টাঙ্গাইল প্রতিনিধি
কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে টাঙ্গাইলে লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের সভাপতির পদ থেকে আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরকে অব্যাহতি দেওয়া হয়েছে। কলেজের সাময়িক সভাপতির দায়িত্ব পালন করবেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। আজ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ভূঞাপুর লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম রব্বানী রতন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৯ মার্চ রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে একটি কলের সূত্র ধরে রাজধানীর তুরাগ প্রিয়াঙ্কা সিটি আবাসিক এলাকায় বড় মনিরের ফ্ল্যাট থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধার করে পুলিশ। রাতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান বড় মনির। পরে তার বিরুদ্ধে অস্ত্রের মুখে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ এনে থানায় মামলা করেন ভুক্তভোগী।
জানা যায়, সম্প্রতি ওই কলেজের সভাপতির দায়িত্ব পান আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বড় মনির। ছোট ভাই টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনিরের অনুরোধে তাঁকে লোকমান ফকির মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি পদে নিয়োগ দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
অভিযোগের বিষয়ে কথা বলতে গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের মোবাইলে একাধিকার যোগাযোগ করার চেষ্টা করলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। যার কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আরও পড়ুন:
কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে টাঙ্গাইলে লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের সভাপতির পদ থেকে আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরকে অব্যাহতি দেওয়া হয়েছে। কলেজের সাময়িক সভাপতির দায়িত্ব পালন করবেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। আজ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ভূঞাপুর লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম রব্বানী রতন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৯ মার্চ রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে একটি কলের সূত্র ধরে রাজধানীর তুরাগ প্রিয়াঙ্কা সিটি আবাসিক এলাকায় বড় মনিরের ফ্ল্যাট থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধার করে পুলিশ। রাতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান বড় মনির। পরে তার বিরুদ্ধে অস্ত্রের মুখে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ এনে থানায় মামলা করেন ভুক্তভোগী।
জানা যায়, সম্প্রতি ওই কলেজের সভাপতির দায়িত্ব পান আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বড় মনির। ছোট ভাই টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনিরের অনুরোধে তাঁকে লোকমান ফকির মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি পদে নিয়োগ দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
অভিযোগের বিষয়ে কথা বলতে গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের মোবাইলে একাধিকার যোগাযোগ করার চেষ্টা করলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। যার কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আরও পড়ুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫