Ajker Patrika

ঠাকুরগাঁও‌য়ে করোনায় মারা গেলেন আরও চারজন

প্রতিনিধি, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও‌য়ে করোনায় মারা গেলেন আরও চারজন

ঠাকুরগাঁও‌য়ে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপ‌জেলায় একজন, রানীশংকৈল দুজন ও হ‌রিপুর উপ‌জেলায় একজন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ১০৪ জন মারা গেলেন। 

একই সময়ে ২২৫টি নমুনা পরীক্ষায় ১০৮ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪৮শতাংশ।

আজ বুধবার সকা‌লে জেলা সি‌ভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য নি‌শ্চিত ক‌রেছেন। 

ডা. মাহফুজার রহমান ব‌লেন, গ্রামে গ্রামে করোনা ছড়িয়ে পড়েছে। সতর্ক করা সত্ত্বেও মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। এ কারণে করোনা প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে সবাইকে স্বাস্থ‌্যবিধি মে‌নে চল‌তে হ‌বে। অন‌্যথায় প‌রি‌স্থি‌তি আরও ভয়াবহ হ‌তে পা‌রে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত