Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ২০: ৪৮
ঠাকুরগাঁওয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ

ঠাকুরগাঁও সদর উপজেলার পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক সোহেল রানা (৪৫)। আজ রোববার দুপুরে উপজেলার শিবগঞ্জ আমতলী এলাকার অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। 

সোহেল রানা ঠাকুরগাঁও সদর উপজেলার পস্তমপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঠাকুরগাঁওয়ের স্টেশন মাস্টার সারোয়ার হোসেন বলেন, আজ দুপুরে আমতলী এলাকার একটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের সঙ্গে সংঘর্ষ। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। আহত হন ট্রাকের চালক। এ ঘটনায় ট্রেন চলাচল কিছুটা বিঘ্ন হয়। 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, দুপুরে আমতলী এলাকার লেভেল ক্রসিংয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত