Ajker Patrika

করোনায় ৭ ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু

প্রতিনিধি, ঠাকুরগাঁও
আপডেট : ০২ জুলাই ২০২১, ১২: ১৭
করোনায় ৭ ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু

ঠাকুরগাঁও‌য়ের হরিপু‌র উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মাত্র সাত ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দি‌কে দিনাজপুর এম আব্দুর র‌হিম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের করোনা ডেডিকেটেড আইসিইউ ইউনিটে বাবা ও ছে‌লের এই মৃত‌্যুর ঘটনা ঘ‌টে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে‌ছেন হ‌রিপুর উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চি‌কিৎসা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান। তি‌নি জানান, গত বুধবার (৩০ জুন) ক‌রোনার উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নি‌য়ে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে আসেন হ‌রিপুর সদর ইউ‌নিয়‌নের আমবা‌ড়ী গ্রা‌মের স্কুলশিক্ষক মো. আসগর আলী (৫০) ও তাঁর বাবা ইয়াকুব আলী (৭৫)। প‌রে কর্তব্যরত চি‌কিৎসক তাঁদের করোনা এন্টি‌জেন টেস্ট দি‌লে দুজনেরই প‌জিটিভ আসে।

জ্বর ও শ্বাসকষ্ট থাকায় তড়িঘড়ি ক‌রে তাঁদের‌ ক‌রোনা ইউনিটে ভর্তি করা হয়।‌ ওই সময় তাঁদের শরী‌রে অক্সি‌জেন লে‌ভেলের মাত্রা ছিল মাত্র ৬০। ছয় ঘণ্টা অক্সিজেন ও চিকিৎসা দেওয়ার প‌র অবস্থার অবনতি হতে শুরু করে।

এর পরেই দ্রুত দিনাজপুর এম আব্দুর র‌হিম মে‌ডি‌কেল ক‌লে‌জ হাসপাতা‌লে তাদের স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় মারা যান ইয়াকুব আলী এবং এর সাত ঘণ্টা পর তাঁর ছে‌লে আসগর আলীও মৃত‌্যুবরণ ক‌রেন।

চি‌কিৎসা কর্মকর্তা আরও জানান, তাঁরা যখন স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন, তখন তাঁদের শারীরিক অবস্থা অনেক খারাপ ছি‌ল। ক‌রোনার সাধারণত চারটি ধাপ র‌য়ে‌ছে। সবচে‌য়ে শেষ পর্যায়ের যে ধাপ‌টি র‌য়ে‌ছে, তা হ‌চ্ছে তীব্র উপসর্গ। এই তীব্র উপসর্গ নি‌য়ে যখন কেউ আসেন, তখন সাধারণত তাঁদের আইসিইউর প্রয়োজন পড়ে। প্রথম‌ দি‌কের মৃদু উপসর্গ নি‌য়ে তাঁরা পরীক্ষা ও চি‌কিৎসা নি‌লে হয়‌তো বেঁচে যে‌তেন। এর জন‌্য কিছুটা অস‌চেতনতা‌কে দায়ী কর‌ছেন এই চি‌কিৎসা কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত