সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও
সমতলভূমিতে দার্জিলিং কমলা চাষ করেছেন ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার উত্তর বঠিনা গ্রামের জয়নাল আবেদীন। তাঁর বাগানে ফলন ভালো দেখা দিয়েছে। ১২ লাখ টাকার ফল বিক্রি করবেন বলে আশা করছেন জয়নাল আবেদীন। তাঁকে দেখে কমলা চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয় অনেকে।
সম্প্রতি বঠিনা গ্রামে গিয়ে জানা গেছে, জয়নাল আবেদীন ২০১৯ সালে নিজ উদ্যোগে ৬ বিঘা জমিতে শুরু করেন কমলা ও মাল্টার চাষ। চায়না ম্যান্ডারিন, দার্জিলিং কমলা ও বারি ১ মাল্টা জাতের চারা গাছ রোপণ করেন। বর্তমানে তাঁর বাগানে ৫৫০টি গাছে শোভা পাচ্ছে কমলা ও মাল্টা। প্রতিটি গাছ থেকে গড়ে ৪০ থেকে ৬০ কেজি ফলন আসতে পারে বলে মনে করছেন জয়নাল আবেদীন। শুধু ফলই নয়, চারা-কলম বিক্রি করেও ভালো আয় করছেন তিনি।
জয়নাল আবেদীনের বাগানে দেখা গেছে, থোকায় থোকায় ঝুলছে মিষ্টি কমলা ও মাল্টা। এসব কমলা আকারে বড়, সুস্বাদু ও পুষ্টিকর। বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা পাইকারি দরে কমলা কিনছেন এবং গাছের চারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন।
বাগানেই কথা হয় দক্ষিণ বঠিনা গ্রামের শাহের আলীর সঙ্গে। তিনি জানান, জয়নাল আবেদীনের বাগানে ভালো ফলন দেখে তিনি কমলা চাষের উদ্যোগ নিয়েছেন। কমলার বাগান করার জন্য দুই বিঘা জমি প্রস্তুত করেছেন।
বাগান ঘুরতে আসা স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম বলেন, আমাদের মনে হচ্ছে ভারতের দার্জিলিংয়ে বেড়াতে এসেছি। খুবই ভালো লাগছে। এমন বাগান আরও হওয়া দরকার।
কমলা চাষের শুরুর কথা বলতে গিয়ে জয়নাল আবেদীন বলেন, চাকরির সুবাদে চুয়াডাঙ্গায় জেলাতে যাই। ২০১৯ সালের মাঝামাঝি সময়। সেখানে গিয়ে কমলার খেত দেখি এবং সেখানকার কৃষকদের সঙ্গে আলোচনা করি। সেখান থেকে ৫০০টি কমলা ও মাল্টা চারা নিয়ে আসি। চারা রোপণের এক বছর পর গাছে ফল আসতে শুরু করে। এ ছাড়া বর্তমানে কলমপদ্ধতিতে বাগানে ৬ হাজার উৎপাদিত চারা রয়েছে। চলতি বছর আরও কয়েক বিঘা জমি বর্গা নিয়ে কমলার গাছ লাগিয়ে আরও একটি বাগান গড়ে তোলার প্রস্তুতি নিয়েছি।
জয়নাল আবেদীন জানান, তাঁর বাগানে অন্য বছরের তুলনায় এবার ভালো ফলন হয়েছে। গত বছর ৫ লাখ টাকায় কমলা বিক্রি করলেও এবার প্রায় ১২ লাখ টাকার কমলা ও মাল্টা বিক্রির আশা করছেন।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় চলতি মৌসুমে ৩৪ হেক্টর জমিতে কমলা ও ১২৫ হেক্টর জমিতে মাল্টার চাষ হয়েছে। ঠাকুরগাঁওয়ের মাটিতে অ্যাসিডের পরিমাণ বেশি থাকায় লেবু জাতীয় ফলের ভালো ফলন হয়। তাই কমলা ও মালটার স্বাদ, মান ও গুনে আমদানি করা ফলের মতোই থাকে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোছাম্মৎ শামীমা নাজনীন বলেন, মাটিতে বিশেষ কিছু গুণ রয়েছে, যা কমলা চাষের জন্য বিশেষ প্রয়োজন। এ জেলার মাটিতে অ্যাসিডের পরিমাণ বেশি থাকায় সব ধরনের লেবু জাতীয় ফলন আশাতীত হচ্ছে। কমলা চাষের এ সফলতা জেলার বিভিন্ন উপজেলার কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে আমরা চেষ্টা করছি।
সমতলভূমিতে দার্জিলিং কমলা চাষ করেছেন ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার উত্তর বঠিনা গ্রামের জয়নাল আবেদীন। তাঁর বাগানে ফলন ভালো দেখা দিয়েছে। ১২ লাখ টাকার ফল বিক্রি করবেন বলে আশা করছেন জয়নাল আবেদীন। তাঁকে দেখে কমলা চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয় অনেকে।
সম্প্রতি বঠিনা গ্রামে গিয়ে জানা গেছে, জয়নাল আবেদীন ২০১৯ সালে নিজ উদ্যোগে ৬ বিঘা জমিতে শুরু করেন কমলা ও মাল্টার চাষ। চায়না ম্যান্ডারিন, দার্জিলিং কমলা ও বারি ১ মাল্টা জাতের চারা গাছ রোপণ করেন। বর্তমানে তাঁর বাগানে ৫৫০টি গাছে শোভা পাচ্ছে কমলা ও মাল্টা। প্রতিটি গাছ থেকে গড়ে ৪০ থেকে ৬০ কেজি ফলন আসতে পারে বলে মনে করছেন জয়নাল আবেদীন। শুধু ফলই নয়, চারা-কলম বিক্রি করেও ভালো আয় করছেন তিনি।
জয়নাল আবেদীনের বাগানে দেখা গেছে, থোকায় থোকায় ঝুলছে মিষ্টি কমলা ও মাল্টা। এসব কমলা আকারে বড়, সুস্বাদু ও পুষ্টিকর। বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা পাইকারি দরে কমলা কিনছেন এবং গাছের চারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন।
বাগানেই কথা হয় দক্ষিণ বঠিনা গ্রামের শাহের আলীর সঙ্গে। তিনি জানান, জয়নাল আবেদীনের বাগানে ভালো ফলন দেখে তিনি কমলা চাষের উদ্যোগ নিয়েছেন। কমলার বাগান করার জন্য দুই বিঘা জমি প্রস্তুত করেছেন।
বাগান ঘুরতে আসা স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম বলেন, আমাদের মনে হচ্ছে ভারতের দার্জিলিংয়ে বেড়াতে এসেছি। খুবই ভালো লাগছে। এমন বাগান আরও হওয়া দরকার।
কমলা চাষের শুরুর কথা বলতে গিয়ে জয়নাল আবেদীন বলেন, চাকরির সুবাদে চুয়াডাঙ্গায় জেলাতে যাই। ২০১৯ সালের মাঝামাঝি সময়। সেখানে গিয়ে কমলার খেত দেখি এবং সেখানকার কৃষকদের সঙ্গে আলোচনা করি। সেখান থেকে ৫০০টি কমলা ও মাল্টা চারা নিয়ে আসি। চারা রোপণের এক বছর পর গাছে ফল আসতে শুরু করে। এ ছাড়া বর্তমানে কলমপদ্ধতিতে বাগানে ৬ হাজার উৎপাদিত চারা রয়েছে। চলতি বছর আরও কয়েক বিঘা জমি বর্গা নিয়ে কমলার গাছ লাগিয়ে আরও একটি বাগান গড়ে তোলার প্রস্তুতি নিয়েছি।
জয়নাল আবেদীন জানান, তাঁর বাগানে অন্য বছরের তুলনায় এবার ভালো ফলন হয়েছে। গত বছর ৫ লাখ টাকায় কমলা বিক্রি করলেও এবার প্রায় ১২ লাখ টাকার কমলা ও মাল্টা বিক্রির আশা করছেন।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় চলতি মৌসুমে ৩৪ হেক্টর জমিতে কমলা ও ১২৫ হেক্টর জমিতে মাল্টার চাষ হয়েছে। ঠাকুরগাঁওয়ের মাটিতে অ্যাসিডের পরিমাণ বেশি থাকায় লেবু জাতীয় ফলের ভালো ফলন হয়। তাই কমলা ও মালটার স্বাদ, মান ও গুনে আমদানি করা ফলের মতোই থাকে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোছাম্মৎ শামীমা নাজনীন বলেন, মাটিতে বিশেষ কিছু গুণ রয়েছে, যা কমলা চাষের জন্য বিশেষ প্রয়োজন। এ জেলার মাটিতে অ্যাসিডের পরিমাণ বেশি থাকায় সব ধরনের লেবু জাতীয় ফলন আশাতীত হচ্ছে। কমলা চাষের এ সফলতা জেলার বিভিন্ন উপজেলার কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে আমরা চেষ্টা করছি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে