Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১০: ০৫
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মাহবুবুর রহমান (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক আরোহী। আজ বুধবার রাত ৮টার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ছোট খোঁচাবাড়ী বাজারের কেবি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত উপসহকারী পরিচালক সরোয়ার হোসেন।

মাহবুবুর রহমান দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার রামপুর এলাকার রহিম উদ্দীনের ছেলে। আহত তাছলিফুর রহমান একই এলাকার সফির উদ্দীনের ছেলে।

উপসহকারী পরিচালক সরোয়ার হোসেন বলেন, মাহবুবুর রহমান প্রতিবেশী চাচাতো ভাই তাছলিফুর রহমানকে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। পথে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী নৈশ কোচের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন তাঁর চাচাতো ভাই তাছলিফুর। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঠাকুরগাঁও সদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাসটিকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত