Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে নতুন ডিসি মাহবুবুর রহমান

প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে নতুন ডিসি মাহবুবুর রহমান

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করেছেন মো. মাহবুবুর রহমান। এ উপলক্ষে আজ বুধবার দুপুরে সদ্যবিদায়ী জেলা প্রশাসক কামরুজ্জামান সেলিম ও নতুন ডিসি মাহবুবুর রহমান পরস্পরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

দায়িত্ব গ্রহণ করার পর শুভেচ্ছা বক্তব্যে নবাগত জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, `জেলার সর্বসাধারণের সার্বিক কল্যাণে কাজ করতে চাই। সবার সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আমার মেধা ও পরিশ্রম দিয়ে ঠাকুরগাঁওকে দেশের একটি মডেল জেলা হিসেবে পরিণত করতে পারব বলে আশা করি।' 

এ ছাড়া করোনাভাইরাসে জেলার আক্রান্তের হার উল্লেখ করে সকলকে সচেতন থেকে এটি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। 

উল্লেখ্য, গত ৩১ মে বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শাহীন আরা বেগম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে ঠাকুরগাঁও জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান তিনি। এ ছাড়া বিদায়ী জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত