সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
দুই যুগেও পূর্ণতা পায়নি সখীপুর উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক শপথস্তম্ভ প্রকল্প। মূল স্তম্ভ নির্মিত হলেও বাকি কাজের কোনো অগ্রগতি নেই। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
মুক্তিযুদ্ধের একমাত্র শপথস্তম্ভ হিসেবে পরিচিত এই স্থাপনাটি উপজেলা সদর থেকে প্রায় ৭ কিলোমিটার পশ্চিমে বহেড়াতৈল বাজারের পাশে অবস্থিত। ১৯৯৬ সালে জেলা পরিষদের অর্থায়নে আওয়ামী লীগের তৎকালীন সাংসদ বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম শপথস্তম্ভটি নির্মাণের উদ্যোগ নেন। ১৯৯৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ শপথস্তম্ভটি উদ্বোধন করার কথা থাকলেও আওয়ামী লীগের সঙ্গে কাদের সিদ্দিকীর মতবিরোধ দেখা দেওয়ায় সেটি আর সম্ভব হয়নি।
এরপর থেকেই স্তম্ভটির নির্মাণকাজ বন্ধ রয়েছে। এরপর দীর্ঘ দুই যুগ কেটে গেছে। এ অবস্থায় অযত্ন আর অবহেলায় পড়ে আছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এ শপথস্তম্ভটি। এর চত্বরে রয়েছে মুক্তিযুদ্ধে শহীদদের একটি গণকবর। বহেড়াতৈল বাজারের উত্তরপাশে সবুজ ঘাসের গালিচায় আবৃত টিলার ওপর আংশিক নির্মিত শপথস্তম্ভটি মাথা উঁচু করে দাঁড়িয়ে ভ্রমণপিপাসুদের আকর্ষণ করে।
স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৭১ সালের ১০ জুন কাদেরিয়া বাহিনীর অগণিত মুক্তিযোদ্ধা বহেড়াতৈলের ওই স্থানে পবিত্র কোরআন, বাইবেল ও গীতা ছুঁয়ে দেশ স্বাধীনের শপথ নিয়েছিলেন। সেদিন হিন্দু, মুসলিম ও খ্রিষ্টান একসঙ্গে অঙ্গীকার করেছিলেন, দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত তাঁরা ঘরে ফিরবেন না।
এ ঘটনাকে স্মরণীয় করে রাখতে ওই জায়গায় শপথস্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন কাদের সিদ্দিকী। স্তম্ভটিকে ঘিরে মুক্তিযুদ্ধ জাদুঘর, বিশ্রামাগার নির্মাণসহ পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছিল। শপথস্তম্ভটির নকশায় উদীয়মান সূর্যের প্রতীকসহ নানা বৈচিত্র্য তুলে ধরতে বহুমুখী উদ্যোগও নেওয়া হয়। বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধ সংক্রান্ত নিদর্শন ও স্মারক চিহ্নসমূহ সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শন, মুক্তিযুদ্ধের তথ্য, প্রমাণাদি, নিদর্শন, রেকর্ডপত্র ইত্যাদি সংগ্রহ করে এখানে নির্মিত জাদুঘরে রাখার পরিকল্পনা নেওয়া হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এসএম আবদুল মোত্তালিব বলেন, ‘কাদেরিয়া বাহিনীর হয়ে ১৯৭১ সালের ১০ জুন দেশ স্বাধীনের লক্ষ্যে অসংখ্য মুক্তিযোদ্ধা সেদিন বহেড়াতৈলে কোরআন, বাইবেল ও গীতা ছুঁয়ে শপথ নিয়েছিলাম। শপথস্তম্ভটি সেই স্মৃতি এখনো মনে করিয়ে দেয়। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে এটি একটি। প্রকল্পটির বাস্তবায়ন হলে নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয় স্থান হিসেবে পরিচিত হবে।’
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমও গুণি বলেন, ‘এই বহেড়াতৈলকে ঘিরে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের নানা স্মৃতি জড়িয়ে রয়েছে। এখানেই রয়েছে একটি গণকবর। তাই আমরা দ্রুত এই স্থানটির রক্ষণাবেক্ষণের দাবি জানাই।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী আজকের পত্রিকাকে বলেন, ‘শপথস্তম্ভটির সৌন্দর্যবর্ধনের জন্য স্থানীয় সাংসদ দুই লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। এরই মধ্যে শপথস্তম্ভে যাওয়ার জন্য রাস্তা নির্মাণ ও স্তম্ভের চারপাশে ফুলগাছ রোপণ করা হয়েছে। এ ছাড়া জেলা পরিষদ থেকেও প্রায় ১৮ লাখ টাকার একটি বরাদ্দ পাওয়ার কথা রয়েছে। বরাদ্দটি হাতে পেলেই স্তম্ভের দেয়াল নির্মাণসহ সৌন্দর্য বর্ধনে নানা পদক্ষেপ নেওয়া হবে।’
এদিকে গত ১১ ডিসেম্বর ওই শপথস্তম্ভের পাশে ৫০ তম টাঙ্গাইল মুক্ত দিবস উপলক্ষে ‘বিজয়-৭১’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘এই স্তম্ভটির সৌন্দর্য বর্ধনে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
দুই যুগেও পূর্ণতা পায়নি সখীপুর উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক শপথস্তম্ভ প্রকল্প। মূল স্তম্ভ নির্মিত হলেও বাকি কাজের কোনো অগ্রগতি নেই। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
মুক্তিযুদ্ধের একমাত্র শপথস্তম্ভ হিসেবে পরিচিত এই স্থাপনাটি উপজেলা সদর থেকে প্রায় ৭ কিলোমিটার পশ্চিমে বহেড়াতৈল বাজারের পাশে অবস্থিত। ১৯৯৬ সালে জেলা পরিষদের অর্থায়নে আওয়ামী লীগের তৎকালীন সাংসদ বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম শপথস্তম্ভটি নির্মাণের উদ্যোগ নেন। ১৯৯৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ শপথস্তম্ভটি উদ্বোধন করার কথা থাকলেও আওয়ামী লীগের সঙ্গে কাদের সিদ্দিকীর মতবিরোধ দেখা দেওয়ায় সেটি আর সম্ভব হয়নি।
এরপর থেকেই স্তম্ভটির নির্মাণকাজ বন্ধ রয়েছে। এরপর দীর্ঘ দুই যুগ কেটে গেছে। এ অবস্থায় অযত্ন আর অবহেলায় পড়ে আছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এ শপথস্তম্ভটি। এর চত্বরে রয়েছে মুক্তিযুদ্ধে শহীদদের একটি গণকবর। বহেড়াতৈল বাজারের উত্তরপাশে সবুজ ঘাসের গালিচায় আবৃত টিলার ওপর আংশিক নির্মিত শপথস্তম্ভটি মাথা উঁচু করে দাঁড়িয়ে ভ্রমণপিপাসুদের আকর্ষণ করে।
স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৭১ সালের ১০ জুন কাদেরিয়া বাহিনীর অগণিত মুক্তিযোদ্ধা বহেড়াতৈলের ওই স্থানে পবিত্র কোরআন, বাইবেল ও গীতা ছুঁয়ে দেশ স্বাধীনের শপথ নিয়েছিলেন। সেদিন হিন্দু, মুসলিম ও খ্রিষ্টান একসঙ্গে অঙ্গীকার করেছিলেন, দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত তাঁরা ঘরে ফিরবেন না।
এ ঘটনাকে স্মরণীয় করে রাখতে ওই জায়গায় শপথস্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন কাদের সিদ্দিকী। স্তম্ভটিকে ঘিরে মুক্তিযুদ্ধ জাদুঘর, বিশ্রামাগার নির্মাণসহ পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছিল। শপথস্তম্ভটির নকশায় উদীয়মান সূর্যের প্রতীকসহ নানা বৈচিত্র্য তুলে ধরতে বহুমুখী উদ্যোগও নেওয়া হয়। বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধ সংক্রান্ত নিদর্শন ও স্মারক চিহ্নসমূহ সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শন, মুক্তিযুদ্ধের তথ্য, প্রমাণাদি, নিদর্শন, রেকর্ডপত্র ইত্যাদি সংগ্রহ করে এখানে নির্মিত জাদুঘরে রাখার পরিকল্পনা নেওয়া হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এসএম আবদুল মোত্তালিব বলেন, ‘কাদেরিয়া বাহিনীর হয়ে ১৯৭১ সালের ১০ জুন দেশ স্বাধীনের লক্ষ্যে অসংখ্য মুক্তিযোদ্ধা সেদিন বহেড়াতৈলে কোরআন, বাইবেল ও গীতা ছুঁয়ে শপথ নিয়েছিলাম। শপথস্তম্ভটি সেই স্মৃতি এখনো মনে করিয়ে দেয়। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে এটি একটি। প্রকল্পটির বাস্তবায়ন হলে নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয় স্থান হিসেবে পরিচিত হবে।’
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমও গুণি বলেন, ‘এই বহেড়াতৈলকে ঘিরে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের নানা স্মৃতি জড়িয়ে রয়েছে। এখানেই রয়েছে একটি গণকবর। তাই আমরা দ্রুত এই স্থানটির রক্ষণাবেক্ষণের দাবি জানাই।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী আজকের পত্রিকাকে বলেন, ‘শপথস্তম্ভটির সৌন্দর্যবর্ধনের জন্য স্থানীয় সাংসদ দুই লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। এরই মধ্যে শপথস্তম্ভে যাওয়ার জন্য রাস্তা নির্মাণ ও স্তম্ভের চারপাশে ফুলগাছ রোপণ করা হয়েছে। এ ছাড়া জেলা পরিষদ থেকেও প্রায় ১৮ লাখ টাকার একটি বরাদ্দ পাওয়ার কথা রয়েছে। বরাদ্দটি হাতে পেলেই স্তম্ভের দেয়াল নির্মাণসহ সৌন্দর্য বর্ধনে নানা পদক্ষেপ নেওয়া হবে।’
এদিকে গত ১১ ডিসেম্বর ওই শপথস্তম্ভের পাশে ৫০ তম টাঙ্গাইল মুক্ত দিবস উপলক্ষে ‘বিজয়-৭১’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘এই স্তম্ভটির সৌন্দর্য বর্ধনে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫