সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে বকেয়া বিদ্যুৎ বিলের মামলায় স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের ভুলে বাড়িওয়ালার বদলে বিনা দোষে কারাভোগ করা ভাড়াটিয়া তারেক মিয়া জামিন পেয়েছেন।
১০ দিন কারাভোগের পর আজ বুধবার সকালে টাঙ্গাইলের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিজোয়ানা রশীদ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন বলে তাঁর আইনজীবী এস. এম. ফাইজুর রহমান জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, বিদ্যুৎ বিভাগের বকেয়া বিলের মামলায় বিনা জামানতে আদালত তারেকের জামিন আবেদন মঞ্জুর করেন।
৫৪ হাজার ৫৪৮ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগে পিডিবির সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম বাদী হয়ে গত ২৫ জুলাই তারেক মিয়ার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় পরোয়ানা জারি হলে গত ১৬ অক্টোবর পুলিশ তারেক মিয়াকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। অথচ তারেক মিয়া সখীপুর পিডিবির বিদ্যুতের গ্রাহক নন। তাঁর নামে কোনো মিটার বা আবাসিক হিসাব নেই।
মামলায় যে হিসাব নম্বর দেওয়া ছিল, তা ছিল তারেক মিয়ার বাড়িওয়ালা সাইফুল ইসলাম ওরফে তারা মিয়ার। কিন্তু সেখানে নাম দেওয়া হয় ভাড়াটিয়া তারেক মিয়ার।
সরেজমিনে দেখা গেছে, টাঙ্গাইল আদালত এলাকায় তারেকের বাবা নুরু মিয়া, বোন জামাতা মনির হোসেন ও প্রতিবেশী ইলিয়াস কাশেম জেলখানা থেকে তারেকের ছাড়া পাওয়ার অপেক্ষা করছেন। এ বিষয়ে প্রতিবেশী ইলিয়াস কাশেম বলেন, ‘কাগজপত্র ঠিক হলে সন্ধ্যার আগেই তারেক জেলখানা থেকে বেরিয়ে আসবে বলে আমরা ধারণা করছি।’
তাঁর মা নাছিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আত্মাডা ফিরা আইছে বাবা। এই কয়দিন আমার আত্মাডা আমার কাছে আছালনা, বুকটা খালি শুকাইয়া যাইতো, বারবার পানি খাইছি আর পুলাডার জন্যি চিন্তা করছি, কহন আমার পুলাডা আমার ঘরে ফিরা আইবো! আইজক্যা পুলাডার জামিনের খবর হুইনা প্রাণ ভইরা নিশ্বাস নিছি।’
টাঙ্গাইলের সখীপুরে বকেয়া বিদ্যুৎ বিলের মামলায় স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের ভুলে বাড়িওয়ালার বদলে বিনা দোষে কারাভোগ করা ভাড়াটিয়া তারেক মিয়া জামিন পেয়েছেন।
১০ দিন কারাভোগের পর আজ বুধবার সকালে টাঙ্গাইলের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিজোয়ানা রশীদ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন বলে তাঁর আইনজীবী এস. এম. ফাইজুর রহমান জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, বিদ্যুৎ বিভাগের বকেয়া বিলের মামলায় বিনা জামানতে আদালত তারেকের জামিন আবেদন মঞ্জুর করেন।
৫৪ হাজার ৫৪৮ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগে পিডিবির সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম বাদী হয়ে গত ২৫ জুলাই তারেক মিয়ার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় পরোয়ানা জারি হলে গত ১৬ অক্টোবর পুলিশ তারেক মিয়াকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। অথচ তারেক মিয়া সখীপুর পিডিবির বিদ্যুতের গ্রাহক নন। তাঁর নামে কোনো মিটার বা আবাসিক হিসাব নেই।
মামলায় যে হিসাব নম্বর দেওয়া ছিল, তা ছিল তারেক মিয়ার বাড়িওয়ালা সাইফুল ইসলাম ওরফে তারা মিয়ার। কিন্তু সেখানে নাম দেওয়া হয় ভাড়াটিয়া তারেক মিয়ার।
সরেজমিনে দেখা গেছে, টাঙ্গাইল আদালত এলাকায় তারেকের বাবা নুরু মিয়া, বোন জামাতা মনির হোসেন ও প্রতিবেশী ইলিয়াস কাশেম জেলখানা থেকে তারেকের ছাড়া পাওয়ার অপেক্ষা করছেন। এ বিষয়ে প্রতিবেশী ইলিয়াস কাশেম বলেন, ‘কাগজপত্র ঠিক হলে সন্ধ্যার আগেই তারেক জেলখানা থেকে বেরিয়ে আসবে বলে আমরা ধারণা করছি।’
তাঁর মা নাছিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আত্মাডা ফিরা আইছে বাবা। এই কয়দিন আমার আত্মাডা আমার কাছে আছালনা, বুকটা খালি শুকাইয়া যাইতো, বারবার পানি খাইছি আর পুলাডার জন্যি চিন্তা করছি, কহন আমার পুলাডা আমার ঘরে ফিরা আইবো! আইজক্যা পুলাডার জামিনের খবর হুইনা প্রাণ ভইরা নিশ্বাস নিছি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫