস্য আছে। রহস্যটা হচ্ছে, শুধু যে ছাপ্পা ভোট দিচ্ছে, তা না। খেলাটা চলছে প্রিসাইডিং অফিসারের দ্বারা। প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসার তালিকায় থাকা নামগুলো আমাদের নেতারা সিলেকশন করে দিতেন। পরে তাঁদের মনোনীত প্রার্থীর হয়ে প্রিসাইডিং অফিসারদের কাছে ২০০ পাতার একটি করে বই (ব্যালট পেপারে) দিয়ে দিতেন। এরপর জোহরের নামাজের বিরতির সময় সিল মেরে এই বইয়ের পাতাগুলো ব্যালটে ঢোকানো হতো। এভাবে যদি ২০০ ব্যালট ঢোকানো হয়, তাহলে ১৮৫টি কেন্দ্রে ৩৬ হাজার ভোট একটি প্রার্থীর পক্ষে এমনিতে বেড়ে যায়। অবশেষে প্রার্থী নির্বাচনে জিতে যায়।’
কামরুল হাসানের এই বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু কমিটিতে ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত দপ্তর সম্পাদক ছিলেন তিনি।
এরপর ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ঠাকুরগাঁও শহরের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। এবার সদর উপজেলার চেয়ারম্যান পদে লড়ছেন তিনি।
কামরুল হাসানসহ চারজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন সদর উপজেলায়। অন্যরা হলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অরুনাংশু দত্ত, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, সহসভাপতি রওশনুল হক। নির্বাচনে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। কামরুল হাসান বুধবার সন্ধ্যায় ভুল্লীতে নির্বাচনী সভায় বলেন, ‘আমাদের নেতাগুলো আগে খেত বিড়ি; এখন গোল্ড লিফ, বেনসন খাচ্ছে। যার মিল-চাতাল ছিল না, তার এখন মিল-চাতাল হয়েছে। ও আবার ঢাকায় গিয়ে ফ্ল্যাট কিনছে। আবার ঢাকায় যাদের বাড়ি হয়েছে, তারা আবার দেশের বাইরে গিয়ে বাড়ি কিনছে, ফ্ল্যাট কিনতেছে।...এত টাকা আমাদের কীভাবে হলো। কিসের আয় আমাদের?’
এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় বলেন, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থেকে নির্বাচনী সভায় এমন বক্তব্য কোনোভাবেই আশা করা যায় না। এ বিষয়ে তাঁকে সতর্ক করা হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে