বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
বিয়ে করতে ইতালি থেকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় হাজির হয়েছেন ৩৯ বছর বয়সী আলি সান্দ্র চিয়ারো মিনতে। গতকাল সোমবার সন্ধ্যায় রত্না রানী দাসের (১৯) সঙ্গে হিন্দু রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে তাঁদের বিয়ে হয়।
রত্না রানী দাস বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের খোকোপাড়া গ্রামের দিনমজুর মারকুস দাসের মেয়ে। বর ইতালিতে একটি কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা বলে জানা গেছে।
আজ মঙ্গলবার দুপুরে রত্না রানী দাসের বাবা মারকুস দাস বলেন, ‘জোসেফ দাস নামে আমার এক ভাই দীর্ঘদিন ধরে পরিবারসহ ইতালিতে বসবাস করছে। আমার ভাই যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা আমার নতুন জামাই আলি সান্দ্র চিয়ারো মিনতে। নয় মাস আগে বিয়ের জন্য বাংলাদেশি পাত্রীর সন্ধান করলে আমার মেয়ের ছবি দেখায় আমার ভাই। ছবি দেখে পছন্দ হলে পরে মোবাইল ফোনে আমাদের মেয়ের সঙ্গে যোগাযোগ এবং কথা বলা শুরু হয়। এরপর মেয়ের সঙ্গে কথা বলতে বলতে সুসম্পর্ক তৈরি হলে দুই পরিবারে সম্মতিতে বিয়ের দিন তারিখ ধার্য করা হয়। ভিসা এবং বাংলাদেশের আসার দিন তারিখ নির্ধারণ হলে আমরা নিজ বাড়িতে সোমবার বিয়ে আয়োজন করি। বর দুপুরে আসার পর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিয়ে দিই।’
রত্না রানীর ভাই রিপন দাস বলেন, ‘মোবাইলে কথা বলার একপর্যায়ে দুজনের মধ্যে সম্পর্কটা দুই পরিবারের মধ্যে গ্রহণযোগ্যতা পায়। তাছাড়া বোনকে একজন ভালো মানুষের কাছে পাত্রস্থ করতে পেরেও পরিবারের সবাই স্বস্তির মধ্যে রয়েছি। আমাদের সবাইকে ইতালিতে নিয়ে যাওয়ারও একপ্রকার কথা হয়েছে।’
বিদেশি জামাই পেয়ে উচ্ছ্বসিত রত্না রানীর মা জানকি দাস। তিনি বলেন, ‘ধুমধাম করে বিয়ের আয়োজন এবং প্রতিবেশী-আত্মীয় স্বজনদের নিয়ে মেয়ের বিয়ে দিয়েছি। আমার জামাই আমার মেয়েকে নিয়ে যাবে ইতালিতে। পরে আমরাও পুরো পরিবার ইতালিতে যাব।’
কীভাবে পরিচয় হলো জানতে চাইলে রত্না রানী বলেন, ‘কাকার কাছ থেকে ছবি দেখার পর মোবাইলে এবং ইমোতে যোগাযোগ করে কথা বলা শুরু করি। আমাদের সম্পর্ক হয়ে যায়। আমরা প্রায় নয় মাস ধরে মোবাইলে কথা বলি। আমার চাচার শেখানো ইতালির ভাষা দিয়ে তার সঙ্গে আমি কথা বলি। তারপরে গতকাল আমাদের বিয়ে হয়। জামাই হিসেবে তিনি অনেক ভালো মনের মানুষ। তিনি সবকিছু মানিয়ে নিতে চেষ্টা করেন। বর্তমানে আমরা দুজনেই একে অপরের দেশের ভাষা শেখার চেষ্টা করছি।’
আলি সান্দ্র চিয়ারো মিনতে সাংবাদিকদের জানান, দেশের একটি কোম্পানিতে রত্নার চাচা জোসেফ তাঁর সঙ্গে কাজ করেন। কয়েক বছরের পরিচয়ে তাঁদের সুন্দর দাম্পত্য জীবনযাপন দেখে অনুপ্রাণিত হয়ে জোসেফকে বাংলাদেশের মেয়েকে বিয়ে করার আগ্রহের কথা জানান। এরপর ছবি দেখে পাত্রী পছন্দ করে মোবাইলে কথা বলা, এরপর বাংলাদেশে এসে বিয়ে করা। সব মিলিয়ে বাংলাদেশের মানুষের আত্মীয়তায় মুগ্ধ হয়েছেন এই ইতালীয় যুবক।
চাড়োল ইউনিয়নের চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জী বাবু বলেন, ‘ইতালির ছেলেটির সঙ্গে একই কোম্পানিতে খোকোপাড়া গ্রামের মেয়েটির চাচা কাজ করেন। সে ছেলের মাধ্যমেই দুজনের পরিচয়। গতকাল বিয়ে হয়। আমি নিজেও বিয়েতে ছিলাম। এক সপ্তাহ থাকার পর ইতালির যুবক নিজ দেশে ফিরবেন। যত দূর জানি ভিসা সংক্রান্ত কাজ শেষ করে মেয়েটিকে ইতালি নিয়ে যাবেন।’
বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন, ‘ইতালির যুবক এসে বিয়ে করেছেন। এটি স্থানীয় চেয়ারম্যান আমাকে জানিয়েছেন। এখানে আইনি কোনো বাধ্যবাধকতা নেই।’
বিয়ে করতে ইতালি থেকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় হাজির হয়েছেন ৩৯ বছর বয়সী আলি সান্দ্র চিয়ারো মিনতে। গতকাল সোমবার সন্ধ্যায় রত্না রানী দাসের (১৯) সঙ্গে হিন্দু রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে তাঁদের বিয়ে হয়।
রত্না রানী দাস বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের খোকোপাড়া গ্রামের দিনমজুর মারকুস দাসের মেয়ে। বর ইতালিতে একটি কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা বলে জানা গেছে।
আজ মঙ্গলবার দুপুরে রত্না রানী দাসের বাবা মারকুস দাস বলেন, ‘জোসেফ দাস নামে আমার এক ভাই দীর্ঘদিন ধরে পরিবারসহ ইতালিতে বসবাস করছে। আমার ভাই যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা আমার নতুন জামাই আলি সান্দ্র চিয়ারো মিনতে। নয় মাস আগে বিয়ের জন্য বাংলাদেশি পাত্রীর সন্ধান করলে আমার মেয়ের ছবি দেখায় আমার ভাই। ছবি দেখে পছন্দ হলে পরে মোবাইল ফোনে আমাদের মেয়ের সঙ্গে যোগাযোগ এবং কথা বলা শুরু হয়। এরপর মেয়ের সঙ্গে কথা বলতে বলতে সুসম্পর্ক তৈরি হলে দুই পরিবারে সম্মতিতে বিয়ের দিন তারিখ ধার্য করা হয়। ভিসা এবং বাংলাদেশের আসার দিন তারিখ নির্ধারণ হলে আমরা নিজ বাড়িতে সোমবার বিয়ে আয়োজন করি। বর দুপুরে আসার পর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিয়ে দিই।’
রত্না রানীর ভাই রিপন দাস বলেন, ‘মোবাইলে কথা বলার একপর্যায়ে দুজনের মধ্যে সম্পর্কটা দুই পরিবারের মধ্যে গ্রহণযোগ্যতা পায়। তাছাড়া বোনকে একজন ভালো মানুষের কাছে পাত্রস্থ করতে পেরেও পরিবারের সবাই স্বস্তির মধ্যে রয়েছি। আমাদের সবাইকে ইতালিতে নিয়ে যাওয়ারও একপ্রকার কথা হয়েছে।’
বিদেশি জামাই পেয়ে উচ্ছ্বসিত রত্না রানীর মা জানকি দাস। তিনি বলেন, ‘ধুমধাম করে বিয়ের আয়োজন এবং প্রতিবেশী-আত্মীয় স্বজনদের নিয়ে মেয়ের বিয়ে দিয়েছি। আমার জামাই আমার মেয়েকে নিয়ে যাবে ইতালিতে। পরে আমরাও পুরো পরিবার ইতালিতে যাব।’
কীভাবে পরিচয় হলো জানতে চাইলে রত্না রানী বলেন, ‘কাকার কাছ থেকে ছবি দেখার পর মোবাইলে এবং ইমোতে যোগাযোগ করে কথা বলা শুরু করি। আমাদের সম্পর্ক হয়ে যায়। আমরা প্রায় নয় মাস ধরে মোবাইলে কথা বলি। আমার চাচার শেখানো ইতালির ভাষা দিয়ে তার সঙ্গে আমি কথা বলি। তারপরে গতকাল আমাদের বিয়ে হয়। জামাই হিসেবে তিনি অনেক ভালো মনের মানুষ। তিনি সবকিছু মানিয়ে নিতে চেষ্টা করেন। বর্তমানে আমরা দুজনেই একে অপরের দেশের ভাষা শেখার চেষ্টা করছি।’
আলি সান্দ্র চিয়ারো মিনতে সাংবাদিকদের জানান, দেশের একটি কোম্পানিতে রত্নার চাচা জোসেফ তাঁর সঙ্গে কাজ করেন। কয়েক বছরের পরিচয়ে তাঁদের সুন্দর দাম্পত্য জীবনযাপন দেখে অনুপ্রাণিত হয়ে জোসেফকে বাংলাদেশের মেয়েকে বিয়ে করার আগ্রহের কথা জানান। এরপর ছবি দেখে পাত্রী পছন্দ করে মোবাইলে কথা বলা, এরপর বাংলাদেশে এসে বিয়ে করা। সব মিলিয়ে বাংলাদেশের মানুষের আত্মীয়তায় মুগ্ধ হয়েছেন এই ইতালীয় যুবক।
চাড়োল ইউনিয়নের চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জী বাবু বলেন, ‘ইতালির ছেলেটির সঙ্গে একই কোম্পানিতে খোকোপাড়া গ্রামের মেয়েটির চাচা কাজ করেন। সে ছেলের মাধ্যমেই দুজনের পরিচয়। গতকাল বিয়ে হয়। আমি নিজেও বিয়েতে ছিলাম। এক সপ্তাহ থাকার পর ইতালির যুবক নিজ দেশে ফিরবেন। যত দূর জানি ভিসা সংক্রান্ত কাজ শেষ করে মেয়েটিকে ইতালি নিয়ে যাবেন।’
বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন, ‘ইতালির যুবক এসে বিয়ে করেছেন। এটি স্থানীয় চেয়ারম্যান আমাকে জানিয়েছেন। এখানে আইনি কোনো বাধ্যবাধকতা নেই।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫