Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে নতুন আক্রান্ত ৪৩, মৃত্যু ১

প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২১, ১৮: ১৪
ঠাকুরগাঁওয়ে নতুন আক্রান্ত ৪৩, মৃত্যু ১

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরাও ৪৩ জনের শরীরে।

আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ৮৮ শতাংশ। একইদিনে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৬৮ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। তিনি রানীশংকৈল উপজেলার বাসিন্দা।

নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ২২ জন, বালিয়াডাঙ্গীতে ১১, রানীশংকৈলে ৩, পীরগঞ্জে ৬ ও হরিপুরে ১ জন।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, এপ্রিল ও মে মাসের তুলনায় চলতি মাসে এ জেলায় করোনাভাইরাস শনাক্তের হার অনেক বেশি। সেই সঙ্গে মৃত্যুও বেড়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবাইকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৪৯ জন। যাদের মধ্যে এক হাজার ৬শ ১২ জন সুস্থ হয়েছেন। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে জেলায় এখন পর্যন্ত মারা গেছেন ৫১ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত