Ajker Patrika

তুচ্ছ ঘটনায় মুক্তিযোদ্ধার স্ত্রী ও কন্যাকে মারধরের অভিযোগ

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ৫১
তুচ্ছ ঘটনায় মুক্তিযোদ্ধার স্ত্রী ও কন্যাকে মারধরের অভিযোগ

গমখেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে এক মুক্তিযোদ্ধার স্ত্রী ও কন্যাকে মারধরের অভিযোগ উঠেছে রিপন আলী (৩৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের ময়মনসিংহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জয়নব বানু ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের স্ত্রী। আহত অবস্থায় জয়নব বানু ও তাঁর মেয়ে জাহানারা বেগম বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। 

অভিযুক্ত রিপন আলী ময়মনসিংহপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, জয়নব বানুর দেড় মাস বয়সী ছাগলের বাচ্চা রিপনের গমখেতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। জয়নবের মেয়ে এর প্রতিবাদ করলে রিপন তার মুখে ঘুষি দিয়ে মাটিতে ফেলে দিয়ে লাথি মারতে থাকেন। তাকে বাঁচাতে জয়নব বানু এগিয়ে এলে তাঁর মুখেও আঘাত করেন রিপন। এতে জয়নবের মুখের একটি দাঁত পড়ে যায়। 

প্রতিবেশী তাসাদুল হক নামে এক ব্যক্তি মুক্তিযোদ্ধার স্ত্রী ও কন্যাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। 

জয়নব বানু আজকের পত্রিকাকে বলেন, ‘স্বামীর মৃত্যুর পর একা জীবন যাপন করছি। একা পেয়ে নির্মম অত্যাচার করেছে আমাকে ও আমার মেয়েকে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

অভিযুক্ত রিপনের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর মা ও স্ত্রী বলেন, জয়নব ও তাঁর মেয়েও রিপনকে মেরেছে। তা ছাড়া তাসাদুলও চর-থাপ্পড় মেরেছেন রিপনকে। রিপনের ফোন নম্বর চাইলে দিতে রাজি হয়নি তাঁর পরিবার। 

স্থানীয় চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘রিপন ও তাঁর মা আমার কাছে এসেছিল। বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছি।’

বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক খাদেমুল করিম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন মুক্তিযোদ্ধার স্ত্রী। আজ শুক্রবার পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল তদন্ত করতে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত