Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের শাহপাড়া গ্রাম থেকে আবু বক্কর সিদ্দিক (৬৭) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোর ৫টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

এলাকাবাসী সূত্রে জানা যায়,  গতকাল বৃহস্পতিবার রাতে আবু বক্কর সিদ্দিক পরিবারের অন্য সদস্যদের নিয়ে একটি পারিবারিক বৈঠক করছিলেন। ওই বৈঠকে পরিবারের লোকজনের সঙ্গে মনোমালিন্য হলে রাতে না খেয়েই ঘুমিয়ে পড়েন তিনি। পরে আজ সকালে স্থানীয়রা তাঁর মরদেহ একটি গাছে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন।

সদর থানার ওসি তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত