বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে বিচারের দাবি নিয়ে এক কাপড়ের দোকানের সামনে ললিত বণিক (৪০) নামে এক স্বর্ণের কারিগরের লাশ রেখে বিক্ষোভ করেছে তাঁর পরিবার। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার পর থেকে রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের রেখা ক্লথ স্টোরের সামনে তারা অবস্থান নেয়। মৃতের স্বজনদের অভিযোগ, আজ দুপুরে তিন হাজার টাকার জন্য এক কাপড়ের দোকানদার আব্দুর রহমান ললিতকে মারধর করেন। লজ্জায় ও অপমানে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি তাদের। ।
স্বর্ণের কারিগর ললিত বণিক বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বণিকপাড়া গ্রামের মংলু বণিকের ছেলে।
কারিগরের ছেলে শুভ বণিক জানান, নেকমরদ বাজারের কাপড়ের ব্যবসায়ী আব্দুর রহমানের কাছে বাকিতে কাপড় কিনেছিলেন তাঁর বাবা। তিন হাজার টাকা বকেয়া ছিল। আজ দুপুরে বকেয়া টাকার জন্য তাঁর বাবাকে টেনেহিঁচড়ে দোকানে নিয়ে মারধর করা হয়। তাঁর বাবা অপমান সইতে না পেরে গ্যাসের ট্যাবলেট খান।
শুভ বণিক আরও জানান, প্রথমে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে দিনাজপুর মেডিকেলে নেওয়ার পথে তাঁর বাবা মারা যান। এরপর লাশ নিয়ে তাঁরা আব্দুর রহমানের দোকানের সামনে অবস্থান নেন।
সুজন বণিকের দোকানে কর্মচারী ছিলেন ললিত বণিক। তিনি জানান, ছেলে ও পুরো বাজারের লোকজনের সামনে মারধর ও অপমান সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তিনি বলেন, ‘যখন আমাদের কাছে ক্ষমা চাইতে শুরু করে, তখন বুঝতে পারি, সে গ্যাসের ট্যাবলেট খেয়েছে।’
এই মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন ললিতের স্বজনেরা ও বাজারের লোকজন। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, রাত সাড়ে ৮টার পরে পুলিশ এসে স্বজনদের বুঝিয়ে লাশ ও তাঁদের রাণীশংকৈল থানায় নিয়ে গেছে।
এদিকে এ ঘটনার পর দোকান বন্ধ করে পালিয়েছেন কাপড়ের দোকানমালিক আব্দুর রহমান। বাড়িতে খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর স্ত্রী সেলিনা আক্তার বলেছেন, ‘টাকা পাইলে তো চাইবেই। ওদের স্বভাব হয়ে গেছে। মামলা করবে করুক, কোনো চিন্তা করি না।’ তাঁর স্বামী কাজে বাইরে আছেন বলে জানান তিনি।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। স্বজনেরা অভিযোগ দিলে মামলা হবে।
ঠাকুরগাঁওয়ে বিচারের দাবি নিয়ে এক কাপড়ের দোকানের সামনে ললিত বণিক (৪০) নামে এক স্বর্ণের কারিগরের লাশ রেখে বিক্ষোভ করেছে তাঁর পরিবার। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার পর থেকে রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের রেখা ক্লথ স্টোরের সামনে তারা অবস্থান নেয়। মৃতের স্বজনদের অভিযোগ, আজ দুপুরে তিন হাজার টাকার জন্য এক কাপড়ের দোকানদার আব্দুর রহমান ললিতকে মারধর করেন। লজ্জায় ও অপমানে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি তাদের। ।
স্বর্ণের কারিগর ললিত বণিক বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বণিকপাড়া গ্রামের মংলু বণিকের ছেলে।
কারিগরের ছেলে শুভ বণিক জানান, নেকমরদ বাজারের কাপড়ের ব্যবসায়ী আব্দুর রহমানের কাছে বাকিতে কাপড় কিনেছিলেন তাঁর বাবা। তিন হাজার টাকা বকেয়া ছিল। আজ দুপুরে বকেয়া টাকার জন্য তাঁর বাবাকে টেনেহিঁচড়ে দোকানে নিয়ে মারধর করা হয়। তাঁর বাবা অপমান সইতে না পেরে গ্যাসের ট্যাবলেট খান।
শুভ বণিক আরও জানান, প্রথমে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে দিনাজপুর মেডিকেলে নেওয়ার পথে তাঁর বাবা মারা যান। এরপর লাশ নিয়ে তাঁরা আব্দুর রহমানের দোকানের সামনে অবস্থান নেন।
সুজন বণিকের দোকানে কর্মচারী ছিলেন ললিত বণিক। তিনি জানান, ছেলে ও পুরো বাজারের লোকজনের সামনে মারধর ও অপমান সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তিনি বলেন, ‘যখন আমাদের কাছে ক্ষমা চাইতে শুরু করে, তখন বুঝতে পারি, সে গ্যাসের ট্যাবলেট খেয়েছে।’
এই মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন ললিতের স্বজনেরা ও বাজারের লোকজন। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, রাত সাড়ে ৮টার পরে পুলিশ এসে স্বজনদের বুঝিয়ে লাশ ও তাঁদের রাণীশংকৈল থানায় নিয়ে গেছে।
এদিকে এ ঘটনার পর দোকান বন্ধ করে পালিয়েছেন কাপড়ের দোকানমালিক আব্দুর রহমান। বাড়িতে খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর স্ত্রী সেলিনা আক্তার বলেছেন, ‘টাকা পাইলে তো চাইবেই। ওদের স্বভাব হয়ে গেছে। মামলা করবে করুক, কোনো চিন্তা করি না।’ তাঁর স্বামী কাজে বাইরে আছেন বলে জানান তিনি।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। স্বজনেরা অভিযোগ দিলে মামলা হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে